হনুমানের সঙ্গী হল মানুষ | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে। আজ আমি আপনাদের সাথে একটি প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিব, আশা করি আপনারা সবাই এ প্রাণীকে চিনে থাকবেন। আপনারা যে প্রাণীর ছবিগুলো দেখতে পাচ্ছেন এই প্রাণী আমাদের গ্রামে হনুমান বলে পরিচিত। আপনাদের কাছে এই প্রাণীগুলো কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

Source

দীর্ঘ প্রায় ১০ বছর পরে মানুষের সাথে মিশে থাকা আশ্চর্যজনক হনুমান দেখতে পেলাম। আশ্চর্যজনক হনুমান বলার প্রধান কারণ ছোটবেলায় যখন মাঝেমধ্যে হনুমান দেখতে পেতাম তখন তার পিছনে ছুটে যেতাম, কিন্তু হনুমান গুলো সেসময় পালিয়ে যেত। কিন্তু আজকে মানুষের বন্ধুরূপে হনুমান গুলো দেখতে পেলাম।

আজ সকালবেলা দশটার সময় সকালের খাবার শেষ করে বাড়ি থেকে বাইরে বের হয়ে রাস্তার মোড়ে আসলাম, রাস্তার মোড়ে এসে দেখি অনেক মানুষের সমাগম, সমগ্র মানুষের মাঝেই পৌঁছাতে না পৌঁছাতেই শুনতে পেলাম হনুমান আসছে পাঁচটি, নিজের কাছে অনেক কৌতুহল লাগছে, ছোটবেলায় হনুমান দেখতে না দেখতেই হনুমান পালিয়ে যেত, কিন্তু বর্তমানের হনুমান গুলো দেখলাম সম্পুর্ন ভিন্ন ধর্মীয় আচরণ করছে।

Source

হনুমান গুলো মানুষের সাথে মিশে আছে, মনে হচ্ছে হনুমান গুলো মানুষের কতটা আপন, এই প্রাণীগুলো মানুষের কথা মতো কাজ করছে, মানুষ ডাকলে সাড়া দিচ্ছে, মানুষ কোন কিছু খাইতে দিলে তারা সুন্দরভাবে তাদের হাতে নিয়ে তারা খাবার খাচ্ছে।

ছবি- ০১

IMG_20220316_133426.jpg

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি হনুমান সুন্দরভাবে দেওয়ালের উপর বসে আছে।

ছবি- ০২

IMG_20220316_134345.jpg

এই ছবিতে হনুমানটি স্টাইলিশ ভাবে সুন্দর ভাবে বসে আছে।

ছবি- ০৩

IMG_20220316_134016.jpg

এই ছবিতে হনুমান দুইটি পানি পান করছে।

ছবি- ০৪

IMG_20220316_133942.jpg

ছবি- ০৫

IMG_20220316_133743.jpg

এই ছবিতে দুইটি হনুমান দেওয়ালের উপর বসে আছে।

ছবি- ০৬

IMG_20220316_133707.jpg

ছবি- ০৭

IMG_20220316_133609.jpg

ছবি- ০৮

IMG_20220316_133350.jpg

ছবি- ০৯

IMG_20220316_133030.jpg

এই ছবিতে হনুমান গুলো পার্কের গেটের সামনে ভিড় জমিয়েছে, এমনকি মানুষেরা হনুমানের সাথে খেলা করছে, প্রাণীগুলোকে বিস্কিট কেক রুটি খেতে দিচ্ছে।

ছবি- ১০

IMG20220315105303.jpg

হনুমানকে কাপে করে পানি দেওয়াতে পানি খাচ্ছে।

ছবি- ১১

IMG20220315104815.jpg

ছবি- ১২

IMG20220315104759.jpg

প্রথম অবস্থায় বিস্কিটের প্যাকেট দেওয়াতে মনে হল হনুমানজি বিস্কিটের প্যাকেট এর ডেট চেক করছে।

ছবি-১৩

IMG20220315104752.jpg

হনুমানকে বিস্কিটের প্যাকেট দেওয়া হয়েছে, হনুমানজি বিস্কিটের প্যাকেট ছিরে খেতে শুরু করছে।

ছবি- ১৪

IMG20220315104728.jpg

পাঁচটি হনুমানজি একত্রে বৈঠক করছে।

ছবি-১৫

IMG20220315104722.jpg

ছবি- ১৬

IMG20220315104459.jpg

ছবি- ১৭

IMG20220315103956.jpg

IMG_20220203_101835.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 3 years ago 

এই হনুমানগুলো এখন প্রায় সারা বাংলাদেশেই দেখতে পাওয়া যায়। খাবারের খোঁজে এরা মানুষের কাছে এসে ধরা দেয়। আমি মনে করি অযথা কোন প্রাণীকে বিরক্ত না করলে কোন প্রাণীরই মানুষকে ভয় পাবার কোন কারন নেই। কিছু দুষ্ট প্রকৃতির মানুষ অযথাই এই সমস্ত নিরীহ প্রাণীদের কে বিরক্ত করে থাকে। যাই হোক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, জি ভাই আপনি ঠিকই বলেছেন অযথা প্রাণীদেরকে বিরক্ত করলে প্রাণীরা দূরে সরে যায়, শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

বাহ!! খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন ভাই। হনুমান গুলো সত্যি অনেক সুন্দর। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই। ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া 💞

 3 years ago 

আমার পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম, সত্যি ভাই আমার কাছে অনেক ভালো লেগেছে হনুমান গুলোকে।

 3 years ago 

হনুমানকে সবাই হনুমান নামেই চিনে থাকেন তবে মাঝে মাঝে কেউ কেউ এটাকে বান্দর বলে ভুল করে। ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই খুব সুন্দর ছিল বর্ণনা ছিল অতুলনীয় শুভেচ্ছা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম ভাই, হনুমান গুলো সত্যিই অনেক অসাধারণ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই খুবই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হনুমান মনে হয় না আমি আগে দেখেছি। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে আপনার হনুমান দেখার অভিজ্ঞতা টি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি ও আনন্দিত, আমি সবচেয়ে বেশি খুশি হলাম ও আনন্দিত এটা জেনে যে আপনি আমার পোস্ট থেকে অনুমান সম্পর্কে প্রথম জানতে ও দেখতে পেলেন। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনাকে জন্য।

 3 years ago 

প্রথমেই বলবো বানর হনুমান এইগুলো দেখে আমার ভয় লাগে। বিশেষ করে হুনুমানের মুখ বেশি ভয় লাহে। আমাদের পুরান ঢাকায় বানর দেখা যায় অনেক। বিশেষ করে রান্না করতে গেলে মাঝে মাঝে জানালা দিয়ে তাকিয়ে থাকে কোনো খাবার দিলে নিয়ে চলে যায়। তবে আমি ভয় পাই তাই কাছে যাই না।

 3 years ago 

আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত, বানর ও হনুমান যায় দেখেন না কেন আপনার ভয় লাগে বিষয়টি স্বাভাবিক, কিন্তু আমার ভয় লাগে না খুব ভালোই লাগে। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62781.37
ETH 2461.15
USDT 1.00
SBD 2.64