" এসো নিজে করি" আমার সাধের ক্যান্ডেল লাইট স্ট্যান্ড তৈরি | |15% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভাল আছেন ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি।আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছি। আসলে ভিন্ন বলতে, যেকোনো বিষয়ে ভিন্নতা না থাকলে গুরুত্বটা ও ভালোলাগা একঘেয়েমিতা হয়ে যায়।আমি আমার কাজের প্রতি যত্নশীল ও গুরুত্ব আরোপ করি। তাই আমি আমার কাজকে ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের হাতের তৈরি করা ক্যান্ডেল লাইট স্ট্যান্ড শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।সত্যিকার অর্থে সময় ও পরিশ্রমের মাধ্যমে আমি এটি তৈরি করে আপনাদের মাঝে দেখাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।

IMG_20211210_003800.jpg

Source

তাহলে চলুন ক্যান্ডেল লাইট স্ট্যান্ড তৈরি শুরু করা যাক:

উপকরণ সমূহ:

১. কোকাকোলা বোতল
২. পুঁথি
৩. শক্ত মোটা কার্টুন কাগজ
৪. কেচি
৫. গ্লু গান
৬. মোমবাতি
৭. টেপ
৮. কাটা কম্পাস

ধাপ-০১

IMG20211205224055.jpg

প্রথমে কোকাকোলার এক লিটারের বোতল সংগ্রহ করলাম।

ধাপ- ০২

IMG_20211209_233408.jpg

কোকাকোলার বোতল থেকে উপরের অংশ কেটে নিলাম।

ধাপ-০৩

IMG20211205225220.jpg

উপরের অংশে সমানভাবে ভাগ করে কেটে নেওয়ার জন্য পাঁচটি অংশে ভালোভাবে টেপ জড়িয়ে নিলাম।

ধাপ-০৪

IMG20211205225940.jpg

টেপ জড়ানো অংশটিকে ফুলের আকৃতিকরে সুন্দর ভাবে কেটে নিলাম।

ধাপ-০৫

IMG20211205231216.jpg

এখন একটি মোটা শক্ত কার্টুন সংগ্রহ করলাম।

ধাপ-০৬

IMG20211205232909.jpg

কার্টুন টির মাঝ বরাবর কাটা কম্পাস দিয়ে বৃত্ত এঁকে নিলাম।

ধাপ- ০৭

IMG_20211209_233559.jpg

বৃত্তটিকে কেচি দিয়ে সুন্দর ভাবে কেটে নিলাম।

ধাপ- ০৮

IMG_20211209_233626.jpg

একটি রঙিন পেপারে আবার বৃত্ত একে নিলাম।

ধাপ- ০৯

IMG_20211209_233643.jpg

পুনরায় সুন্দরভাবে বৃত্ত টিকে কেটে নিলাম।

ধাপ- ১০

IMG_20211209_233701.jpg

পূর্বের শক্ত মোটা কাটুনের বৃত্ত টির সাথে রঙিন ও সাদা বৃত্তটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ- ১১

IMG_20211209_233721.jpg

আরেকটি কোকাকোলার বোতল থেকে উপরের অংশ কেটে নিলাম।

ধাপ- ১২

IMG20211205234943.jpg

কেটে নেওয়া উপরের অংশের সাথে লাল রঙের টেপ লাগিয়ে নিলাম।

ধাপ-১৩

IMG20211205235912.jpg

পূর্বের তৈরি করা বৃত্তর সাথে কোকাকোলার বোতলের উপরের অংশ আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ- ১৪

IMG20211206003340.jpg

কোকাকোলার বোতলের মাঝের অংশ সুন্দর ভাবে কেটে নিয়েছি।

ধাপ- ১৫

IMG20211206003639.jpg

মাঝের অংশটি পূর্বে তৈরি করা অংশের সাথে গ্লু গান দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ- ১৬

IMG_20211206_012631.jpg

পূর্বের তৈরি করা উপরের অংশের ফুলটি গ্লু গান দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-১৭

IMG20211206012355.jpg

এখন একটি স্ট্যান্ড তৈরি হয়ে গেল এবং অপর আরেকটি ফুল তৈরি করে নিলাম।

ধাপ-১৮

IMG20211206014232.jpg

তৈরি করা ফুলটি, তৈরি করা স্ট্যান্ড ফুলের উপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

IMG20211206014352.jpg

ধাপ-১৯

IMG20211206015002.jpg

এখন তৈরি করা স্ট্যান্ড এর নিচের অংশে সাদা পুতি দিয়ে সুন্দর ভাবে চারপাশ সজ্জিত করলাম।

ধাপ- ২০

IMG20211206023249.jpg

স্ট্যান্ড এর মাঝের অংশে সাদা ও লাল রঙের পুথি দিয়ে সজ্জিত করলাম।

ধাপ-২১

IMG20211206023232.jpg

এভাবে মাঝের অংশটি পুতি দিয়ে সম্পূর্ণ সজ্জিত করা হয়ে গেল।

ধাপ-২২

IMG20211206021505.jpg

স্ট্যান্ড এর মাথায় দুটি ফুলের প্রতিটি পাপড়িতে সাদা ও লাল রঙের পুঁথি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম।

ফলাফল

IMG20211206022633.jpg

IMG20211206022803.jpg

IMG20211206023012.jpg

IMG20211206023220.jpg

IMG20211206023153.jpg

এভাবে কঠোর পরিশ্রম ও সময় এর মাধ্যমে তৈরি হয়ে গেল আমার সাধের ক্যান্ডেল স্ট্যান্ড।

ক্যান্ডেল জ্বালানো অবস্থায় ফলাফল

IMG20211206024448.jpg

IMG20211206024611.jpg

IMG20211206024648.jpg

এখন তৈরি করা ক্যান্ডেল স্ট্যান্ড এর মধ্যে ক্যান্ডেল রাখার জন্য সুব্যবস্থা করা ছিল, ক্যান্ডেল রাখার জায়গায় জ্বলন্ত ক্যান্ডেল রেখে আমার কার্য সম্পন্ন করলাম।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে।

ধন্যবাদান্তে,,

IMG_20211125_024124.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

Sort:  
 3 years ago 

আপনার সাধের ক্যান্ডেল লাইট স্ট্যান্ড টি দেখে আমি অভিভূত না হয়ে পারলাম না।অনেক ধৈর্য্য সহকারে এবং অনেক সময় দিয়ে আপনি এই কাজটি করেছেন এবং সত্যিই দেখতে এটা অসম্ভব সুন্দর হয়েছে শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago 

আপু আপনার মন্তব্য পেয়ে আমি অনেক উৎসাহ অনুপ্রেরণা পেলাম, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনি খুবই সুন্দরভাবে ক্যান্ডেল লাইট স্ট্যান্ড তৈরি করেছেন। এটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যার জন্যে আমার আরও বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার কাছে ভাল লেগেছে জেনে আমি অনেক অনেক খুশি হয়েছি ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনার নিজের হাতে বানানো ল্যান্ডেল লাইট স্ট্যান্ড অনেক সুন্দর নিখুত হয়েছে আর আপনি ধাপ গুলো বেশ গুছিয়ে করেছেন শুভ কামনা রইলো

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি জাস্ট অসাধারণ একটি ক্যান্ডেল স্ট্যান্ড তৈরি করেছেন। প্লাস্টিকের বোতল দিয়ে আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন। সত্যি খুব চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজেই এটি তৈরি করতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক খুশি হয়েছি আমি, অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি, ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনি অসাধারণ একটি ক্যান্ডেল লাইট স্টান্ড তৈরি করেছেন যা দেখে খুবই ভাল লেগেছে। এবং আপনার প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিছেন। আপনি আপনার ক্যান্ডেল লাইট স্ট্যান্ড এত সুন্দর করে বানিয়েছেন মন মনমুগ্ধকর ছিল। আমাদের সাথে এত সুন্দর একটা ক্যান্ডেল লাইট স্ট্যান্ড উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
  • ওয়াও! আমার খুবই ভালো লেগেছে আপনার তৈরি ক্যান্ডেল লাইট স্ট্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এটি করতে অনেক সময় লেগেছে আপনার। সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 
সত্যি বলতে ভাইয়া আপনার কাজের প্রশংসা করতেই হয়। আপনি সৃজনশীলতার উদ্ভব ঘটিয়েছেন বোতল দিয়ে সাধের ক্যান্ডেল লাইট স্ট্যান্ড তৈরি করেছেন আমার এত ভাল লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া আর এগুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। সত্যিই আপনার হাতের কাজের প্রশংসা না করে পারলাম না। আসলে ভাইয়া এটি একদম দেখার মত ছিল চমৎকার।
 3 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

ভাই আপনার লাইট স্ট্যান্ড অসাধারণ হয়েছে ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে উপস্থাপনা করেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি, অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি।

বাহ চমৎকার! কি সুন্দর কি সুন্দর প্লাস্টিকের বোতল কেটে কেটে ক্যান্ডেলা লাইট স্টান্ড তৈরি করেছেন যা দেখার মত। আমাকে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ক্যান্ডেলা লাইট স্টান্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য পেয়ে আমি অনেক উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি, ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ওয়াও ক্যান্ডেল লাইট স্ট্যান্ড দেখতে কি অসাধারণ লাগছে। আমার তো অনেক অনেক বেশি পছন্দ হয়েছে আপনার ক্যান্ডেল লাইট স্ট্যান্ড। আমি তো একেবারে কিছুক্ষন তাকিয়ে আছি। প্লাস্টিকের বোতল দিয়ে এত সুন্দর ভাবে ক্যান্ডেল লাইট স্ট্যান্ড তৈরি। এটি তৈরি করতে অনেক সময় লেগেছিল দেখেই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি ক্যান্ডেল লাইট স্ট্যান্ড নিয়ে আসার জন্য।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন অনেক সময় ও পরিশ্রম প্রয়োজন হয়েছে আমার এই কাজটি করতে, কিন্তু আমার বিন্দুমাত্র কষ্ট নেই কারণ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এটা জেনে আমি অনেক খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57102.05
ETH 2348.73
USDT 1.00
SBD 2.33