"এসো নিজে করি"কাগজের তৈরি কিউট খরগোশ | |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে আছি, আজকে আমি আপনাদের সাথে কাগজের তৈরি কিউট খরগোশ নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কিউট খরগোশটি আমি যেভাবে বানাতে চেয়েছিলাম সেভাবেই সম্পন্ন করতে পেরেছি তাই খুবই ভালো লাগছে নিজের কাছে।

IMG_20220201_224753.jpg

চলুন কিউট খরগোশ তৈরি শুরু করা যাক:-

উপকরণসমূহঃ

১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা
৪. কালো কলম
৫. রঙিন কলম

ধাপ- ০১

IMG_20220201_201222.jpg

ছবিতে দেখানো উপায়ে লম্বালম্বিভাবে চিকন করে চারটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০২

IMG20220201201353.jpg

এরপর কাগজ গুলোকে মাঝ বরাবর ভাঁজ ভেঙে নিয়েছি।

ধাপ-০৩

IMG_20220201_201451.jpg

এরপর ভাঁজ গুলো খুলে নিয়েছি।

ধাপ-০৪

IMG_20220201_222503.jpg

এরপর ছবিতে দেখানো উপায়ে কাগজগুলো সাজিয়ে আঠা লাগিয়ে নিয়েছি।

ধাপ- ০৫

IMG_20220201_222520.jpg

IMG20220201202138.jpg

এরপর কাগজ গুলোর একটি সাথে আরেকটির অপরপ্রান্ত আঠা দিয়ে জুড়ে দিয়েছি। এভাবে খরগোশের বডির অংশ বানিয়ে নিয়েছি।

ধাপ-০৬

IMG_20220201_222548.jpg

এরপর আবারো আরেকটু ছোট করে লম্বালম্বিভাবে চিকন করে চারটি কাগজ কেটে নিয়েছি।

ধাপ-০৭

IMG_20220201_222610.jpg

এরপর একইভাবে খরগোশের মাথার অংশ তৈরি করে নিয়েছি।

ধাপ-০৮

IMG20220201203457.jpg

এরপর একটির সাথে আরেকটি আঠা দিয়ে জুড়ে দিয়েছি। এভাবে কাগজের খরগোশের মাথার ও বডির অংশ জুড়ে নিয়েছি।

ধাপ- ০৯

IMG20220201203651.jpg

এরপর খরগোশের পা এঁকে নিয়েছি।

ধাপ- ১০

IMG20220201210105.jpg

এরপর সিজার দিয়ে খরগোশের পা কেটে নিয়েছি।

ধাপ-১১

IMG20220201212726.jpg

এরপর আঠা দিয়ে খরগোশের বডির অংশের সাথে খরগোশের পা লাগিয়ে দিয়েছি।

ধাপ- ১২

IMG20220201210636.jpg

এরপর খরগোশের কানের আকৃতি করে কাগজ কেটে নিয়েছি।

ধাপ-১৩

IMG20220201211014.jpg

এরপর রঙিন কলম দিয়ে খরগোশের কান রং করে নিয়েছি।

ধাপ-১৪

IMG20220201212612.jpg

এরপর খরগোশের নাক ও চোখ এঁকে কাগজ থেকে কেটে নিয়েছি।

ধাপ-১৫

IMG_20220201_224512.jpg

এরপর খরগোশের নাক, কান ও চোখ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এভাবে আমি রঙিন কাগজ দিয়ে একটি কিউট খরগোশ তৈরি করে নিয়েছি।

ফলাফল

IMG_20220201_224543.jpg

IMG_20220201_224627.jpg

Devicerealme 8
Camera64 mp
Photo byAl-Amin

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নিত্য নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ধন্যবাদান্তে,,

IMG_20220126_182836.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড


Sort:  
 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

কাগজের তৈরি কিউট খরগোশটি আমার এক কথায় অসাধারণ লাগলো। আপনি খুব দক্ষতার সহিত কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া এবং এই কাজগুলোর জন্য আপনি প্রশংসার দাবিদার


IMG_20220106_113311.png

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

আপনি অসাধারণ একটি খরগোশ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে খরগোশ তৈরি করা যায় তা জানতাম না। আপনি খরগোশ তৈরীর পদ্ধতি খুব সুন্দর ভাবে একটু একটু করে উপস্থাপন করেছেন। আপনার কাছ থেকে দেখে যে কেউ তৈরী করে নিতে পারবে। আমার কাছে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে এত অসাধারন একটি আইডিয়া শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই কিউট একটি খরগোশ তৈরি করেছেন ভাইয়া আপনি। এর কালারটি গোলাপি না দিয়ে অন্য কোন কালার দিলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো। তারপরেও এই কালারটা ভাল লাগছে দেখতে। তাছাড়া আপনি খরগোশ তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

  • খরগোশ টা দেখতে খুব অসাধারণ লাগতেছে ভাই। রঙিন কাগজ দিয়ে খুব চমৎকারভাবে এটি তৈরি করেছেন আপনি। দেখে মনে হচ্ছে অনেকটা সময় লেগেছে এটি তৈরি করতে। আমার কাছে খুবই চমৎকার লেগেছে এটি দেখতে।
 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে একটি খরগোশ তৈরি করে দেখিয়েছেন । আপনার তৈরি করা খরগোশটি দেখতে আসলেই অনেক কিউট লাগছে সেই সাথে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করেছেন বলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও ভাই আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছে। সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে দেখতে খুবই কিউট লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

 2 years ago 

বাহ দারুণ তো।। কিউট একটা খরগোশ এর দৃশ্য প্রস্তুত করেছেন।।
সত্যি আপনার ইউনিক বুদ্ধির তারিফ করতে হয়।।
কালার টা দারুণ ফুটেছে।।
শুভেচ্ছা রইল

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

কাগজের তৈরি কিউট খরগোশ দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

ভাইয়া আপনি কাগজ দিয়ে অনেক কিউট একটি খরগোশ তৈরি। যা দেখতে অসাধারণ লাগছে। এবং এর কালারটা দারুণ মানিয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

ওয়াও,খুব সুন্দর একটি খরগোশ তৈরি করেছেন তো।আসলেই অনেক কিউট, কাগজ দিয়ে তৈরি করেছেন।আপনার উপস্থাপনা সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64277.14
ETH 3492.61
USDT 1.00
SBD 2.51