ll একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ll আমার বাংলা ব্লগ ll

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আছেন আমার সমস্ত বন্ধুরা? আশা করি সবাই ভাল আছেন।

আসুন আজকের আমরা বাংলা ব্লগ শুরু করা যাক।

20210310_162402.jpg

20210310_162356.jpg

20210310_162338.jpg

আসসালামু আলাইকুম।আজ আমি আমার জীবনের সবথেকে খারাপ একটি দিন আপনাদের মাঝে তুলে ধরলাম।সর্বপ্রথমে সবাইকে ঈদ মোবারক। আজ আমার অনেক খুশির দিন। আমি সকালে ঘুম থেকে উঠে টুথব্রাশ নিয়ে বাড়ির সামনে গিয়ে ভরটা উপভোগ করছিলাম। আমার বাড়ির সামনে একটা নদী আছে আর সবকিছু মিলিয়ে এত সুন্দর সকাল যে হতে পারে আমি কল্পনা করতে পারিনি।প্রতিদিন যত দেখি ততই যেন নতুন মনে হয়।তারপর আমার দাদা এসে আমাকে ডাকলো বলতেছিল যা গোসল করে নে নামাজে যেতে হবে আমাদের ঈদের নামাজ সকাল ৮ টাই সবাই অর্থাৎ আমি আশিক আর আমার দাদা তারাতারি গোসল করলম।এবং সবাই মিষ্টি খেলাম। তারপর আমি আমার দাদা আমার ভাই সবাই একসাথে ঈদের নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে বাসায় আসলাম।এরপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম।অনেক আনন্দ করলাম।

20210514_111046.jpg

20210514_111010.jpg

20210514_111005.jpg

তারপর কিছুক্ষন বিশ্রাম নিয়ে আমি আর আমার ভাই মিলে আমার ফুফাতো ভাইয়ের বাসায় যাওয়ার পরিকল্পনা করি। কিছুক্ষণ আমার মোটরগাড়ি টি বের করি। আমার ভাই গাড়িটি চালায় বসি। তারপর অর্ধেক রাস্তা যাওয়ার পর একটি দোকানের সামনে দাঁড়াই। আমি আর আমার ভাই আইসক্রিম কিনলাম তারপর সেটা খাই।খাওয়া শেষ করে আমি গাড়ি চালাই আর আমার ভাই পিছে বসে। তখন গাড়ির স্পিড মোটামুটি ৯০-১১০ এরকম ছিল।আমাদের উচিত ছিল না এত জোরে গাড়ি চালানো।

Screenshot_20210628-173202_Facebook.jpg

তারপর আমরা যেটা কখনও কল্পনা করিনি ঠিক সেই ঘটনাটি আমাদের সাথে ঘটে। জানিনা কি করে কি হলো কিছুই বুঝতে পারিনি হঠাৎ করে আমাদের গাড়ির সামনের টায়ার ফেটে যায় এবং কন্ট্রোল হারিয়ে আমরা মারাত্মক ভাবে এক্সিডেন্ট করি। এই অ্যাক্সিডেন্টে আমাদের অনেক ক্ষতি হয়। তারপর যখন স্বাভাবিক হয়ে উঠলাম তখন বুঝলাম মাথায় মারাত্মক ধরনের আঘাত পেয়েছি।আর রাস্তার আশেপাশের লোকজন আমাদেরকে নিয়ে হাসপাতলে যায়। আমাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে না নিলে কি যে হতো আল্লাহ ভালো জানে। আমরা কখনোই ভাবিনি আমাদের আনন্দের দিন এত কষ্টে পরিণত হবে। আমরা মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছিলাম।আমার দাদা দাদি ফুফু আম্মা ফুফা অনেক হতাশ হয়ে গিয়েছিল
20210515_134557.jpg

20210515_134555.jpg

20210515_134537.jpg

received_3553402818097201.jpeg

185549415_297174085228901_2435491239289100745_n.jpeg

20210514_194147.jpg

20210514_181151.jpg

20210514_181105.jpg

আল্লাহর রহমতে আমরা দুই ভাই এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা দুই ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আশা করি সবাই ভালো আছেন।

Sort:  
 4 years ago 

জ্বী ভাই আপনার সাথে সহমত পোষন করছি, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশী, এটা আমাদের সব সময় স্মরনে রাখতে হবে।

 4 years ago 

ধন্যবাদ ভাই। সকলকে এটা বোঝা উচিত সময়ের থেকে জীবনের মূল্য বেশি।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101737.75
ETH 3684.84
SBD 2.55