ঝুমকা কানের দুলের ম্যান্ডেলা আর্ট।
আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আমিও ভাল আছি আল্লাহর রহমতে আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি একটি আর্ট করেছি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে। আমার বাংলা ব্লগে প্রায় দেখি অনেকে ম্যান্ডেলা আর্ট করে সেজন্য আমি ভাবলাম আমিও চেষ্টা করি এবং এরকম একটি ম্যান্ডেলা আর্ট করি।
আজকে আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আমার আজকের পোষ্টটি হল একটি আর্ট পোস্ট। আমি আজকে একটি ম্যান্ডেলা আর্ট করেছি। ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ সুন্দর লাগে প্রায় অনেকেই ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকে। আর আমি যতটা জানি ম্যান্ডেলা আর্ট গুলা নাকি অনেকটা সময় দিয়ে করলে বেশি সুন্দর হয়। ঝুমকা কানের দুলের ম্যান্ডেলা আর্ট আমি আজকে করলাম। আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো বেশ সুন্দর লাগে। বিভিন্ন ডিজাইনের মাধ্যমে একটি সুন্দর ঝুমকা কানের দুলের আর্ট করা এবং বিভিন্ন জিনিসের মধ্যে ম্যান্ডেলা আর্ট করলে দেখতে আরো বেশি ভালো লাগে। আজকে আমি একটি ঝুমকা কানের দুলের ম্যান্ডেলা আর্ট করেছি সেজন্য অনেকটা সময় দিয়ে আর্ট করেছি।
প্রয়োজনীয় উপকরণ
•আর্ট বই
•পেন্সিল
•কলম
•স্কেল
ধাপ-১
ঝুমকা কানের দুলের ম্যান্ডেলা আর্ট করার জন্য আমি প্রথমেই পেন্সিল দিয়ে আর্ট করেছি।
ধাপ-২
এরপর কালো কলম দিয়ে আবারো ঝুমকা কানের দুলের আর্ট করেছি।
ধাপ-৩
ঝুমকা কানের দুলের উপরের অংশটি আমি ময়ূরের মতো ডিজাইন করেছি। তার মধ্যেই আমি বিভিন্ন ধরনের ফুল আর্ট করেছি।
ধাপ-৪
ঝুমকা কানের দুলের উপরের অংশে খালি অংশগুলোর মধ্যে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করেছি।
ধাপ-৫
এখন ঝুমকার অংশের ডিজাইন করব কালো কলম দিয়ে আমি ছোট ছোট ফুল আর্ট করেছি।
ধাপ-৬
বাঁকা বাঁকা কালো কলম দিয়ে ডিজাইন করে তার উপর আবার ফুল আর্ট করেছি।
ধাপ-৭
ঝুমকার বাকি অংশ বিভিন্ন ধরনের ফুল আর্ট করে নিচের অংশে কালো কলম দিয়ে ডিজাইন করেছি।
শেষ ধাপ
ঝুমকা কানের দুলের ম্যান্ডেলা আর্ট শেষ করার পর কয়েকটি ফটোগ্রাফি করেছি। আশা করছি আপনাদের কাছে এই আর্ট টি ভাল লাগবে। কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে।
শ্রেণী | ম্যান্ডেলা আর্ট |
---|---|
আর্টিস্ট | @ahp93 |
ডিভাইস | Poco X3-Pro |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
https://twitter.com/AHP14338073/status/1665773431516983297?t=mRlSGki774CHq0I-gD53TA&s=19
ঝুমকা কানের দুলের অসাধারণ সুন্দর একটি ম্যান্ডেলা অঙ্কন করেছেন। ঝুমকা কানের দুলের ভিতরে অংশের ডিজাইন টা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। অত্যন্ত নিখুঁতভাবে ডিজাইনটি আপনি ফুটিয়ে তুলেছেন। দারুন একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঝুমকা কানের দুলের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে, আপনার চিত্র অংকন ধাপে ধাপে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ঠিক ধরেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্টগুলো যত বেশি সময় এবং ধৈর্য নিয়ে করা যায় তত বেশি সুন্দর হয়। কারণ ভিতরের ছোট ছোট ডিজাইনগুলো অনেক নিখুঁতভাবে করলে আর্টটি আরো বেশি ফুটে ওঠে। আপনার ঝুমকোর ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। বাস্তবে এরকম ঝুমকো থাকলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে।
আপনার ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। ঝুমকো কানের দুলের ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো মুগ্ধ। আপনি খুবই নিখুঁত ভাবে, ধৈর্য ধরে এবং সময় ব্যবহার করে এটি অংকন করেছেন দেখেই বুঝতে পারছি। সম্পূর্ণ ডিজাইনটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি যদি এরকম আর্টগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আর্ট করতে পারবেন।
খুবই চমৎকার একটি ঝুমকো কানের দুলের ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যিই মুগ্ধ হলাম। কমিউনিটিতে সকলেই এখন অনেক সুন্দর সুন্দর অংকন শেয়ার করে যাচ্ছে আপনার এই অংকন সত্যি দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আপনি ঝুমকার সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঝুমকার ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ঝুমকো কানের দুলের চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্ট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুব ধৈর্য সহকারে নিখুঁতভাবে আটটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এই কমিউনিটিতে এসে বিভিন্ন মেম্বারকে লক্ষ্য করেছি অনেক সুন্দর করে আমাদের মাঝে ম্যান্ডেলা আর্ট তৈরি করে দেখিয়ে থাকে। আজ আপনি আমাদের মাঝে ঠিক তেমনি একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে দেখিয়েছেন। যে আর্টি ছিল কানের দুল এর। মেন্ডেল আর্টটি আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে তৈরি করে দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ।