ট্রন জমানোর ১৬ তম সপ্তাহ।

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ট্রন জমানোর পোস্ট শুরু করতেছি। আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি দীর্ঘদিন যাবত ট্রন লিংক ওয়ালেট এর মধ্যে ট্রন স্টেক করে আসতেছি। প্রথম টার্গেট হচ্ছে পাঁচ হাজার ট্রন স্টেক করব। আমি প্রতিনিয়ত চেষ্টা করি ট্রন স্টেক করার জন্য। ট্রন স্টেকের ধাপগুলো আমি নিচে শেয়ার করলাম।

B612_20230729_113617_580.jpg

১ম ধাপ

সর্বপ্রথম আমি ট্রন লিংক ওয়ালেট অ্যাপস টি ওপেন করলাম। তারপর স্টেক অপশন এ ক্লিক করলাম ।

IMG_20230729_110826.jpg

২য় ধাপ

পরবর্তীতে যে পেজটি আসলো সেই পেজের মধ্যে নিচের ডানপাশে স্টেক অপশনে ক্লিক করলাম ।

IMG_20230729_110851.jpg

৩য় ধাপ

এ পর্যায়ে স্ট্যাকিং অ্যামাউন্ট এর ঘরে ১০ লিখলাম এবং স্টেক অপশনে ক্লিক করলাম ।

IMG_20230729_112854.jpg

৪র্থ ধাপ

পরবর্তীতে কনফার্ম বাটনে ক্লিক করলাম এবং ট্রন লিংক ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করলাম । সর্বশেষ আমার ট্রন স্টেক সম্পন্ন হয়ে গেল ।

IMG_20230729_112909.jpg

IMG_20230729_112925.jpg


আমার পরিচয়


images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ট্রন জমানোর ১৬ তম সপ্তাহ। আসলে প্রতি সপ্তাহে আমিও এই পোস্ট করে থাকি। বর্তমান সময়ে এই টোকেনের দাম খুবই কম । আপনি এই সপ্তাহে ১০ ট্রন জমিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। যদি আমরা প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে এগুলো জমাতে পারি তাহলে পরবর্তীতে আমাদের জন্য অনেক কাজে দিবে।

 11 months ago 

বাহ! আপনার খুব সুন্দর একটি পরিকল্পনা আপনি ৫ হাজার ট্রন জমা করবেন শুনে অনেক বেশি ভালো লাগলো। আপনি স্বল্প সময়ের মধ্যে ১৬ তম সপ্তাহ অতিক্রম করলেন। আশা করি এভাবে ট্রন স্টেক করতে থাকে আপনি খুব কম সময়ের মধ্যে ৫ হাজার ট্রন জমা করে আপনি টার্গেট পূরণ করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66001.12
ETH 3485.03
USDT 1.00
SBD 3.15