প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ | |10% Beneficiary To @shy-fox | |5% Beneficiary To @abb-charity

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। গত তিনদিন আগে প্রাণিসম্পদ প্রদর্শন প্রোগ্রাম হয়েছে সাতবাড়িয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে। আমার বাড়ি থেকে হাই স্কুল মাঠ প্রাঙ্গন টি মাত্র ২ মিনিটের দূরত্ব। তাই আমি আমার বাড়ি থেকে ১৬ ই ফেব্রুয়ারি হাই স্কুল মাঠ প্রাঙ্গনে গিয়েছিলাম প্রাণিসম্পদ প্রদর্শন করতে।তার কিছু আলোকচিত্র আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।

ছবি- ০১

IMG_20220219_003257.jpg

প্রাণিসম্পদ প্রদর্শনীর ব্যানার।

ছবি- ০২

IMG_20220219_003731.jpg

এই ছবিতে আপনারা খুবই সুন্দর ও আকর্ষণীয় একটি মোরগ দেখতে পাচ্ছেন। এই মোরগ এর বিশেষত্ব হলো মোরগ টি ৪ থেকে ৫ কেজি ওজনের হবে।

ছবি- ০৩

IMG_20220219_003707.jpg

এই ছবিতে আপনারা শান্তির প্রতীক অনেকগুলো পায়রা দেখতে পাচ্ছেন।

ছবি-০৪

IMG_20220219_003623.jpg

এই ছবিতে আপনারা অনেকগুলো ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন।

ছবি- ০৫

IMG_20220219_003554.jpg

এইগুলো অন্যজাতের ঘুঘু পাখি।

ছবি-০৬

IMG_20220219_003542.jpg

পানিসম্পদ প্রদর্শনীর ক্ষুদ্র অংশের ছবি।

ছবি- ০৭

IMG_20220219_003439.jpg

বিশাল এড়ে গরু দেখতে পাচ্ছেন যা খুবই আকর্ষণীয়। এমনকি অনেক বড় ও ছুটে যাওয়ার আশঙ্কা থাকে বলেই গাড়িতে রাখা হয়েছে।

ছবি- ০৮

IMG_20220219_003423.jpg

এটাও এক ভিন্ন জাতের এড়ে গরু।

ছবি- ০৯

IMG_20220219_003351.jpg

এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালো রঙের এড়ে গরু। ছবিতে কেমন দেখাচ্ছে তা আপনারাই বুঝতে পারবেন কিন্তু বাস্তবে গরুটি দেখতে অনেক বড়।

ছবি- ১০

IMG_20220219_003201.jpg

ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান প্রাণিসম্পদ প্রদর্শনীতে ভূমিকা রাখছেন।

ছবি-১১

IMG_20220219_003133.jpg

এই ছবিতে আপনারা বিশাল বড় পাঠা দেখতে পাচ্ছেন।

ছবি- ১২

IMG_20220219_003034.jpg

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এক দিদি তার পোষা পাঠা কে নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

ছবি-১৩

IMG_20220219_002952.jpg

এই ছবিতে আপনারা ঘাস কাটার মেশিন দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে ঘাস-কাটার-মেশিন কৃষকদের খুবই উপকারী যন্ত্রকৌশল। গৃহপালিত পশুর জন্য খুব সহজেই অল্প সময়ে ঘাস কাটা হয়ে থাকে।

ছবি- ১৪

IMG_20220219_002927.jpg

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ও অনেক প্রকারের প্রাকৃতিক পরিবেশে তৈরি কম্পোস্ট সার।

ছবি- ১৫

IMG_20220219_002905.jpg

এই মেশিনটি দেখে আমি প্রথমে অবাক হয়েছিলাম। এই মেশিনটির কার্যকারিতা হলো দুধকে ভাগ করা। এর মানে হলো দুধ থেকে ঘি মাখন ইত্যাদি অনেক কিছু তৈরি হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে দুধকে ভাগ করা হয়ে থাকে।

ছবি- ১৬

IMG_20220219_002844.jpg

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় কালো রংয়ের মোরগ।

ছবি-১৭

IMG_20220219_002826.jpg

এই ছবিতে আপনারা টার্কি মুরগি দেখতে পাচ্ছেন।

ছবি-১৮

IMG_20220219_002756.jpg

এই ছবিতে আপনারা বাসায় তৈরি ফার্মি কম্পোস্ট সার দেখতে পাচ্ছেন।

ছবি- ১৯

IMG_20220219_002738.jpg

যেহেতু প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সেহেতু পশু ডাক্তার ও চিকিৎসক এমনকি ওষুধপত্র প্রদর্শনী করা হচ্ছে।

ছবি-২০

IMG_20220219_002712.jpg

ছবি- ২১

IMG_20220219_002637.jpg

এই ছবিতে আপনারা ডিম ফোটানো মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন।

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin
Locationshatbaria high school field,Bheramara, Kushtia

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20220203_101835.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 2 years ago 

ভাইয়া 4 ও 5 নং ছবিটি কোয়েল পাখির,ঘুঘু পাখির নয়।আপনি ইউটিউবে দেখে নিতে পারেন।

আপনার প্রত্যেকটি ছবি খুবই ভালো হয়েছে।প্রাণী প্রদর্শনী -2022 আপনার ছবির মাধ্যমে আমি ও উপভোগ করলাম, ভালো লাগলো।ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলাম।মুরগির বাচ্চাগুলি খুবই কিউট দেখতে।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি আপনাকে, দিদি আমি প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে ঘুঘু পাখির নাম দেখেছিলাম তো। যাই হোক হয়তো কোয়েল পাখি হবে। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago (edited)

আজকে আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। পোস্টটি মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে জানতে পারলাম এবং আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে পানিসম্পদ প্রদর্শনী ফটোগ্রাফি গুলো পর্যায় ক্রমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।

আসলে আপনি একটি তথ্য ভুল দিয়েছেন। ৪ এবং ৫ নং ফটোগ্রাফির পাখিগুলো হচ্ছে কোয়েল পাখি । এগুলোর মাংস বেশ সুস্বাদু এবং জনপ্রিয় ‌। তথ্যটি সংশোধন করে নিবেন।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

কালকে দেখলাম একজন ভাইয়া প্রাণিসম্পদ প্রদর্শনীতে গিয়েছিল। দেখে অসম্ভব ভাল লেগেছিল। আজকে আপনি ও প্রাণিসম্পদ প্রদর্শনীতে গিয়েছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনাদেরকে দেখে আমারও যেতে ইচ্ছে করছিল প্রাণিসম্পদ প্রদর্শনীতে। কত সুন্দর সুন্দর প্রাণী দেখলাম। আমার কাছে টার্কি মোরগ গুলো অসাধারণ লেগেছে। আমি এর আগে অনেক টার্কি মোরগ দেখেছিলাম কিন্তু এরকম সুন্দর কখনো দেখিনি। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার সাথে প্রানীসম্পদ প্রদর্শনী ঘুরে দেখতে পেরে। সত্যিই মনে হচ্ছিল আপনার সাথে ঘুরে দেখছি সব। সবগুলো প্রানী দেখতে বেশ সুন্দর ছিল। ৪ এবং ৫ নাম্বার ছবিটি কোয়েল পাখির।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে, প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে ঘুঘু পাখির নাম দেখেছিলাম ভাইয়া, যাইহোক হয়তো ভুল হয়েছে কোয়েল পাখি হবে । শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65647.77
ETH 3166.18
USDT 1.00
SBD 2.60