ক্রিসমাস ডে উপলক্ষে ক্রিসমাস ট্রি তৈরি করলাম | |15% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের সাথে ক্রিসমাস ডে উপলক্ষে ক্রিসমাস ট্রি তৈরি করে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ভুলবেন না।

IMG_20211225_223810.jpg

IMG_20211225_222717.jpg

তাহলে চলুন আর দেরি না করে ক্রিসমাস ট্রি বানানো শুরু করা যাক:

উপকরণ সমূহ:
১. রঙিন পেপার
২. সিজার
৩. আঠা
৪. গ্লিটার পেপার
৫. পুঁথি
৬. গ্লু গান

ধাপ- ০১

IMG_20211225_193727.jpg

প্রথমে এফোর সাইজের একটি রঙিন পেপার অর্ধেক করে কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG_20211225_223957.jpg

এরপর কাগজটিকে কোন আইসক্রিমের মতো ফোল্ড করে নিয়েছি।

ধাপ-০৩

IMG20211225200809.jpg

এরপর আরো একটি রঙিন কাগজ মাপমতো কেটে নিয়েছি।

ধাপ- ০৪

IMG_20211225_223303.jpg

এরপর কাগজটি কে মাঝ বরাবর লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৫

IMG20211225200934.jpg

এরপর কাগজটিকে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20211225_223331.jpg

এরপর কাগজটিকে আরো একবার আড়াআড়ি ভাবে ভাঁজ করে ছোট করে নিয়েছি।

ধাপ-০৭

IMG_20211225_223418.jpg

এরপর ভাঁজ করা কাগজটি ছবিতে দেখানো উপায়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি।

ধাপ-০৮

IMG_20211225_223517.jpg

এভাবে অনেকগুলো কাগজ কেটে নিয়েছি।

ধাপ- ০৯

IMG_20211225_223554.jpg

এরপর এই ঝুরি ঝুরি করে কেটে নেওয়া কাগজগুলো আগে থেকে বানিয়ে রাখা আইসক্রিমের কোনের মতো অংশের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১০

IMG20211225212936.jpg

এভাবে আমি ক্রিসমাস ট্রি এর গাছের পাতার অংশ বানিয়ে নিয়েছি।

ধাপ- ১১

IMG20211225211554.jpg

এরপর একটি হলুদ রঙের পেপার‌ চিকন করে মুড়িয়ে নিয়েছি।

ধাপ-১২

IMG_20211225_223621.jpg

এরপর একই মাপের গোল করে দুটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ- ১৩

IMG20211225211532.jpg

এরপর একটি সাথে আরেকটি গোল বৃত্তের মতো কাগজ আঠা দিয়ে জুড়ে দিয়েছি।

ধাপ- ১৪

IMG_20211225_223710.jpg

এরপর আগে থেকে বানিয়ে রাখা হলুদ রঙের স্টিকের সাথে এই গোল বৃত্তের মতো অংশটি গ্লু গান এর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১৫

IMG20211225213421.jpg

এরপর এই স্টিকের অংশটি ক্রিসমাস ট্রি এর পাতার অংশের সঙ্গে জুড়ে দিয়েছি।

ধাপ-১৬

IMG_20211225_223731.jpg

এরপর গ্লিটার পেপার থেকে দুইটি স্টার কেটে নিয়েছি।

ধাপ-১৭

IMG_20211225_215743.jpg

এরপর স্টার দুইটি ক্রিসমাস ট্রি এর মাথায় আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-১৮

IMG_20211225_222258.jpg

এরপর গ্লু গান এর সাহায্যে লাল ও সাদা রঙের কিছু পুঁথি দিয়ে ক্রিসমাস ট্রি সাজিয়ে নিয়েছি। এভাবে আমি রঙিন কাগজের সাহায্যে ক্রিসমাস ট্রি বানিয়ে নিয়েছি।

ফলাফল

IMG_20211225_223810.jpg

IMG_20211225_222717.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবে।

ধন্যবাদান্তে,,

IMG_20211224_025922.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি, আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার ক্রিসমাস ট্রি। কাগজ দিয়ে এগুলো বানানো আসলে অনেক কঠিন ও অনেক সময় লাগে। আপনি খুব সুন্দর ভাবে নিখুঁত করে ট্রিটি বানালেন দেখতে দারুন লাগছে। বিশেষ করে বড় বড় পুঁতিগুলো দেওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। খুব সুন্দর হয়েছে আপনার ট্রিটি ।আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার বানানো ক্রিসমাস ট্রি টা আমার অনেক ভালো লেগেছে। কাগজ দিয়ে আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়ে যাচ্ছেন। আজকের ধাপগুলোর উপস্থাপনা অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

কি বলবো ভাই ক্রিসমাস ট্রি টি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি । এত অসাধারণ ভাবে আপনি এই ট্রি টি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন যা অবশ্যই প্রশংসার যোগ্য। বিশেষ ক্রিসমাস সপ্তাহের এমন একটি ক্রিসমাস ট্রি দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগছে। রঙ্গিন কাগজ দিয়ে আপনি অসাধারণ ভাবে ট্রি টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেই সাথে পোস্টটি অনেক গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

এই কমিউনিটিতে এখন পর্যন্ত যতগুলো ক্রিসমাস ট্রি দেখলাম আপনার টাই সেরা মনে হচ্ছে। চমৎকার বানিয়েছেন আপনি ক্রিসমাস ট্রি টি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ক্রিসমাস ট্রি।আমি দারুণ উপভোগ করলাম।খুবই আকর্ষণীয় দেখতে লাগছে।খুবই দক্ষতার সঙ্গে তৈরি করেছেন।ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 
  • ক্রিসমাস ট্রি তৈরি তৈরি খুবই সুন্দর হয়েছে। আপনার রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি করেছেন। আপনার তৈরি করা দেখে আমিও শিখতে পারলাম। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 87739.92
ETH 3095.67
USDT 1.00
SBD 2.77