শুভ জন্মদিন আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির শুভ জন্মদিন

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই আনন্দের সাথে উপস্থিত হয়েছি। গতকালের বিশেষ হ্যাংআউট ছিল আমার কাছে ও আমাদের সকলের কাছে আনন্দের ঘনঘটা। আনন্দের ঘনঘটা ও উৎসাহ উদ্দীপনার মধ্যমণি ছিলেন আমাদের সকলের প্রিয় তনুজা বৌদি। শুভ জন্মদিন আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির শুভ জন্মদিন। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তনুজা বৌদি দাদা ও পরিবারের জন্য। দোয়া করি দাদার পরিবার সুখে স্বাচ্ছন্দে সারা জীবন হাসিখুশিতে কাটুক।

IMG_20220117_104142.jpg

আমাদের সকলের প্রিয় তনুজা বৌদি এর জন্মদিন উপলক্ষে গতকাল বিশেষ হ্যাংআউটে আমরা অনেক অনেক আনন্দ গান ও কবিতা আবৃতি করে আনন্দ পেয়েছি অপরদিকে আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে আনন্দ দিয়েছি। তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম, আমারো পরানো যাহা চায়। তনুজা বৌদির জন্মদিনের উইশ করেছিলাম গতকালের হ্যাংআউটে। আজকে আবার তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে জন্মদিনের কেক কার্ডের মাধ্যমে উইশ করলাম।

উপকরণ সমূহ:

১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা
৪. পুঁথি

ধাপ- ০১

IMG_20220116_223925.jpg

প্রথমে মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG_20220116_223938.jpg

এরপর কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220116_224002.jpg

এরপর কাগজটিতে ছবিতে দেখানো উপায়ে দাগ কেটে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20220116_224020.jpg

এরপর কাগজটি দাগ বরাবর কেটে মাঝখানের অংশ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20220116_224045.jpg

এরপর মাঝখানের সেই ভাঁজ করা অংশটিকে বিপরীত পাশ দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-০৬

IMG_20220116_190446.jpg

এর ফলে কাগজটি দেখতে ঠিক ছবির মতো হবে।

ধাপ-০৭

IMG_20220116_224119.jpg

এরপর একইভাবে দ্বিতীয় ধাপ কাটার জন্য কাগজটি আগের মতো পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি।

ধাপ-০৮

IMG_20220116_224144.jpg

এরপর পেন্সিলের দাগ বরাবর দুই পাশে থেকে কাগজটি কেটে নিয়েছি এবং মাঝের অংশ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-০৯

IMG_20220116_193440.jpg

এরপর ভেতরের অংশ দেখতে ঠিক এমন হয়েছে।

ধাপ-১০

IMG_20220116_224206.jpg

এরপর আবারও তৃতীয় ধাপ কাটার জন্য কাগজটি ঠিক একই ভাবে দাগ কেটে নিয়েছি ।

ধাপ- ১১

IMG_20220116_224224.jpg

এরপর দাগ বরাবর সিজার দিয়ে কেটে নিয়েছি এবং মাঝের ভাঁজ করা অংশ ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-১২

IMG_20220116_224254.jpg

এভাবে মোট তিনটি লেয়ার বানিয়ে নিয়েছি। অর্থাৎ আমি কাগজের সাহায্যে এভাবে তিন লেয়ারের একটি কেক বানিয়ে নিয়েছি।

ধাপ-১৩

IMG_20220116_223908.jpg

এরপর বার্থডে কার্ড বানানোর জন্য এফোর সাইজের একটি রঙিন পেপার মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ- ১৪

IMG_20220116_194742.jpg

এরপর কাগজের সাহায্যে বানিয়ে রাখা কেকের কার্ড টি এই রঙিন কার্ডের সাথে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-১৫

IMG_20220116_224412.jpg

এরপর একটি রঙিন কাগজ দিয়ে পেন্সিল এর সাহায্যে এভাবে ডিজাইন করে নিয়েছি।

ধাপ-১৬

IMG_20220116_224402.jpg

এরপর ডিজাইনটি সিজার দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-১৭

IMG_20220116_224432.jpg

এরপর কাগজ দিয়ে তিনটি মোমবাতি বানিয়ে নিয়েছি।

ধাপ-১৮

IMG_20220116_201751.jpg

এরপর কেক ডেকোরেশন করার জন্য সবকিছু আঠা দিয়ে কেকের উপর লাগিয়ে দিয়েছি।

ধাপ-১৯

IMG20220116203056.jpg

এরপর রঙিন কাগজ দিয়ে ছোট ছোট করে কিছু লাভ কেটে নিয়েছি।

ধাপ-২০

IMG_20220117_001500.jpg

এরপর লাভ গুলো আঠা দিয়ে কেকের চারিপাশে লাগিয়ে দিয়েছি।

ধাপ- ২১

IMG_20220116_224518.jpg

এরপর কার্ডের উপরের অংশ ডিজাইন করার জন্য একটি সাদা কাগজ অর্ধ বৃত্তের মতো করে কেটে নিয়েছি।

ধাপ-২২

IMG_20220116_224532.jpg

এরপর এই অর্ধ বৃত্তের মতো কেটে নেওয়া অংশটি আঠা দিয়ে কার্ড এর উপরের অংশে লাগিয়ে দিয়েছি।

ধাপ- ২৩

IMG_20220116_224601.jpg

এরপর পুতিতে আঠা লাগিয়ে কার্ড এর উপরের অংশে ডিজাইন করে বসিয়ে দিয়েছি।

ধাপ-২৪

IMG_20220116_213705.jpg

এরপর রঙিন কাগজ দিয়ে অনেকগুলো লাভ ছোট বড় করে কেটে নিয়েছি।

ধাপ-২৫

IMG_20220116_224628.jpg

এরপর লাভ গুলো কার্ডের উপরের অংশে ছবিতে দেখানো উপায়ে ডিজাইন করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-২৬

IMG_20220117_104142.jpg

এরপর কার্ডটিতে আমি আমার মনের অন্তস্থল থেকে কিছু কথা লিখে বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।

ফলাফল

IMG_20220117_094805.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20211222_234951.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 3 years ago 

বৌদির জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটা জন্মদিনের কার্ড তৈরি করেছেন ভাইয়া। জন্মদিন উপলক্ষে বৌদিকে শুভকামনা জানাতে চাই। তার জীবনের প্রত্যেকটা দিন যেন সুখে শান্তিতে আমাদের সাথে থাকতে পারে সেই কামনাই করি।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

বৌদির জন্মদিন উপলক্ষে অসাধারণ একটি জন্মদিনের কার্ড তৈরি করেছেন। কার্ডটি এত অসাধারণ ভাবে তৈরি করেছেন দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করবে নিশ্চয় বৌদি আপনার তৈরি গিফট অনেক পছন্দ হবে। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

জন্মদিনের কার্ড টি দারুন তৈরী করেছেন। আমার মেধা খাটিয়েছেন। একটি কাগজ কে কিভাবে একটি কার্ডে রুপান্তর করতে হয় তা আপনি প্রতিটি ধাপে সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন। আমার খুবি ভাল লেগেছে কৌশল টি । ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর একটা কার্ড তৈরি করলেন। আমারতো কার্ড এর ভিতর কেকটা এবং লেখা গুলো খুবই ভালো লাগলো দেখে। আসলেই অনেক সুন্দর ভাবে তৈরি করলেন। আপনার তৈরি করা এই কার্ড তনুজা বৌদির ও খুবই ভালো লাগবে। আসলেই দেখতে খুবই আকর্ষণীয় দেখাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে, শুভেচ্ছা রইল

 3 years ago 

➡️ আজকে আবারো বলি তনুজা বৌদিকে শুভ জন্মদিন। তার জন্য খুব সুন্দর একটি জন্মদিনের কার্ড তৈরি করেছেন। এটি দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই

বাহ ভাইয়া বৌদি জন্য অসাধারন একটা উপহার তৈরি করেছেন আপনি। আসলে সত্যি বৌদি অনেক পছন্দ করবে জন্মদিনের কার্ড। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট দেখলাম ভাইয়া। প্রতিটা ধাপ সুন্দরভাবে তৈরি করে শেয়ার করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 3 years ago 

প্রথমে বলি শুভ জন্মদিন তনুজা আপু 🎂

ভাইয়া আপনার প্রজেক্টটি জাস্ট অসাধারণ হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। আশাকরি তনুজা পুরো অনেক পছন্দ হবে।

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে,

 3 years ago 

তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি শুভেচ্ছা কার্ডটি অনেক ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করে এই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। আশা করছি আমাদের প্রিয় তনুজা বৌদির কাছে এটি অনেক ভালো লাগবে। ভাইয়া আপনার জন্য এবং তনুজা বৌদির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

শুভকামনা রইল ভাই আপনার জন্য, সব সময় পাশে আছি, ভালোবাসা নিবেন।

 3 years ago 

তনুজা বউদির জন্য অসাধারণ একটা কেক বানিয়েছেন। খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56796.26
ETH 2497.29
USDT 1.00
SBD 2.23