পোস্টার রং দিয়ে ফুলের পেইন্টিং তৈরি | |10% Beneficiary To @shy-fox | |
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য পোস্টার রং দিয়ে ফুলের পেইন্টিং তৈরি করেছি। পেইন্টিং করতে আমার কাছে সবসময়ই খুব ভালো লাগে তবে বিশেষ করে বিভিন্ন ধরনের ফুলের পেইন্টিং করতে আমার কাছে বেশি ভালো লাগে। আজকে যে ফুলের পেইন্টিংটি আমি তৈরি করেছি সেটি সম্পূর্ণ আমি অন্যভাবে করতে চেয়েছিলাম কিন্তু ভিন্ন রকমের হয়ে গেছে। কারণ আমি যখন এই পেইন্টিংটি তৈরি করি তখন আমার পাশে আমার ছোট ভাগ্নে বসা ছিল যে আমাকে পেইন্টিং করার সময় খুবই জ্বালিয়েছে। একবার রং নিয়ে নিচ্ছিল তো আরেকবার পেইন্টিং এর মধ্যে কলম দিয়ে আঁকিবুকি করে দিচ্ছিল তাই একটু তাড়াহুড়ো করে পেইন্টিং করে উঠে গেছি। আশা করছি, পেইন্টিং টি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
উপকরণ সমূহ:
১. আর্ট পেপার
২. পোস্টার রং
৩. রং করার তুলি
৪. কলম
ধাপ-০১
প্রথমে একটি গ্লাস এঁকে নিয়েছি।
ধাপ-০২
এরপর গ্লাসের ভেতরে ফুলের স্টিক ও পাতা এঁকে নিয়েছি।
ধাপ-০৩
এরপর একটি ফুল এঁকে নিয়েছি।
ধাপ-০৪
এরপর আবারও কিছু ফুল এঁকে চিত্রটি কমপ্লিট করে নিয়েছি।
ধাপ-০৫
এরপর নীল রং দিয়ে গ্লাস টি রং করে নিয়েছি।
ধাপ-০৬
এরপর লাল ও কমলা রং মিশিয়ে চিত্রের মাঝখানের ফুল রং করে নিয়েছি।
ধাপ-০৭
এরপর হলুদ রং দিয়ে ফুলের বাকি অংশ রং করে নিয়েছি।
ধাপ-০৮
এরপর সবুজ রং দিয়ে ফুলের পাতাগুলো রং করে নিয়েছি।
ধাপ-০৯
এরপর নীল রং দিয়ে ফুলের বাকি অংশটুকু রং করে নিয়েছি।
ধাপ-১০
এরপর লাল ও বেগুনি রং দিয়ে ফুলের চারিপাশের ছোপ ছোপ ডিজাইন এঁকে নিয়েছি। এভাবে আমি পোস্টার রং দিয়ে সম্পূর্ণ ফুলের পেইন্টিংটি তৈরি করে নিয়েছি।
ফলাফল
Device | realme 8 |
---|---|
Camera | 64 mp |
Photo by | Al-Amin |
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-
ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড
পোস্টার দিয়ে ফুলের পেইন্টিংটি ভালো হয়েছে। যদিও আরো কিছু পাপড়ি যুক্ত করলে ভালো লাগতো। এমনিতেও খারাপ লাগছে না খুব সুন্দর ভাবে পেইন্টিং করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
ভাই আপনি পেন্টিং করার সময় আপনার ভাগ্নে যে আপনাকে জ্বালাতন করছিল এটা পড়ে বেশ হাসি লাগছিল। আসলে কোন কিছু করার সময় ছোট বাচ্চারা থাকলে তার একটু জ্বালাতন করেই থাকে। আর এর জন্য কিন্তু আপনি এক রকম ভাবে তৈরি করতে গিয়ে অন্যরকম ভাবে তৈরি করে ফেলেছেন। আপনি প্যাস্টেল এর রং দিয়ে ফুলের পেইন্টিং তৈরি করেছেন। আপনার তৈরি পেন্টিং আমার কাছে বেশ ভালো লেগেছে। ভাই পোস্টার রং হবে, না প্যাস্টেল রং হবে।
ওয়াও ভাইয়া আপনি দেখেছি অসম্ভব সুন্দর একটি পেইন্টিং করেছে। তারাহুরো করে পেইন্টিং করেছেন দেখে বুঝায় যাচ্ছে না। কালো টা দারুণ মানিয়েছে।অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।
পোস্টার রং দিয়ে খুব সুন্দর ফুলের পেইন্টিং করেছেন। পেইন্টিংটি দেখতে খুবই অসাধারণ লাগছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যিই অসাধারণ একটি ফুলের পেইন্টিং তৈরি করেছেন আপনি।পোস্টার রং দিয়ে আমি নিজেও মাঝেমধ্যে বিভিন্ন আর্ট করে থাকি। এত সুন্দর ভাবে ধাপে ধাপে ফুলের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে পোস্টার রং দিয়ে ফুলের পেইন্টিং করেছেন। বিভিন্ন কালার হওয়াতে দেখতে বেশি সুন্দর লাগছে। ফুলটা আকারে আরেকটু বড় হলে দেখতে বেশি সুন্দর লাগতো। এমনিতেও খারাপ লাগছে না। সুন্দর একটা পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ফুলের পেইন্টিং খুব চমৎকার হয়েছে। পোস্টার রং দিয়ে যেকোনো পেইন্টিং করলে দেখতে খুবই সুন্দর লাগে। পেইন্টিং করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
পোস্টার রং দিয়ে খুবই সুন্দর ফুলের পেইন্টিং করেছেন। এই ফুলের পেইন্টিংটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে পোস্টার রং দিয়ে ফুলের পেইন্টিং করেছেন। এই ধরনের ফুলের পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। তবে ছোট বাচ্চারা থাকলে পেইন্টিং করার সময় অনেক সমস্যা হয়। আপনার ভাগ্নি যেমন আপনাকে অনেক জ্বালিয়েছে পেইন্টিং করার সময়। তবে ফুলের পেইন্টিং শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। সুন্দর করে পেইন্টিংটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।