You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪০৩ | সাপের চোখ থাকতে অন্ধ আর জোঁকের চোখ তো বন্ধ, তবুও এরা খতরনাক কেন?
সাপের চোখ থাকতে অন্ধ আর জোঁকের চোখ তো বন্ধ এই লাইনটি সমাজে সম্পূর্ণ কুসংস্কার এবং অবাস্তবের উপর ভিত্তি করে প্রচলিত। কারণ সাপের চোখ অন্ধ হয় না। আর সাধারণত জোঁকের চোখ রয়েছে তবে তা স্বাভাবিক ভাবে দেখা যায় না। কোন প্রাণী তার শুধু বাহিক গঠনের উপর নির্ভর করে তাদের শক্তিমত্তা বা, কার্যকলাপ চালায় না। প্রত্যেক প্রাণী তাদের বিশেষ প্রজাতি এবং দৈহিক গঠনের উপর নির্ভর করে হিংস্র অথবা ভয়ানক বা, শান্ত স্বভাবের হয়ে থাকে। এই জন্য সাপ আর জোঁক বেশ খতরনাক। আসলে প্রত্যেকের প্রজাতির প্রাণীর মধ্যে কিছু খতরনাক প্রজাতি বিদ্যমান থাকে।