আমার তোলা কয়েকটি ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, আমার তোলা কয়েকটি ফুলের আলোকচিত্র। সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1671630525804.jpg


গোলাপ ফুলের আলোকচিত্র

IMG_20220125_142115.jpg

IMG_20220125_141938.jpg

source
Device :- Redmi note 7

গোলাপকে ফুলের রানী বলা হয়ে থাকে। আসলে পৃথিবীতে কত রকমের গোলাপ রয়েছে তা বলা বাহুল্য। এই পৃথিবীতে যে কয়টি ফুল সকলের নিকট বেশি গ্রহণযোগ্য ও জনপ্রিয় গোলাপ তার মধ্যে অন্যতম ‌। পৃথিবীর সর্বত্রই গোলাপ ফুল পাওয়া যায়। গোলাপের ব্যবহার অনেক ভেষজ এবং প্রসাধনী কাজে গোলাপ ব্যবহার করা হয়। বহুবর্ষজীবী গাছের অন্তর্গত গোলাপ ফুল গাছ।

শসা ফুলের আলোকচিত্র

IMG_20220126_114310_1.jpg

IMG_20220126_114350.jpg

source
Device :- Redmi note 7


শসা আমাদের নিকট অতি পরিচিত এবং বেশ জনপ্রিয় সবজি বা, ফল। সাধারণত সালাত হিসাবে শসা ব্যবহার করা হয়। এইটি কাঁচা খেতে খুব পছন্দ করে সবাই। শসাকে আঞ্চলিক ভাষায় মালপালা বলা হয়। শীতকালে বেশি উৎপাদন করা হয়। শসা কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। শশা ফুল দেখতে বেশ সুন্দর। সাধারণত পাঁচ পাপড়ি হলুদ রঙের ফুলগুলো দেখতে বেশ চমৎকার।

বুনো ফুলের আলোকচিত্র

IMG_20221221_194028.jpg

source
Device :- Redmi note 7

এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর গ্রাম অঞ্চলের সর্বত্র এই ফুল গুলো দেখা যায়। এই ফুল গুলো সাধারণত বুনো ফুল হিসেবে সবাই নিকট পরিচিত। এই ফুল অনেক ছোট দেখতে বেশ সুন্দর। ফুলের সৌন্দর্যতার কারণে ছোট ছেলে মেয়েরা এই বুনো ফুলগুলো দিয়ে খেলা করে। সাধারণত শীতকালে এই ফুল গুলো বেশি দেখা যায়।

সরিষা ফুলের আলোকচিত্র

IMG_20221221_194543.jpg

source
Device :- Redmi note 7

ফুলগুলো দেখে আমরা অবশ্যই সবাই চিনে গেছি। ফুলগুলো হচ্ছে সরিষার ফুল শীতকালে সরিষা ফুলের সৌন্দর্যতা সবাই মুগ্ধ হয়। শীতের সকালে শিশির বিন্দুর ফোটার অপরূপ সৌন্দর্য সরিষা ফুলের সৌন্দর্য আরো কয়েক গুণে বাড়িয়ে দেয়। মাঠের পর মাঠ যখন সরিষা ফুল ফুটে থাকে তখন চারদিকে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। সরিষা ফুলের সুবাস এত সৌন্দর্যতা হৃদয় ছুঁয়ে দেয়।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9X9Qbc8mqzZ9BjCKRDeYWY8tC8UrZePeyq2MncuhdkoHSemRNdwHDRWZUb2YyJWQ4KUwDGn4vLrTKEXeZGKjyUn1FWm (1).gif

ppmw4FvW2DDmGSiwmh2jDqexvQA2qTsMf7nGoN1AUmAAQ58R244deFngFpD9vjaMrfiSimZP24FwTs6exBye8zrMbxy5TBxLSxehMg2yysco76Q5Ynvz5dieod364MZ2bmvfRJ2UjZo3mCHaSdimVYEqPMs7N5FUZa3wtXAHG6qBhgqRU3t9N2sgBreZ2yD7sGxhWBfb6PeY5P2BtDHSUnphNFxrgT9FWCbUz.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaWuJriC1dwvP3MH6BQsuw5DmpRMdgkQT6aXuDWykkNVHvPKh4iVdtxSwphoj3XvhXfawWbRX9B2hghLYPvMPbkJ.jpeg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে শসা ফুলে ফটোগ্রাফি এবং সরিষার ফটোগ্রাফি দারুন লেগেছে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি এত সুন্দর করে শসা ফুলের এবং সরিষা ফুলের ফটোগ্রাফি নিয়েছেন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।আমাদের চারপাশে এমন কিছু ফুল দেখা যায় যা আমরা তেমন গুরুত্ব দিই না কিন্তু ফটোগ্রাফির মাধ্যমে বোঝা যায় এই ফুলের সৌন্দর্য কতটা।আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে শসা ফুলের আলোকচিত্রটা আর সরিষা ফুলের আলোকচিত্রটা নাম্বার ওয়ান হয়েছে। সব মিলিয়ে অনেক ‍সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 
খুব সুন্দর কিছু ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। ছবিগুলো ভালো লাগছে দেখতে। শসা ফুল আমি দেখিনি আজ আপনার পোস্টের মাধ্যমে দেখা হলো। বন্য ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয় । ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 

আপনি খুব চমৎকারভাবে কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। গোলাপ ফুল এবং সরিষা ফুলগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি পৃথিবীতে গোলাপ ফুল কত রকমের আছে তা সঠিকভাবে কেউ বলতে পারবেনা। আর গোলাপ ফুলকে সকল ফুলের রানী বলা হয়। সুন্দর করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই কমিউনিটিতে অনেকেই দেখি এরকম রেনডম ফুলের ফটোগ্রাফি করেন।আর প্রত্যেকের ফটোগ্রাফি অসাধারণ হয়। আপনিও তার থেকে পিছিয়ে পড়েন নি।আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে সরষে ফুল দেখে তো আমার লোভ হচ্ছে।মনে হচ্ছে এক্ষুনি নিয়ে এসে বড়া ভেজে খেয়ে নি।হাহাহাহা মজা করলাম।সুন্দর প্রত্যেকটা ফুলই। কিন্তু তার মাঝেও আমার সবচেয়ে ভালো লেগেছে বুনো ফুলটি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63