বৈচিত্র্যময় গোলাপ ফুলের সৌন্দর্য।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় গোলাপ ফুল সম্পর্কে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
লোকেশন
Device :- realme C55
ফুল বা, পুষ্প গাছের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস। আসলে এই পৃথিবীতে কত রকমের ফুল আছে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। আমরা প্রতি নিয়ত অনেক রকমের ফুল দেখে থাকি। কিছু কিছু ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। কিছু ফুল আমরা খুব যত্নে ফুলের টবে বা, ফুল বাগিচায় চাষ করে থাকি আবার কিছু ফুল প্রাকৃতিক ভাবে জন্মে থাকে। আসলে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতিক। ফুটের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ফুলের সৌন্দর্য সবার মন ছুয়ে দেয়। ফুল প্রেমিকদের কাছে ফুল দেখলে কেমন যেন মনের মাঝে অন্যরকম ভালো লাগা অনুভূতি কাজ করে।
গোলাপ আমাদের সকলের খুবই পরিচিত ফুল। গোলাপ সারা পৃথিবীতে পাওয়া যায়। গোলাপের কয়েকশ প্রজাতির মধ্যে কয়েক হাজার জাত রয়েছে। গোলাপ গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য বেশ অসাধারণ। পৃথিবীতে যে কয়েকটি ফুল সবাই নিকট বেশ জনপ্রিয় এবং গ্রহণযোগ্য গোলাপ তার মধ্যে অন্যতম। গোলাপকে ফুলের রানী বলা হয়ে থাকে। গোলাপের সৌরভ এবং সৌন্দর্য বেশ দারুণ। গোলাপের জনপ্রিয়তা সবার চেয়ে উপরে। গোলাপের ডাল পালায় তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপ ফুল অনেক রঙে দেখা যায়।
সাধারণত লাল, সাদা, কালো, হলুদ, গোলাপি, বেগুনি, খয়রি এবং একাধিক মিক্স রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। বশির সময় গোলাপ ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। গোলাপের কুঁড়ির বাহ্যিক দৃশ্য দেখতে খুবই দারুণ। আমাদের দেশে গোলাপ বাণিজ্যিক ভাবে ব্যাপক চাষাবাদ করা হয়ে থাকে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গোলাপের চাহিদা ব্যাপক। যে কোন অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি জন্য গোলাপ ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া পরস্পরের মাঝে ভালোবাসা এবং আন্তরিকতা প্রদানের জন্য গোলাপ আদান প্রদান করা হয়।
গোলাপকে শান্তি এবং ভালোবাসার প্রতিক হিসেবে আখ্যায়িত করা হয়। গোলাপ শীতকাল এবং গ্রীষ্মকালে বেশি ফুটে থাকে। গোলাপ ফুলের ব্যবহার অনেক গোলাপ ফুল দিয়ে বিভিন্ন রূপচর্চার প্রসাধনী এবং সুগন্ধি বা,পারফিউম তৈরি করা হয়। তাছাড়া বিভিন্ন ধরনের খাবার তৈরিতে গোলাপ জল ব্যবহার করা হয়ে থাকে। গোলাপের পারফিউম বেশ অসাধারণ। গোলাপ ফুলের ভেষজ গুণাবলী অনেক। মানবদেহের বিভিন্ন রোগ প্রতিরোধে গোলাপ বেশ কার্যকরী ভূমিকা পালন করে। গোলাপের সৌরভে মন ছুঁয়ে যায়।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ঠিক বলেছেন ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর এই সৌন্দর্যের প্রতীকের রানী বলা হয় গোলাপ ফুলকে। আপনার গোলাপ ফুলের প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি দুটির গোলাপ ফুলকে অনেক সুন্দর লাগছে দেখতে। শিশির জমে থাকা অবস্থায় ফটোগ্রাফি করেছেন। যার কারণে আকর্ষণীয় লাগছে। হলুদ গোলাপের ফটোগ্রাফি টিও সুন্দর হয়েছে।
আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
https://twitter.com/MdAgim17/status/1775414930562556323?t=C-Ivs-6ddwxCfa65IN4dEg&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফুল দারুন লাগছে। আর ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো নেই কারণ ফুল হচ্ছে পবিত্র জিনিস যে কেউ দেখলেই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
গোলাপ ফুলের সৌন্দর্য আপনার পোস্ট এর মধ্যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক নজরে অনেক ফুল দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম ভাই। মনে হচ্ছে আমি যেনো এক ফুলের বাগানে ঢুকে পরেছি। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন। হলুদ রঙের গোলাপ টি বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
হলুদ রঙের গোলাপ ফুল আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।
বাহ্ আপনি তো বেশ চমৎকার চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। এতো সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম ভাই। সব গুলো ফটোগ্রাফি জাস্ট দেখার মত ছিল ভাই। আপনি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ননা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া ফটোগ্রাফি গুলো একেকটা মাখন। কুয়াশায় ভেজা সাদা গোলাপ ও লাল গোলাপটা জাষ্ট অসাধারন। লাল গোলাপটা কলিজার টুকরার মত লাগে। এছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
এত চমৎকার প্রশংসা করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলে গোলাপের রুপ সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে গোলাপ আমি অনেক বেশি পছন্দ করি। আর এই গোলাপের মধ্যেই ২৬৩ জাতের গোলাপ রয়েছে। তার মাঝে কিছু জাতের ফটোগ্রাফি আজকে তোমার এই পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম ধন্যবাদ।
জি ভাই, গোলাপের সৌরভ এবং সৌন্দর্য বেশ অসাধারণ ধন্যবাদ আপনাকে ভাইয়া।
গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্যময় সমাহার আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে গোলাপ ফুলের বিভিন্ন জাত রয়েছে। আর আপনি আজকে অনেকগুলো জাতের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।
এত অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ফুল আমার খুবই প্রিয় একটি জিনিস। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে দুনিয়াতে। আজকে আপনি আমাদের মাঝে ফুলের ফটোগ্রাফি করে দেখিয়েছেন দেখে বেশ ভালো লেগেছে আমার। আর এদিকে গোলাপ ফুলের বিভিন্ন রূপ দেখে সত্যিই মন জুড়িয়ে গেছে।
জি ভাই, আসলে সবাই ফুল বেশ পছন্দ করে থাকে । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
বাহ দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া এত সুন্দর সুন্দর বৈচিত্র্যময় গোলাপ ফুলের ফটোগ্রাফি। বিশেষ করে কুয়াশা ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সত্যিই আপনার ফটোগ্রাফির কোন তুলনা হয় না। দিন দিন আপনার ফটোগ্রাফির মাত্রা এত সুন্দর হচ্ছে রহস্য জানতে ইচ্ছে করতেছে ভাইয়া। প্রতিটি ফুলের ফটোগ্রাফির প্রশংসা না করেই পারছিনা। অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।
ফুলের ফটোগ্রাফি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।