ফুলের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আমিও ভাল আছি আল্লাহর রহমতে আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি একটি আর্ট করেছি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে। আমার বাংলা ব্লগে প্রায় দেখি অনেকে ম্যান্ডেলা আর্ট করে সেজন্য আমি ভাবলাম আমিও চেষ্টা করি এবং এরকম একটি ম্যান্ডেলা আর্ট করি।

CamScanner 05-20-2023 09.21_1.jpg

আজকে আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আমার আজকের পোষ্টটি হল একটি আর্ট পোস্ট। আমি আজকে একটি ম্যান্ডেলা আর্ট করেছি। ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ সুন্দর লাগে প্রায় অনেকেই ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকে। আর আমি যতটা জানি ম্যান্ডেলা আর্ট গুলা নাকি অনেকটা সময় দিয়ে করলে বেশি সুন্দর হয়। ফুলের একটি ম্যান্ডেলা আর্ট আমি আজকে করলাম। আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো বেশ সুন্দর লাগে। বিভিন্ন ডিজাইনের মাধ্যমে একটি সুন্দর ফুল আর্ট করা এবং বিভিন্ন জিনিসের মধ্যে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে আরো বেশি ভালো লাগে। আজকে আমি একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছি সেজন্য অনেকটা সময় দিয়ে আর্ট করেছি।

প্রয়োজনীয় উপকরণ

•আর্ট বই
•পেন্সিল
•কলম
•স্কেল

IMG-20230520-WA0035.jpg

ধাপ-১

ফুলের ম্যান্ডেলা আর্ট করার জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে একটি বৃত্ত আর্ট করেছি। কালো কলম দিয়ে দুটো বৃও আর্ট করে নিয়েছি।

IMG-20230520-WA0017.jpg

IMG-20230520-WA0031.jpg

ধাপ-২

বৃত্তের পাশে আমি ফুল আর্ট করে নিয়েছি কলম দিয়ে।

IMG-20230520-WA0030.jpg

IMG-20230520-WA0029.jpg

ধাপ-৩

এরপর ফুল গুলোর ভেতর কালো কলম দিয়ে ভরাট করেছি।

IMG-20230520-WA0027.jpg

IMG-20230520-WA0018.jpg

ধাপ-৪

আর্ট করা ফুলের উপর আবারো আর্ট করে নিয়েছি অনেক গুলো ফুল।

IMG-20230520-WA0026.jpg

IMG-20230520-WA0025.jpg

ধাপ-৫

ফুল গুলোর মাঝখানে আমি কালো কলম দিয়ে ডিজাইন করেছি।

IMG-20230520-WA0019.jpg

ধাপ-৬

সে ফুলগুলোর উপর আমি আবার বড় বড় করে ফুল আর্ট করেছি।

IMG-20230520-WA0024.jpg

IMG-20230520-WA0023.jpg

ধাপ-৭

আর্ট করা বড় বড় ফুলের মধ্যে ডিজাইন করে নিয়েছি।

IMG-20230520-WA0022.jpg

ধাপ-৮

ডিজাইন করার পর বাকি অংশের মধ্যে কালো কলম দিয়ে ভরাট করেছি।

IMG-20230520-WA0021.jpg

IMG-20230520-WA0033.jpg

শেষ ধাপ

এটা ছিল আমার আর্ট করা ফুলের ম্যান্ডেলা আর্ট।আমার আর্ট কেমন লেগেছে আপনাদের সেটা জানাবেন।

CamScanner 05-20-2023 09.21_2.jpg

CamScanner 05-20-2023 09.21_1.jpg

CamScanner 05-20-2023 09.21_3.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীম্যান্ডেলা আর্ট
আর্টিস্ট@ahp93
ডিভাইসPoco X3-Pro
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 last year 

জি ভাইয়া ম্যান্ডালা আর্ট ছোট ছোট ডিজাইন দিয়ে একটি বড় ডিজাইন আকা। আপনার আকা ম্যান্ডালা আর্টটি বেশ সুন্দর হয়েছে। ধাপগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

আপনি খুবই চমৎকার ভাবে আর্ট করেছেন। এ ধরনের আর্ট গুলো আমি অনেক বেশি পছন্দ করি। সব সময় আপনার পোস্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 last year 

এ আর্টগুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। এটা ঠিক বলেছেন এই আর্ট গুলো অনেক বেশি সময় নিয়ে করতে হয়। নিখুঁত করে ছোট ছোট ডিজাইন করলে আরো বেশি ভালো হয়। আপনার ডিজাইনগুলো ভালো হয়েছে সিম্পলের ভিতর দেখতে কিন্তু ভালো লাগছে।

 last year 

এটা ঠিক ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে।এভাবেই ধীরে ধীরে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ফুলের অসাধারন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে এবং দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আর্ট করতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করতাম। অনেকদিন থেকে ম্যান্ডেলা আর্ট করা হয় না। এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগে। ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দেখতে অনেক সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 61397.32
ETH 3382.52
USDT 1.00
SBD 2.48