স্বরচিত কবিতা "ইচ্ছে"| |10% Beneficiary To @shy-fox | |
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি কবিতা লিখেছি। কবিতাটি আমি খুব সহজ এবং সাবলীল ভাষায় লিখেছি। কবিতাটির নাম দিয়েছি "ইচ্ছে"। আশা করি, কবিতাটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে।
ইচ্ছে
আজ নতুন করে তোমাকে জানতে ইচ্ছে করছে
তোমার ওই মনের মাঝে আবারো নিজের জন্য একটি ঘর বানাতে ইচ্ছা করছে।
মনে হচ্ছে, আবারো যেন তোমার প্রেমে পড়ে যায়
জানো, তোমার জন্য আবারো প্রেমের
সমস্ত সীমা পার করতে ইচ্ছে করছে।
জানিনা হঠাৎ কেন এমন ইচ্ছে,
তবে তোমাকে আবার নতুন করে পেতে ইচ্ছে করছে।
আমার ইচ্ছে করছে সাগরের ওই নীল সীমানায়
তোমাকে নিয়ে ঘুরে আসতে,
আমার খুব ইচ্ছে করছে নদীর তীরে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে তোমার সাথে থাকতে।
আমার খুব ইচ্ছে করছে ওই কৃষ্ণচূড়া গাছের সবথেকে সুন্দর ফুলটা তুলে এনে
তোমার খোপায় গুঁজে দিতে,
আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে
কোনো অচেনা রাজ্যে হারিয়ে যেতে।
আমার ইচ্ছে করছে আকাশের
ওই চাঁদটাকে তোমার হাতে এনে দিতে,
আমার ইচ্ছে করছে পৃথিবীর সমস্ত
খুশিকে তোমার পায়ের কাছে এনে দিতে
জানিনা, হঠাৎ কেন এমন ইচ্ছে হচ্ছে
তবে তোমাকে পৃথিবীর
সমস্ত খুশি দিতে ইচ্ছা করছে।
আমার এই উজাতন ভরা মনে
তোমার জন্য নতুন করে সুর বাঁধতে ইচ্ছে করছে,
তোমার ওই মায়া ভরা চোখের দিকে তাকিয়ে
শত যুগ পাড়ি দিতে ইচ্ছে করছে।
তোমার সাথে কাটানো সময়গুলোকে স্মৃতির পাতায়
স্মৃতি নয় বর্তমান করে রাখতে ইচ্ছে করছে।
জানিনা, কেন এমন ইচ্ছে
তবে তোমায় নিয়ে নতুন করে বাঁচতে ইচ্ছে করছে।
আমি প্রেমে পড়েছি, নতুন করে
আবার তোমারই প্রেমে পড়েছি
যদি বাড়িয়ে দাও আবারও তোমার ওই দুটি হাত,
তবে আবারো হারিয়ে যাবো তোমার সাথে
অজানা কোন দ্বীপে , যেখানে শুধু
তোমার আর আমার বসবাস।
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-
ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড
দারুন একটি কবিতা লিখেছেন মনের ইচ্ছে গুলো আসলেই অনেক অদ্ভুত। পুরনো স্মৃতি ভালো মুহূর্ত সব ধরনের ইচ্ছে প্রকাশ পায় ।ভালোবাসার অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন অনেক ভালো লাগলো।
বাহ খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। মনের ইচ্ছেগুলো খুব সুন্দর ভাবে আপনার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আমাদের মনের ইচ্ছে গুলো বড়ই অদ্ভুত। যাই হোক আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাই আপনার কবিতাগুলো আমি প্রায় সময়ই পড়ে থাকি অনেক সুন্দর কবিতা লিখেন আপনি। ইচ্ছে কবিতাটিও তার ব্যতিক্রম নয়। আমাদের ইচ্ছেগুলো অন্যরকম, সেই ইচ্ছেকে নিয়েই কবিতাটি লিখেছেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।
অপূর্ব একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আজ। কবিতাটি আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি লাইন যেন অতুলনীয়। কবিতার মাধ্যমে মনের ইচ্ছে গুলো খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ব্যক্ত করেছেন।
আপনার স্বরচিত কবিতা ইচ্ছে পড়ে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমার খুবই ভালো লেগেছে আপনার এই কবিতাটি পড়ে। আপনি চমৎকারভাবে উপস্থাপন করছেন কবিতার প্রতিটি ছন্দ লাইন। ভালোবাসার মানুষকে ঘিরে মনের মধ্যে অনেক রকম ভালোলাগা জাগ্রত হয়, মন চাই বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘুরে বেড়ায় তাকে মনের মত সাজায়। অন্যরকম ভালোলাগা অনুভূতি জাগ্রত হল আপনার কবিতা পড়ে।