আমার বাংলা ব্লগ || আমার পরিচয় by @ahmedsamin ||02/11/2021 ||(10% beneficial to @shy-fox)
আসসালামু আলাইকুম
আশা করি সবাই আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাংলা ব্লগে আমি নতুন তাই নিজের সম্পর্কে কিছু কথা বলে পরিচিত হতে চাই।
আমি আহমেদ ছামিন। বাংলাদেশের সিলেট শহরের ভাদেশ্বর নামক ছোট একটি গ্রামে আমি বাস করি। আমার বাবা একজন রিটায়ার্ড সরকারি চাকরিজীবী এবং মা একজন গৃহিণী। ভাই-বোনদের মধ্যে আমি চতুর্থ। আমি অনার্স ২য় বর্ষের একজন ছাত্র। বয়স ২১ বছর। আমার বড়ভাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আধীনে একজন সরকারি চাকরিজীবী।
নিজের সম্পর্কে কিছু কথাঃ
আমি শান্ত শিষ্ট স্বভাবের একজন মানুষ। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন ধরনের পার্ট-টাইম কাজ করতে পছন্দ করি। তবে আবসর সময়ে মাঝে-মধ্যে গল্প লিখতে পছন্দ করি। এছাড়াও ছোটখাটো আর্ট এবং ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে। আমি প্রকৃতি পছন্দ করি যার কারনে মাঝে-মধ্যে আমি বন্ধুদের নিয়ে ঘুরতে যাই।
আমার তোলা ছবি
আমার গ্রাম নিয়ে কিছু কথাঃ
সিলেট শহরের মধ্যে অবস্থিত গ্রাম ভাদেশ্বর।
রূপবৈচিত্র ভরা এ গ্রামের একদিকে বয়ে চলেছে একটি ছোট নদী যার নাম রাধা কুড়া। স্হানীয়ভাবে মানুষ এটাকে কুড়া নদী বলে ডাকে। একটা গ্রামে যা কিছু থাকার কথা তা সবকিছু দিয়েই এই গ্রাম পরিপূর্ণ। এছাড়াও এ অঞ্চলের মানুষ নম্র এবং ভদ্র। যার কারনে সব মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে। এ গ্রাম দেখতে ছবির মতোই সুন্দর। গ্রামের শিক্ষার হারও তুলনামূলক বেশি। এখানে ৫ টা প্রাথমিক বিদ্যালয়, ২ টা মাদ্রাসা, ১ টা মহিলা মাদ্রাসা, ২ টা হাই-স্কুল রয়েছে। এছাড়াও গ্রামের মধ্য দিয়ে নদী বয়ে চলার কারনে তুলনামূলক আশেপাশের গ্রাম থেকে এখানে ভালো ফসলও উৎপাদন বেশী হয়। এখানে প্রায় কৃষিজীবী এবং চাকরিজীবী উভয় ধরনের মানুষের সংখ্যা বেশী। এছাড়াও এখানে বড় খেলার মাঠ রয়েছে। সিলেটের বিখ্যাত চা বাগান প্রায় সারা বাংলাদেশে জনপ্রিয়। এই গ্রাম থেকে চা বাগান প্রায় ৭৫ কি. মি দূরে অবস্থিত।
গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী
নদীর তীরের গাছ
বিশাল খেলার মাঠ
রেফারেন্সঃ
স্টিমইটে প্রথম @razuahmed ভাই এর মাধ্যমে সূচনা ঘটে। ভাইয়ের উপদেশের মাধ্যমে প্রথম কাজ শুরু করি। যদিও ব্যাক্তিগত কিছু সমস্যার কারনে মাঝখানে কাজ করতে পারিনি। এখন আবার কাজ শুরু করি কিছুদিন ধরে। কয়েকদিন আগে আমার বন্ধু @labibasultana আমার বাংলা ব্লগ সম্পর্কে কথা বলে। যার ফলে আমি এই কমিউনিটি সম্পর্কে ধারনা পাই। তারপর কমিউনিটিতে ভালোভাবে ঘাটাঘাটি করে অনেক ভালো লাগে। কমিউনিটির সবচেয়ে বেশি ভালো যে জিনিটা ভালো লেগেছে তা হল রুল এবং বাংলা ভাষাকে প্রাধান্ন দেয়া। যার ফলে আর কোনো কিছু না দেখে এখানে কাজ করার সিদ্ধান্ত নেই।
সবাই আশা করি ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
আসসালামুআলাইকুম❤️
আমার বাংলা ব্লগে আপনাকে সুস্বাগত।আশাকরি কমিউনিটির সব নিয়ম কানুন মেনে কাজ করবেন।আর আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।
ধন্যবাদ ভাই❤️
আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো
স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে।
আশা করছি নিয়মিত পোস্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন
অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই❤️
স্বাগতম আমার বাংলা ব্লগে আশা করি এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার প্রতিভার বিকাশ ও প্রকাশ করেতে পারবেন। সুন্দর হয়েছে পোষ্টটি আপনার সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি আশা করি ভালো কিছু উপহার দিবেন
আপনাকে ধন্যবাদ❤️
আপনার পরিচয় পর্ব অনেক সুন্দর ছিল। বর্ণনার ধরণ আমার খুব ভালো লেগেছে। আশাকরি কমিউনিটির যেসকল দিকনির্দেশনা আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন।
ধন্যবাদ ভাই❤️
congratulations
Thanks ❤️
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। নিজের তথ্যাদি সম্পর্কে অনেক আলোকপাত করেছেন আপনি। তবে আরো অনেক কিছু তুলে ধরলে আরো ভালো হইতো। বিশেষ করে এই ভাইয়া এখানে বাংলা ছাড়া অন্য কোন ভাষা ব্যবহার করা যাবে না। যাইহোক শুভেচ্ছা নিবেন।
ধন্যবাদ ভাই আমি যথাযথ চেষ্টা করে যাব।
স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে।আপনর সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো আশা করি সকল নিয়ম কানুন মেনে কমিউনিটি কে সামনে আগায় নিয়ে যেতে সাহায্য করবেন
ধন্যবাদ ভাই❤️
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত জানাই।
আপনার পরিচিতি মূলক পোস্টটিতে আপনার পড়াশোনা, ভালোলাগা ও শখ নিয়ে আরো কিছু কথা লিখুন।
আমার বাংলা ব্লগের ডিসকর্ড সার্ভারে যুক্ত হোন। ধন্যবাদ 🙏🏾
হ্যা ভাই জয়েন হয়েছি