কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ11 months ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1704288479063.jpg

জবা ফুলের আলোকচিত্র

IMG20230802101452.jpg

IMG20230802101535 (1).jpg
লোকেশন
Device :- realme C55

জবা ফুল আমাদের সকলের বেশ পরিচিত। জবা ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। বসতবাড়ির আঙিনায়, রাস্তায় দুই পাশে জবা ফুল দেখতে পাওয়া যায়। জবা ফুল অনেক জাতের রয়েছে। জাত ভেদে জবা ফুলের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। জবা ফুল লাল, খয়রি, সাদা, হলুদ, গোলাপি ইত্যাদি রঙ্গের দেখতে পাওয়া যায়। জবা ফুলের ভেষজ গুণাবলী রয়েছে।

গোলাপ ফুলের আলোকচিত্র

IMG20230802100615.jpg

IMG20230802100911.jpg

লোকেশন
Device :- realme C55

গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য বেশ অসাধারণ। গোলাপ ফুল আমাদের সকলের কাছে বেশ জনপ্রিয়। পৃথিবীতে যে কয়টি ফুলের সবার নিকট অধিক জনপ্রিয় এবং গ্রহণযোগ্যতা রয়েছে তার মধ্যে গোলাপ অন্যতম। গোলাপ ফুলের কয়েকশো প্রজাতির মধ্যে কয়েকশো জাত রয়েছে। গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে দেয়। গোলাপ ফুল অনেক রঙের হয়ে থাকে। আমাদের দেশে গোলাপ ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়।

নয়ন তারা ফুলের আলোকচিত্র

IMG20230802104813.jpg

IMG20230908111625.jpg

লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো আমাদের সকলের পরিচিত। ফুলগুলো নাম হচ্ছে নয়নতারা ফুল। নয়ন তারা ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। ফুল গুলো গোলাপি সাদা রঙ্গের হয়ে থাকে। নয়ন তারা বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুল গুলো দেখতে খুবই সুন্দর।

ফুলের আলোকচিত্র

IMG20230801112903.jpg

লোকেশন
Device :- realme C55

মাধবীলতা ফুল দেখতে খুবই সুন্দর। মাধবীলতা ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ অসাধারণ। মাধবীলতা লতা ফুল লাল এবং সাদা রঙের হয়ে থাকে। সাদা রঙের মাধবীলতা ফুল পাঁচ পাপড়ির হয়ে থাকে ‌। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট বেশ জনপ্রিয়। মাধবীলতা ফুল গ্রীষ্মকালে ফুটে থাকে।

কানাই ঘাস ফুলের আলোকচিত্র

IMG20230927093234.jpg

IMG_20240103_203523.jpg

লোকেশন
Device :- realme C55

কানাই ঘাস ফুলের আলোকচিত্র দেখে নিশ্চয় আপনাদের বেশ ভালো লাগছে। এই ফুলগুলো বুনো ফুল হিসেবে অনেকের কাছে বেশ পরিচিত। নীল রংয়ের ফুলগুলো দেখতে বেশ সুন্দর। গ্রাম অঞ্চলে এই ফুলগুলো সর্বত্র দেখতে পাওয়া যায়। ফুলের নান্দনিক সৌন্দর্য বেশ দারুণ।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 11 months ago 

আসলে ফুলকে আমরা সকলেই খুব ভালবাসি ভাই । আর আপনি আজকে বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনি আসলেই অনেক ভালো একজন ফটোগ্রাফার,সেটা আপনার জবা ফুলের ফটোগ্রাফি আর কানাই ঘাস ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে।

 11 months ago 

ফুলের ফটোগ্রাফি দেখে এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

দেখেই মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো। আপনি এতই সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলো করেন। সত্যি দেখেই অনেক ভালো লাগে। বিশেষ করে ফুলের মধ্যে পানি থাকার কারণে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ভালো লাগলো।

 11 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপনার আজকের শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি দেখার সুযোগ হলো আপনার এই ফটোগ্রাফি মূলক পোস্টের মাধ্যমে। শেয়ার করা সব গুলো ফটোগ্রাফি এর মধ্যে কানাই ঘাস ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশ ভালো লেগেছে।

 11 months ago 

কানাই ঘাস ফুলের ফটোগ্রাফি দেখে আপনার খুব ভালো লাগলো জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বাহ্ অসাধারণ ফটোগ্রাফি করছেন আজকে আপনি।আপনার ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব গুলো ফটোগ্রাফি জাস্ট দেখার মত। সব গুলো ফটোগ্রাফি সুন্দর ভাবে ফুটে তুলছেন।ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট টি উপস্থাপন করার জন্য।

 11 months ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

সম্পূর্ণরূপে মুগ্ধ হয়ে গেলাম আপনার তোলা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ বিভিন্ন রঙের রঙ্গিন ফুল গুলোর ফটোগ্রাফি দেখে। প্রত্যেকটি ফটোগ্রাফির সুন্দর বর্ণনা দিয়েছেন আপনি। দুর্দান্ত একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

ফুলের ফটোগ্রাফি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপনি সব সময় সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেন ভাইয়া।আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি সুন্দর বর্ননা করেছেন।আমার কাছে সবগুলো ফটোগ্রাফি দারুন লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 11 months ago 

ভাই আপনার পোস্ট করার ধরন দেখে মনে হচ্ছে আপনি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসেন। সত্যি কথা বলতে আপনার ফুলের আলোকচিত্র গুলো আমাকে মুগ্ধ করেছে। আমার একদম বেশি মুগ্ধ করেছে জবা ফুল আর গোলাপ ফুল ধন্যবাদ আপনাকে এত দৃষ্টিনন্দন ফুলের আলোকচিত্র শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে ভাই আমি যে কোন ফটোগ্রাফি করতে খুব খুব বেশি ভালোবাসি। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 11 months ago 

ভালো লাগার মত অনেকগুলো ফুলের ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি তো সেই ছিল। পাশাপাশি রয়েছে নয়নতারা মাধবীলতা গোলাপ ফুল মেঠ কেংরা ফুল।

 11 months ago 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

বাহ! বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তো আপনি। সবগুলো ফটোগ্রাফির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই৷ কোন ফটোগ্রাফি ছেড়ে কোন ফটোগ্রাফির দিকে তাকাবো তাই ভেবে পাচ্ছি না৷ সবগুলো ফটোগ্রাফির মধ্যে শেষের দিকে আপনি যে বুনো ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার একটু বেশি ভালো লেগেছে৷

 11 months ago 

এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96550.85
ETH 3695.88
SBD 4.09