"এসো নিজে করি"কাগজের সাহায্যে তৈরি ফুলের ওয়ালমেট || 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতোই আমি আবার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সাথে কিছুক্ষণ না থাকলে কেমন যেন একা একা লাগে। প্রতিটি সম্পর্ক সৃষ্টির মাঝে একটি মাধ্যম প্রয়োজন। তেমনি আপনাদের সাথে আমার সম্পর্কের মাধ্যম হল আমার বাংলা ব্লগ পরিবার। আমার বাংলা ব্লগ পরিবারে আমরা অনেকেই বসবাস করছি। প্রতিটি পরিবারের প্রধান একজনকে থাকতে হয়, তা না হলে পরিবারটি এক সময় বিলীন হয়ে যায়।

তেমনি ভাবে আমাদের পরিবারের প্রধান হলেন@rme দাদা। তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা "আমার বাংলা ব্লগ "পরিবার পেয়েছি। এই পরিবারে আমরা সবাই সবার হাসিখুশি ,আনন্দ- বেদনা ভাগাভাগি করে নিয়ে একে অপরের খোঁজখবর নিয়ে থাকি। তেমনি ভাবে আমাদের পরিবারে "আমার বাংলা
ব্লগ"পরিবারে আমার কাজের মাধ্যমে হাসিখুশি,
আনন্দ -বেদনা খোঁজখবর ভাগাভাগি করে নিই পরিবারের সকল সদস্যদের সাথে।

আমার কাজের মাধ্যমে আপনাদের থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে থাকি। একে অপরের খোঁজখবর নিয়ে থাকি এবং একে অপরের সাথে আলাপ আলোচনা করে থাকি, তাই কিছুক্ষণ আপনাদের সাথে না থাকলে কেমন যেন সত্যিই একা একা লাগে।

তাই আপনাদের খোঁজখবর নিতে চলে আসলাম এখনি একটি সুন্দর কাগজের তৈরি ওয়ালমেট নিয়ে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সত্যি বলতে আপনারা কমেন্ট করলে আমি অন্যরকম অনুভূতি পায়।

IMG20210917172855.jpg

IMG20210917172907.jpg

তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আমি কাগজের মাধ্যমে সুন্দর ওয়ালমেট তৈরি করেছি তা আপনাদের দেখাবো:

উপকরণ:
১. এ ফোর সাইজের সাদা পেপার সহ রঙিন পেপার।
২. কাঠি
৩. আইকা আঠা
৪. কাগজ কাটা সিজার
৫. কালো পেন্সিল
৬. কার্টুনের শক্ত পেপার।

ধাপ- ০১

IMG20210917151401.jpg

প্রথমে মাপমতো একটি শক্ত কাগজ কেটে নিয়েছি।

ধাপ- ০২

IMG_20210917_173357.jpg

এরপর শক্ত কাগজটি কে সাদা কাগজ দিয়ে মুরিয়ে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ- ০৩

IMG20210917153818.jpg

এরপর মাপমতো একটি কালো কাগজ কেটে নিয়েছি।

ধাপ- ০৪

IMG20210917154303.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে কালো কাগজটির এক মাথায় কাঠি ঢুকিয়ে পেঁচিয়ে স্টিক তৈরি করে নিয়েছি।

ধাপ- ০৫

IMG20210917154718.jpg

এভাবে চারটি স্টিক তৈরি করে নিয়েছি।

ধাপ- ০৬

IMG20210917163007.jpg

এরপর স্টিক গুলোকে আগে থেকে মোড়ানো সাদা কাগজের চারিপাশে লাগিয়ে একটি ফ্রেম তৈরি করে নিয়েছি।

ধাপ- ০৭

IMG20210917162807.jpg

এরপর কালো কাগজে একটি ফুলদানি আঁকিয়ে নিয়েছি।

ধাপ- ০৮

IMG20210917162944.jpg

এরপর কেচি দিয়ে ফুলদানি টি কেটে নিয়েছি।

ধাপ- ০৯

IMG20210917163207.jpg

এরপর আঠা দিয়ে ফুলদানিটা ফ্রেমে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ১০

IMG20210917164127.jpg

এরপর কালো পেন্সিল রং দিয়ে ফুলদানির ফ্রেমে ফুলের ডালপালা আঁকিয়ে নিয়েছি।

ধাপ- ১১

IMG20210917164402.jpg

এখন ফুল বানানোর জন্য মাপ মতো একটি নীল কাগজ কেটে নিয়েছি।

ধাপ- ১২

IMG20210917164446.jpg

এরপর নীল কাগজটি ত্রিভুজের মত ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১৩

IMG20210917164546.jpg

এরপর মাঝখান থেকে আরো একবার ত্রিভুজের মত ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১৪

IMG20210917164642.jpg

এরপর মাঝখান থেকে উপরের অংশ উপরদিকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১৫

IMG20210917164657.jpg

এরপর নিচের অংশ নিচের দিকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১৬

IMG20210917165521.jpg

এরপর ভাঁজ করা কাগজটিতে একটি ফুলের পাপড়ি আঁকিয়ে নিয়েছি।

ধাপ- ১৭

IMG20210917165919.jpg

এরপর কেচি দিয়ে দাগের উপর থেকে কেটে ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ- ১৮

IMG20210917165942.jpg

এভাবে আরো অনেকগুলো ফুল কেটে নিয়েছি।

ধাপ- ১৯

IMG20210917172412.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে ফুলের পাপড়ি কেটে নিয়েছি।

ধাপ- ২০

IMG20210917172421.jpg

এরপর অর্ধেক কাটা পাপড়িতে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ-২১

IMG20210917172439.jpg

এরপর আঠা দেওয়া পাপড়ির সাথে পাশের পাপড়ি জুড়ে ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ- ২২

IMG20210917170741.jpg

এভাবে আরো অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ- ২৩

IMG20210917171021.jpg

এরপর ফুলগুলোর ভেতর কালো পেন্সিল রং দিয়ে ফুলের ভিতরের অংশ আঁকিয়ে নিয়েছি।

ধাপ- ২৪

IMG20210917173301.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা ফ্রেমের ডালপালাতে ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ- ফলাফল

IMG20210917172855.jpg

IMG20210917173248.jpg

IMG20210917172907.jpg

এভাবে খুব সহজেই কাগজের সাহায্যে তৈরি করে নিয়েছি ফুলের ওয়ালমেট।


আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20210916_014901.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিকাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, বর্তমানে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি,আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 3 years ago 

আপনার প্রতিটা ডাই প্রজেক্ট আমার খুবই ভাল লাগে ভাই।আপনার জন্য অনেক শুভ কামনা এবং ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার কাছে আমার ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ চোখ ধাঁধানোর মতো ফুলের ওয়ালমেট তৈরি করেছেন খুব ভালো লাগলো। আর এই রকম পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার কাজের প্রসংশা করার ভাষা আমার জানা নাই। এতো সুন্দর করে আপনি কাজ করেন এবং এতো ভালো করে উপস্থাপন করেন যা অকল্পনীয়। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

কাজের প্রতি ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাই। আমিও অনেক সময় কাগজ দিয়ে বিভিন্ন জিনিস পত্র বানাতে চেষ্টা করি, অনেক সময় সফল হই আবার অনেক সময় ব্যর্থ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রথম বারেই সফল হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কাগজের সাহায্যে তৈরি ফুলের ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ক্রিয়েটিভিটির প্রমাণ দিলেন আপনি ভাই।দেখতে হুবহু বাস্তব ওয়ালমেটের মতো লাগছে।শুভেচ্ছা নিয়েন ভাই

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

কাগজের তৈরি ওয়ালমেট খুব সুন্দর হয়েছে ভাইয়া। আপনি খুব সুন্দর ভাবে আপনার ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার জন্য রইলো শুভকামনা।

 3 years ago 

আমি আমার কাজের মাধ্যমে পোস্টটি এমন ভাবে ফুটিয়ে তুলতে চাই যেন কারোর কোন জায়গায় বুঝতে অসুবিধা না হয়, এমন কি কেউ যদি আমারটা দেখে চেষ্টা করে তাহলে হুবহু আমার মতো তৈরি করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ কি সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখে মনে হচ্ছে না যে এটা কাগজের তৈরি। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ, সকালে ঘুম থেকে উঠে যখন কমিউনিটিতে ঢুকলাম তখন দেখি আপনি কমেন্ট করেছেন, দিদি আপনার কমেন্ট পেয়ে আমি অনেক অনেক খুশি। শুভকামনা রইল দিদি আপনার জন্য।

 3 years ago 

আপনার ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে ভাইয়া.... অনেক সুন্দর রঙের কাগজ দিয়ে বানিয়েছেন দেখতে অসাধারণ হয়েছে...
শুভ কামনা রইল ভাইয়া 🥰🥰🌷🌷

 3 years ago 

ভাইয়া আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

এসো নিজে করি এই ইভেন্টে যারা এটেন্ড করে তারা প্রত্যেকেই অনেক কষ্ট করে। বিভিন্ন জিনিসপত্র তৈরি করে + সেগুলো কে সুন্দর ভাবে লিখে উপস্থাপন করে অনেকটা সময় ব্যয় করে। আমি নিজেও কাজগুলো করি আমি বুঝতে পারি। আপনি অনেক চমৎকার হবে ফুলদানি তৈরি করেছেন, আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইল।

 3 years ago 

সত্যি কথা বলেছেন ভাইয়া, কোনো কিছু তৈরি করা এবং কোন কিছু আর্ট করা খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু এগুলোর পিছনে ভালোবাসা এবং টান কাজ করে বলে আমার বেশ একটা কষ্ট হয়না, ভাই আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59588.19
ETH 2572.25
USDT 1.00
SBD 2.50