DIY-এসো নিজে করি:৷ রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি জামা তৈরি /১০% প্রিয় 💞 @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি জামা তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20220219_214710.jpg

IMG_20220219_214737.jpg

কাগজের তৈরি সুন্দর একটি জামা

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20220219_224113.jpg

১ - রঙ্গিন কাগজ
২ - পেন্সিল কম্পাস
৩ - গাম
৪ - কাঁচি
৫ - স্কেল
৬ - পুঁথি ইত্যাদি।

আমি কিভাবে তৈরি করেছি তার বিবরণ :-

ধাপ :- ১

আজকে আমি কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করার চিন্তা ভাবনা করছি। পরে আমি এই জামাটি তৈরি করার জন্য বসে গেলাম। যাবতীয় উপকরণ হাতের কাছে নিলাম।

IMG_20220219_192345.jpg

IMG_20220219_192352.jpg

আমি প্রথমে একটি রঙিন কাগজ নিলাম। তারপর রঙিন কাগজ টি দৈর্ঘ্য এবং প্রস্থ ৯ সেন্টিমিটার পরিমাণে কেটে নিলাম।

IMG_20220219_192435.jpg

তারপর কাগজটির মাঝখান বরাবর একটি ভাঁজ দিলাম।

IMG_20220219_192729.jpg

IMG_20220219_230109.jpg

কাগজটির দুই পাশে দুটি ভাঁজ দিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20220219_193011.jpg

IMG_20220219_230447.jpg

IMG_20220219_193447.jpg

পর্যায় ক্রমে ভাঁজ করে কাগজ টিকে এই পর্যন্ত নিয়ে আসি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20220219_193559 (1).jpg

IMG_20220219_193628_1.jpg

IMG_20220219_231104.jpg

ভাঁজ দেওয়ার পর কাগজের যে বাড়তি অংশ বাইরের দিকে রয়েছে তা কাঁচি দিয়ে কাটিয়ে ফেলি।

↘️ধাপ :- ৪↙️

IMG_20220219_193800.jpg

IMG_20220219_193823.jpg

IMG_20220219_194136.jpg

আমি এভাবে ভাঁজ দিয়ে জামাটির উপর অংশ তৈরি করি।

↘️ধাপ :- ৫↙️

এখন আমি জামার নিচের অংশ তৈরি করব।

IMG_20220219_194557_1.jpg

আমি রঙ্গিন কাগজের উপর পেন্সিল কম্পাস দিয়ে ১০ সেন্টিমিটার একটি বৃত্ত তৈরি করি।

IMG_20220219_194959.jpg

IMG_20220219_195131.jpg

ঐ বৃত্তের রেখা বরাবর আমি কাঁচি দিয়ে কেটে কাগজ টিকে গোল করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20220219_195308.jpg

IMG_20220219_200058.jpg

বৃত্তটির মাঝখানে একটি ভাঁজ দিলাম। এবং তার দুই পাশে আরও দুইটি ভাঁজ দিলাম।

IMG_20220219_233052.jpg

আমি এভাবে চারটি কাগজ তৈরি করি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20220219_200803.jpg

এখন আমি কাগজের নিচের অংশে এক পাশে গাম লাগিয়ে নিলাম। এভাবে আমি তিনটি কাগজের মধ্যে গাম লাগিয়ে নিয়েছি।

IMG_20220219_233613.jpg

এখন আমি এভাবে কাগজগুলো একটির সাথে অন্যটিকে লাগিয়ে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20220219_201631.jpg

IMG_20220219_202026.jpg

এখন আমি জামার উপরের অংশের সাথে নিচের অংশ গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20220219_202441.jpg

আমি জামাটির মাঝখান বরাবর কমলা কালারের একটি ফিতা লাগিয়ে দিলাম।

IMG_20220219_212740.jpg

এই পর্যায়ে আমি জামাটির বাহুর অংশে দুটি ফিতা লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ১০↙️

জামাটির সৌন্দর্য বৃদ্ধির জন্য জামার কমলা কালারের ফিতার উপর গাম দিয়ে পুঁতি বসিয়ে দিলাম।

↘️সর্বশেষ ধাপ↙️ :-

IMG_20220219_235954.jpg

জামার নিচের অংশে পাঁচটি পুতি গাম দিয়ে লাগিয়ে নিলাম। আমার কাঙ্খিত জামা তৈরি হয়ে গেছে আশা করি আর কোন কাজ বাকি নেই। এভাবে আমি জামা তৈরীর কাজ সম্পন্ন করি।

এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG_20220219_214710.jpg

IMG_20220219_214737.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীডাই
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে । আমি এই ধরনের কাগজের তৈরি বিভিন্ন জিনিস পত্র আপনাদের মাঝে উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

বাহ ভাইয়া কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি জামা তৈরি করেছেন ।আমার কাছে তো আপনার জামাটি খুবই ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের একটি জামা ।দেখে বোঝা যাচ্ছে না যে আপনি এটি রঙিন কাগজ দিয়ে বানিয়েছেন ।জামাটির কালারটিও খুব সুন্দর হয়েছে।সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজের খুব সুন্দর একটি জামা আপনি তৈরি করেছেন ভাই আমার তো খুবই ভালো লেগেছে। জামাটি একটা পার্টি ড্রেস হয়েছে খুব সুন্দর করে প্রতিটি ভাঁজে ভাঁজে ভাঁজ দিয়ে জামা তৈরি করলেন দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মনের অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে জামা সত্যি অনেক সুন্দর হয়েছে। কাগজ দিয়ে এতো সুন্দর একটি জামা বানিয়েছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার সৃজনীশক্তি অনেক প্রখর যার মাধ্যমে এমন একটি আইডিয়া আপনি নিয়ে আসছেন। এত সুন্দর একটি জামা তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কমেন্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপনি আজকে চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি জামা তৈরি করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

এত সুন্দর আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি জামা তৈরি করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে বিশেষ করে জামার কালার টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের ধারা প্রমাণিত হলো ।আপনার রঙিন কাগজ দিয়ে একটি জামা তৈরি দৃশ্য সত্যিই আমাকে অবাক করে দিয়েছে ।এত সুন্দর হয়েছে তৈরি একটি বাস্তবিক কোন জামার দৃশ্য দেখতে পেলাম। এত সুন্দর করে তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি জামা তৈরি করেছেন । তবে জামাটি মাঝে মাঝে পুঁথিগুলো দিয়ে আরো সুন্দর লাগতেছে । জামাটি তৈরি ধাপগুলো কোন সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর একটি জামা নিজের হাতে তৈরি করে সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ অনবরত নিত্য নতুন কাজ, রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি জামা তৈরি করেছেন আপনি।আর খুব সুন্দর ভাবে স্টেপগুলো আমাদের সাথে তুলে ধরেছেন। যাতে করে যে কেউ দেখে আবার পুনরায় সেম কফি বানাতে পারবে।অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে আপনার জন্য সব সময় ।

 2 years ago 

আমার পোস্টটি দেখে এত সুন্দর ভাবে আপনার মনের অনুভূতি প্রকাশ করে উৎসাহ উদ্দীপনার দেওয়ার জন্য ।আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

 2 years ago 

ভাইয়া,আপনি খুব সুন্দর একটি জামা বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে।জামার ডিজাইনটা খুবই চমৎকার। তারপর আবার পুতি লাগানো হয়েছে।আসলেই অনেক ভালো হয়েছে। জামাটা।কালারটাও অসাধারন।এভাবে কাপর দিয়ে ছোট বাচ্চাদের ড্রেস বানালে খুব সুন্দর লাগবে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি জামা তৈরি করলেন আপনি। দেখে তো মনে হচ্ছে যেন সত্যিকারে জামার মতই দেখাচ্ছে। আপনি খুবই চমৎকার ভাবে এই জামাটা তৈরি করে আমাদের সাথে ভাগ করে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা টা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44