একটি ফুল গাছে বসে থাকা প্রজাপতির পেইন্টিং | |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ফুল গাছে বসে থাকা প্রজাপতির পেইন্টিং তৈরি করেছি। পোস্টের রং দিয়ে এ ধরনের পেইন্টিং করতে আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি, পেইন্টিং টি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG20221126222348.jpg

তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পেইন্টিং:-

উপকরণ সমূহ:-

১.আর্ট পেপার
২.পোস্টার রং
৩.রং করার তুলি
৪.পেন্সিল
৫.ইরেজার

ধাপ-০১

IMG20221126213932.jpg

প্রথমে ফুলের চারটি পাপড়ি এঁকে নিয়েছি।

ধাপ-০২

IMG20221126214626.jpg

এরপর ফুলের আরো কিছু অংশ এঁকে নিয়েছি।

ধাপ-০৩

IMG20221126215203.jpg

এরপর ফুলের সাথে ফুলের কুঁড়ি এঁকে নিয়েছি।

ধাপ-০৪

IMG20221126215516.jpg

এরপর ফুলের বৃন্তে একটি প্রজাপতি এঁকে নিয়েছি।

ধাপ-০৫

IMG_20221127_034227.jpg

এরপর লাল রং দিয়ে ফুলের মাঝখানের অংশ রং করে নিয়েছি।

ধাপ-০৬

IMG20221126220225.jpg

এরপর হলুদ রং দিয়ে ফুলের বাকি অংশ রং করে নিয়েছি।

ধাপ-০৭

IMG20221126220750.jpg

এরপর সবুজ রং দিয়ে ফুলের বৃন্ত ও পাতা রং করে নিয়েছি।

ধাপ-০৮

IMG20221126221018.jpg

এরপর সাদা ও লাল রং মিশিয়ে ফুলের কুঁড়ি রং করে নিয়েছি।

ধাপ-০৯

IMG20221126221631.jpg

IMG20221126221611.jpg

এরপর নীল, কমলা, লাল ও সাদা রং দিয়ে প্রজাপতিটি রং করে নিয়েছি।

ধাপ-১০

IMG20221126222250.jpg

এরপর কালো রং দিয়ে ফুলের সম্পূর্ণ চিত্রটি হাইলাইট করে নিয়েছি। এভাবে আমি খুবই সুন্দর দেখতে একটি ফুল ও প্রজাপতির পেইন্টিং তৈরি করেছি।

ফলাফল

IMG20221126222341.jpg

IMG20221126222356.jpg

IMG20221126222453.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

IMG_20221127_040004.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

একটি ফুল গাছে বসে থাকা প্রজাপতির পেইন্টিংটি বেশ কালারফুল হয়েছে। দেখতে ভীষণ ভালো দেখাচ্ছে। কালার করার কারণে বেশ ভালো লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনি দেখিয়েছেন যা দেখে খুব সহজেই আপনার অংকন পদ্ধতি বোঝা যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ! বেশ আকর্ষণীয় একটি ড্রয়িং শেয়ার করেছেন ভাইয়া। কালার কম্বিনেশনটা সত্যিই দারুণ হয়েছে। রংটা খুব পারফেক্টলি করেছেন। দেখে মনে হচ্ছে যেন ডিজিটাল আর্ট করেছেন। বেশ ভালো লাগলো ড্রয়িং টি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পেইন্টিং দেখতে আমার অনেক ভালো লাগে। তবে আমি কখনো পেইন্টিং করিনি। আপনাদের পেইন্টিং গুলো দেখে আমারও পেইন্টিং করার ইচ্ছা হয়। আমার মনে হয় আমি চেষ্টা করলে পেইন্টিং করতে পারবো।আপনার আজকের পেইন্টিংটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পেইন্টিংটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকদিন পর আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। প্রজাপতি দেখতে অনেক সুন্দর লাগছে। গাছের ডালে বসে থাকা প্রজাপতি দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের প্রজাপতি। আর আপনি সুন্দর করে রঙের ব্যবহার করেছেন। কালার কম্বিনেশন এবং অঙ্কনের দক্ষতা দুটোই দারুন হয়েছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে প্রজাপতির দেখে চোখ ফেরাতে পারছি না। আমি নিজেও প্রতিনিয়ত পেইন্টিং করতে খুব ভালোবাসি। । দীর্ঘদিন আমি নিজেও পেইন্টিং করা থেকে দূরে ছিলাম। কিন্তু বর্তমানে এখন আবার রং তুলি হাতে নিয়েছি। এখন থেকে প্রতি সপ্তাহে একটি হলেও আমার পোস্ট দেখতে পারবেন।

 2 years ago 

ফুল গাছে প্রজাপতি বসে থাকার দৃশ্যটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68156.06
ETH 3517.56
USDT 1.00
SBD 2.81