প্রসঙ্গ:DIY-এসো নিজে করি : দূর থেকে বার্থডে উইশ || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা🥰


সম্মানিত আমার বাংলা ব্লগ সকল ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। সবার জন্য রইল অন্তর থেকে আন্তরিক ভালোবাসা।

20211213_184645 (1).jpg

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির। আজকের পোস্টটি একটুও ভিন্ন হতে চলেছে। আজ আমি বার্থডে উইশ করার জন্য আর্ট করেছি অর্থাৎ চিত্রাংকন করেছি। অনেকে আছে অনেক কিছুই তো করে কেউ গিফট দেয় কেউ উইশ করে। সব চিন্তা থেকে একটু ভিন্ন করার জন্য বা একটু স্পেশাল করে তোলার জন্য চিন্তা করলাম নিজে হাতে কিছু অঙ্কন করে উইশ করি। বিশেষ করে এই চিন্তাভাবনা করার মূল কারণ অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তারপরেও কথাবাত্রা নেই বললে ভুল হবে খুব কম হয়। কারণ বন্ধু থাকে ঈশ্বরদী আর আমি থাকি দিনাজপুর। আমাদের মধ্যে দূরত্বটা অনেক বেশী আর পড়াশোনার চাপ বিভিন্ন কাজে কথা খুব কম হয়। এই জন্য এই পরিকল্পনা করি। তবে জানিনা কেমন লাগবে আসলে দূরে থাকি এজন্য এই পরিকল্পনাটা করেছি। মূলত আমরা কোন বন্ধুকে উইশ করার জন্য তার কাছে যায় এবং জড়িয়ে ধরে উইশ করি হ্যাপি বার্থডে। কিন্তু যখন আমরা তার সাথে যোগাযোগ করা বাদ দেখা-সাক্ষাতের কোন ব্যবস্থা হয় না বা দূরত্ব অনেক থাকায়। আমি এই পরিকল্পনাটি করি। একটু স্পেশাল করার জন্য। তারপর বন্ধুকে অনলাইনে উইশ করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏


চিত্রটি অংকন করতে যা যা লাগবে।

  • সাদা কাগজ
  • কলম

ধাপ ১


প্রথমেই একটি সাদা কাগজ নেই। কাগজটা একটু শক্ত অর্থাৎ কার্ডের মত।

20211213_183924.jpg

ধাপ ২


এরপর কলম দিয়ে হ্যাপি অক্ষর গুলো লিখি।

20211213_184047.jpg

ধাপ ৩


তারপর বার্থডে অক্ষর গুলো লিখে নিলাম।

20211213_184736.jpg

ধাপ ৪


এরপর লাভ চিহ্ন অঙ্কন করি যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড এর জন্য আমি চিহ্ন টি অঙ্কন করেছি।

20211213_184906.jpg

ধাপ ৫


আর এভাবে আমার চিত্রটি অঙ্কন করা হয়ে গেল। অর্থাৎ লেখাগুলো লিখে ফেললাম।
20211213_185046.jpg

শেষ ধাপ


এবার হ্যাপি বার্থডে লেখাটির সাথে আমার একটি ছবি ও একটি ফটোগ্রাফি ছবি দিয়ে দিলাম।

20211213_185127.jpg

20211213_184645 (1).jpg

আসলে কাউকে খুশি করা বা সারপ্রাইজ দেওয়ার জন্য সব সময় টাকা বা অর্থের প্রয়োজন হয় না ভালোবেসে কিছু করার চেষ্টা করাটা হল প্রকৃত ভালোবাসা, এটা আমি মনে করি। আমার বন্ধু এই বিষয়টিতে অনেক খুশি হয়েছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকে অনেক দামি দামি উপহার দিয়েছে কিন্তু দামের কাছে ভালোবাসাটা তুচ্ছ। আমিও খুব খুশি তার জন্য এমন কিছু একটা উপহার দিতে পেরে। হয়তো বা কাছে থাকলে এমন কিছু দিতাম না কোন একটা গিফ্ট উপহার দিতাম। কিন্তু আমার বন্ধুর কাছে এটাই তার সেরা উপহার। আমার বন্ধু এত খুশি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আর আমার বন্ধু খুশি হওয়াতে আমিও অনেক খুশি।

আমার সম্পর্কে কিছু কথা:-

আমি মোঃ আবু সাঈদ আকাশ।‌ আমায় ভালবেসে সবাই আকাশ বলে ডাকে।আমি নতুন কিছু জানা,শেখা,দেখা ও পড়তে অত্যন্ত ভালবাসি। টেকনোলজি সম্পর্কে জানার আগ্রহটা আমার সব সময় অত্যন্ত বেশি। ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করি ও ভালোবাসি। এবং নতুন মানুষদের সাথে মেলামেশা করতে ভালো লাগে।
❤️সবাইকে ধন্যবাদ❤️
Sort:  
 3 years ago 

দূর থেকে বন্ধুর বার্থডে উইস এর খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন আবার সেটা দারুন ভাবে উপস্থাপন করেছেন।আলন্র বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা রইলো।

 3 years ago 

এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

বন্ধুকে উইশ করা দূর থেকে অনেক সুন্দরভাবে করেছেন আপনি। পুরো বিষয়টা একটু ভিন্নতা। আপনার এই অভিনব পদ্ধতি দেখে আমার সত্যিই অনেক ভালো লাগলো। অবশ্যই আপনি আমার বন্ধু অনেক খুশি হবে আপনার উইশে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য

ভাই আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে ।আপনার দূর থেকে বন্ধুর বার্থডে উইসের কার্ড
চমৎকার ভাবে বানিয়েছেন।আর্টের সাথে উপস্থাপনা অনেক দারুণ।এতে সু্ন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য

ইচ্ছে, তাও আবার দুর থেকে।ভাল ধারনার প্রতিফলন। ভাল ছিল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67628.32
ETH 2424.36
USDT 1.00
SBD 2.35