চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে কাটানো কিছু মুহূর্ত / শেষ পর্ব
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে কাটানো কিছু মুহূর্তের অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
গত সপ্তাহে আমি আপনাদের মাঝে চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিতে কাটানো কিছু মুহূর্তের দ্বিতীয় পর্ব উপস্থাপন করেছি। আজ শেষ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। বেলা তখন বারোটা বাজে দর্শনার্থীদের উচ্ছে পড়া ভীড়। মানুষের বেশি সমাগমের জন্য আর্ট গ্যালারি ঘুরে ঘুরে দেখতে বেশ কষ্ট হচ্ছে। তারপরেও আর্ট প্রেমিকেরা তাদের পছন্দের আর্ট গুলো বেশ মনোযোগ দিয়ে দেখছে। প্রত্যেকটি পেইন্টিং খুবই চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে দেয়ালে। পেইন্টিং গুলো সৌন্দর্য দেখে দর্শনার্থীরা বেশ মুগ্ধ হচ্ছে। আর্ট গ্যালারি এক পাশে শিল্পীদের মিলন মেলা। অনেক শিল্পী তাদের রং তুলির ছোঁয়াতে অনেক দৃষ্টিনন্দন মন মাতানো পেইন্টিং করেছে।
অনেক দর্শনার্থী শিল্পীদের সাথে দেখা করতে বেশ আগ্রহ প্রকাশ করেছে। দর্শনার্থীরা শিল্পীদের সাথে দেখা করে মতবিনিময় করছে এবং পেইন্টিং সম্পর্কে তাদের মনের অনুভূতি প্রকাশ করছে। শিল্পীরা বেশ আগ্রহ নিয়ে সকল সাথে মতবিনিময় করছে। সকলের সাথে ছবি তুলছে। আমি কয়েকজন শিল্পী সাথে দেখা করেছি তাদের মাঝে একজন শিল্পীর নাম হলো আল মাহমুদুল নিলয়। এই শিল্পীর সাথে কথা বলে বেশ ভালো লাগলো আমার । তার একটি পেইন্টিং আমার খুব ভালো লেগেছে। পেইন্টিং টি জল রং দ দিয়ে গ্ৰাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র উপস্থাপন করা হয়েছে। বেশিরভাগ শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্প এবং চারুকলা অনুষদের শিক্ষার্থী।
আর্ট গ্যালারিতে অনেক রকম পেইন্টিংয়ের সমাহার। কোনটি রেখে কোনটির সৌন্দর্য উপভোগ করবো তা ভেবে পাচ্ছি না। তাই আমি ধীরে ধীরে প্রত্যেকটি পেইন্টিং খুব ভালোভাবে দেখছি । আমার দু তিনটি পেইন্টিং খুবই পছন্দ হয়েছে। তার মাঝে একটি পেইন্টিং এর দাম নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার টাকা। যাওয়ার সময় এতো বেশি টাকা নি নাই। যদি টাকা সাথে নিয়ে আসতাম তাহলে পেইন্টিংটি কিনে বাড়িতে নিয়ে আসতাম। আসলে পেইন্টিংটি সৌন্দর্য সত্যি বেশ দারুন ছিলো। পেইন্টিং টির সৌন্দর্য আমার হৃদয় ছুঁয়ে গেলো। আর্ট গ্যালারিতে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেলো।
আর্ট গ্যালারির পাশে একটি রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবার খেয়েছি সবাই মিলে। রেস্টুরেন্ট কিছুক্ষণ অবস্থান করার পর আবার আর্ট গ্যালারিতে চলে আসলাম। বিকাল হওয়ার সাথে সাথে মানুষের সমাগম আরো বৃদ্ধি পেয়েছে। আর্ট গ্যালারিতে বিভিন্ন পেইন্টিং এর সাথে নিজের ছবি তুলেছি। অনেক শিল্পীদের সাথে কথা বলে তারা কি ভাবে পেইন্টিং করেছে সেই সম্পর্কে জানতে পারলাম। পেইন্টিং করার তাদের আইড়িয়া পেয়ে বেশ ভালো লাগলো। আর্ট গ্যালারি প্রতিটি মুহূর্ত বেশ সুন্দর ভাবে অতিবাহিত করেছি। বৈচিত্র্যময় বাহারি রকমের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো । আর্ট গ্যালারি সময় গুলো বেশ সুন্দর ভাবে উপভোগ করেছি। আসলে এই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
এর আগের পর্বটাও আমি দেখেছিলাম। গত পর্বেও খুব সুন্দর সুন্দর কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আজকেও খুব সুন্দর কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা পেইন্টিং খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম এগুলো দেখে। আপনার মাধ্যমে এগুলো দেখার সুযোগ হলো। ধন্যবাদ আপনাকে।
https://x.com/MdAgim17/status/1827717476786086029?t=UgQfspPtJeTV_dqwKzpFzw&s=19
চট্টগ্রাম ডিসি পার্কের এই আর্ট গ্যালারিটা অনেক বেশি সুন্দর ছিল। অনেক সুন্দর সুন্দর আর্ট দেখেছিলাম ওখানে। আপনি আর্ট গ্যালারিতে কাটানো সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। যেটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিভিন্ন রকম আর্টের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন দেখে আরো ভালো লাগলো।
পেইন্টিং গুলো সৌন্দর্য সত্যি বেশ দারুন ছিলো । ধন্যবাদ আপনাকে ভাই।
ভাইয়া আজ আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।এর আগের পর্বটাও আমি দেখেছিলাম, আগের পর্বে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি করেছিলেন।আজ ও অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।প্রতিটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারিটা দেখতে অনেক সুন্দর।
চট্টগ্রাম ডিসি পার্কে আর্ট গ্যালারির চারপাশের পরিবেশ খুবই চমৎকার ছিলো । ধন্যবাদ আপনাকে আপু।
চট্টগ্রামের ডিসি পার্কে পরিবেশটা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো আমার।
পার্কে গিয়ে বেশ সুন্দর মুহূর্ত পার করেছেন।এধরনের মনোরম পরিবেশে গেলে বেশ ভালো লাগে সবারই।পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।