লেভেল ৩ হতে আমার অর্জন - By @ahp93

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ভাল আছি। আমি এখন এবিবি স্কুলের লেভেল টু এর শিক্ষার্থী। এবিবি স্কুলে লেভেল তিন এর ক্লাস গুলো খুব ভালোভাবেই বোঝানো হয়েছে এবং অনেক কিছুই শিখতে পেরেছি। লেভেল তিন এর লিখিত পরীক্ষা দিলাম এবং সব প্রশ্নের উত্তর দিলাম।

IMG-20230607-WA0005.jpg

১.মার্কডাউন কি ?

আমরা স্টিমিট পোস্ট করা সময় লেখা গুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং লেখাকে দৃষ্টিনন্দন করতে নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করি, যাকে মার্কডাউন বলে।

২.মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

লেখা সুন্দর ভাবে উপস্থাপন করতে, লেখার মধ্যে নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে, নির্দিষ্ট কিছু লেখাকে বোল্ড/ ইটালিক করতে চাইলে আমাদের ব্যবহার করতে হবে। প্রয়োজনের লেখার হেডিংটা একটু বড় সাইজের করতে চাইলে ,লেখার মধ্যে ফটোযুক্ত বা ফটো ডানে বামে করতে চাইলে ব্যবহার করতে হবে। আমাদের লেখাগুলো কে আকর্ষণীয় দৃষ্টিনন্দন করে উপস্থাপন করতে পারব ।ব্লগিং কিংবা কনটেন্টের জন্য মার্কডাউন খুবই উপকারী গুরুত্বপূর্ণ টেক্সট ফরমেট।

৩.পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

লেখার শুরুতে চারটা স্পেস দিতে হবে।

৪.নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

    | User | post | steem power |
    | --- | --- | --- |
    | User1 | 10 | 500 |
    | User2 | 20 | 9000 |

৫.সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

[সোর্স] (লিঙ্ক) এভাবে দিতে হবে।

৬.বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

# header 1
## header 2
### header 3
#### header 4
##### header 5
###### header 6

৭.টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

<div class="text-justify">

</div>

৮.কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

কনটেন্ট তৈরী করার সময়, যে বিষয়ে আমাদের নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা বেশী রয়েছে, আমাদের সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত।

৯.কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

আমরা যে বিষয়ে ব্লগ লিখবো সে বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে।যদি আমি বুক রিভিউ শেয়ার করতে চাই, তাহলে এই ক্ষেত্রে কিছু কমন বিষয় রয়েছে যেগুলোকে আমাকে লেখার সাথে যুক্ত করতে হবে। তাছাড়া বুক রিভিউ এর নিয়ম ফলো করে তারপর লিখতে হবে। যদি আমি ভ্রমণ কাহিনী লিখতে যাই তাহলে ভ্রমণ সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। নিয়ম ফলো করে এরপর অভিজ্ঞতাগুলো শেয়ার করতে হবে। সরাসরি আবোল তাবোল লিখলে সেটা কখনোই কনটেন্ট হবে না।এজন্য টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী।

১০.ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

3.5$

১১.সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

কেউ পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যে ভোট দিলে কিউরেশন রিওয়ার্ড পাবে না।পোস্ট করার ৫ মিনিটের পর এবং ৬ দিন ১২ ঘন্টা এর মধ্যে ভোট দিতে হবে।

১ মিনিট পর ভোট দিলে ২০% পাবো, ৮০% রিওয়ার্ড পুলে যাবে।
২ মিনিট পর ভোট দিলে ৪০% পাবো, ৬০% রিওয়ার্ড পুলে যাবে।
৩ মিনিট পর ভোট দিলে ৬০% পাবো, ৪০% রিওয়ার্ড পুলে যাবে।
৪ মিনিট পর ভোট দিলে ৮০% পাবো, ২০% রিওয়ার্ড পুলে যাবে।
৫ মিনিট পর ভোট দিলে ১০০% পাবো।
লাস্ট বারো ঘন্টায় ভোট করলেও এইভাবে পারসেন্ট অনুসারে কাটা যাবে।

১২.নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

@Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারন আমাদের নিজেদের যদি এসপি কম থাকে তাহলে সেটা দিয়ে আমরা ভোট করলে কিছুই পাবো না। যদি ডেলিগেশন করি সেক্ষেত্রে একটা এমাউন্টের ভোট পাবো। কারণ সবাই মিলে অল্প পরিমাণের অ্যামাউন্ট যদি @Heroism কে ডেলিগেশন করা হয় তাহলে বড় একটা অ্যামাউন্টে পরিণত হয়। সে এমাউন্ট দিয়ে ভোট দিলে আমরা একটা অ্যামাউন্ট এর ভোট পাই।

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 last year 

আপনি প্রতিটি বিষয় গুছিয়ে উপস্থাপন করেছেন এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে লেভেল ৩ এর ক্লাস উপস্থাপন করার জন্য।

 last year 

আপনি লেভেল ০৩ হতে অনেক গুলো বিষয় শিখেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো।আর আপনি সকল প্রশ্নের উত্তর খুবই স্বাবলীল ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

 last year 

প্রথমে আপনার জন্য শুভ কামনা করি আপনি খুব সুন্দর ভাবে পরীক্ষা প্রদান করেছেন আশা করি আপনি খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের মাঝে ভেরিফাইড মেম্বার হিসাবে কাজ করার সুযোগ পাবেন। আপনার প্রশ্নের প্রত্যেকটা আনসার খুব ভালো ছিল। আশা করি প্রতিনিয়ত আমাদের মাঝে পোস্ট শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 87000.16
ETH 3290.95
USDT 1.00
SBD 2.93