DIY-এসো নিজে করি || কাগজ দিয়ে কলমদানি || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা🥰


সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির। আজ আমি আপনাদের মাঝে একটি DIY পোস্ট করব, আর্থাৎ কাগজ দিয়ে কলম দানি। আমরা সকলেই চাই নতুন কিছু করতে। সেই চিন্তা ভাবনা নিয়ে আমিও একটি নতুন কিছু করার চেষ্টা করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

20211215_215804.jpg

কাগজের কলম দানি তৈরি করতে যা যা উপকরণ লাগবে।

  • রঙ্গিন কাগজ
  • কাঁচি
  • আঠা

20211215_193129.jpg

ধাপ ১


একটি রঙিন কাগজ সমানভাবে তিনটি ভাগ করে কাঁচি দিয়ে কেটে নিলাম।

20211215_224514.jpg

ধাপ ২


তারপর কেটে নেওয়া রঙিন কাগজের অংশ থেকে বর্গাকার আকারে আবার ওই কাগজটি কেটে নিব।

20211215_193617.jpg

ধাপ ৩


কেটে নেওয়া কাগজটির দুই কোনা ধরে আঠা লাগিয়ে দেবো।

20211215_193649.jpg

ধাপ ৪


এবার আরেকটি রঙিন কাগজ নিলাম এবং কাগজের মধ্যে দিয়ে আঠা লাগিয়ে নিলাম।

20211215_195501.jpg

ধাপ ৫


তারপর গোল করা ওই কাগজগুলো একই মাপে একইভাবে আঠার উপর বসিয়ে দিলাম।

20211215_224947.jpg

ধাপ ৬


এবার আরেকটি কাগজ নিলাম এবং কাগজটি তিন ভাগের এক ভাগ ভাজ করলাম

20211215_220815.jpg

ধাপ ৭


এরপর ভাঁজ করা কাগজ ঠিক কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম।

20211215_221057.jpg

ধাপ ৮


তারপর কেটে নেওয়া কাগজটি ও আগের কাগজটি একসাথে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

20211215_201714.jpg

ধাপ ৯


এবার কাগজটি দুই পাশের মাথা একসাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম আর এভাবে আমার কলমদানি তৈরি হয়ে গেল।

20211215_203442.jpg

এবার তৈরি করা কলমদানির সাথে আমার একটি সেলফি দিলাম।

20211215_202904.jpg

❤️সবাইকে ধন্যবাদ ❤️

আমার সম্পর্কে কিছু কথা:-

আমি মোঃ আবু সাঈদ আকাশ।‌ আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। আপনার কলমদানি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর দেখাচ্ছে আপনার কলমদানি। প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন ।জেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কলমদানি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন খুব ইউনিক। এর আগে অনেক রকম কাগজের কলমদানি দেখেছি কিন্তু আপনারটা একদমই আলাদা এবং খুবই সুন্দর কলমদানিটি।অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি কলমদানি তৈরি করে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।আর আপনার জন্য অনেক শুকামনা রইল।

আপনার কলমদানিটি আমার খুব পছন্দ হয়েছে। বেশ সুন্দর একটি জিনিস বানিয়েছেন। এখন থেকে চেষ্টা করবেন প্রতিদিন পোস্ট করার। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেয়ার। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ❤️❤️❤️❤️ আর আমি রেগুলার পোস্ট করব ভাইয়া। পাশে থাকবেন 🥰🥰

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর কলমদানি তৈরি করেছেন। আপনার এই কলমদানির উপস্থাপন দেখে আমি কলমদানি তৈরি করা শিখতে পেরেছি। এটি খুবই সহজ ভাবে আপনি তৈরি করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98713.95
ETH 3352.77
USDT 1.00
SBD 3.07