কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ3 months ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000043999.jpg

গোলাপ ফুলের আলোকচিত্র

IMG20231122090853.jpg

IMG20231122090423.jpg
লোকেশন
Device :- realme C55

গোলাপ ফুল আমাদের সকলের বেশ পরিচিত। গোলাপ ফুলের সৌরভ এবং সৌন্দর্য সত্যি বেশ দারুণ। গোলাপ ফুলের কয়েকশো প্রজাতির মধ্যে বেশ কিছু জাত রয়েছে। গোলাপ ফুল অনেক রঙের হয়ে থাকে। সাধারণত গোলাপ ফুল লাল, সাদা, কালো, হলুদ, গোলাপি, এবং মিক্স রঙের দেখতে পাওয়া যায়। গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়। গোলাপ ফুলের ডালে তীক্ষ্ন কাঁটা সজ্জিত থাকে। গোলাপ ফুলের ব্যবহার অনেক।

গাঁদা ফুলের আলোকচিত্র

IMG20240116110359.jpg

IMG20240116110217.jpg
লোকেশন
Device :- realme C55

গাঁদা ফুল আমাদের সকলের খুবই অতি পরিচিত ফুল। এই ফুল গুলোকে গন্ধা বা, গেন্ধা বলে থাকে। আমাদের সকলের বাসা বাড়িতে কম বেশি গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। শীতকালীন ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম। গাঁদা ফুল সাধারণত হলুদ এবং খয়রি রংয়ের হয়ে থাকে। আমাদের দেশে বাণিজ্যিক ভাবে গাঁদা ফুল চাষ করা হয়ে থাকে। বিভিন্ন উৎসব অনুষ্ঠান, গৃহসজ্জায় এবং পূজাতে গাঁদা ফুল ব্যবহার করা হয়। বাগানের শোভা বর্ধনের জন্য গাঁদা ফুল ব্যাপক জনপ্রিয় সবার নিকট।

ধনিয়া ফুলের আলোকচিত্র

IMG20240114150922.jpg

IMG20240114150937.jpg
লোকেশন
Device :- realme C55

ধনিয়ার বীজ মসলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ধনিয়া পাতা সুগন্ধির জন্য খাবারে ব্যবহার করা হয়। ধনিয়া সাধারণত শীতকালে বেশি উৎপাদন করা হয়ে থাকে। ধনিয়ার পাতা ছোট, সবুজ রঙের হয়ে থাকে। ধনিয়ার ছোট ছোট থোকায় থোকায় সাদা ফুল ফোটে থাকে। ধনিয়ার অনেক পুষ্টিগুণ রয়েছে। মানবের জন্য ধনিয়া বেশ উপকারী। ধনিয়া ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুল গুলো নান্দনিক সৌন্দর্য বেশ দারুন।

কলমি ফুলের আলোকচিত্র

IMG20240114143839.jpg

IMG20240114150641.jpg

লোকেশন
Device :- realme C55

কলমি ফুল চিনে না এমন মানুষ পাওয়া যায় না। গ্রাম অঞ্চলের সর্বত্র কলমি ফুল দেখতে পাওয়া যায়। কলমি জলে এবং স্থলে উভয় জায়গায় জন্মে। কলমি চাষ করা হয়ে থাকে। তবে কিছু কলমি প্রাকৃতিকভাবে জন্মে থাকে। কলমি পানিতে অতি দ্রুত বৃদ্ধি পায়। কলমি শাক ভাজি করে খাওয়া হয়। তাছাড়া কলমি শাক দিয়ে বেশ মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করা হয়ে থাকে। কলমি ফুল দেখতে খুবই সুন্দর। ফুল গুলো লাল এবং হালকা গোলাপি রঙের হয়ে থাকে। একসাথে যখন অনেকগুলো কলমি ফুল ফুটে থাকে তখন দেখতে খুবই সুন্দর লাগে।

ধুন্দুল ফুলের আলোকচিত্র

IMG20231121081928.jpg

IMG20231121075537.jpg
লোকেশন
Device :- realme C55

ধুন্দুল আমাদের সকলের খুবই পরিচিত সবজি। গ্রীষ্মকালীন সবজির মধ্যে ধুন্দুল অন্যতম। ধুন্দুল খেতে সবাই অনেকে বেশ পছন্দ করে থাকে। বিশেষ করে ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে বেশ মজাদার হয়ে থাকে। তাছাড়া ধুন্দুল দিয়ে নানা রকম সুস্বাদু রেসিপি তৈরি করা হয়ে থাকে। ধুন্দুল ফুল হলুদ রঙ্গের হয়ে থাকে। পাঁচ পাপড়ি বৈশিষ্ট্য হলুদ রঙের ধুন্দুল ফুল দেখতে খুবই সুন্দর লাগে।

শ্বেতকাঞ্চন ফুলের আলোকচিত্র

IMG20240726163953 (3).jpg

IMG20240726163947.jpg

লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো হচ্ছে শ্বেতকাঞ্চন ফুল। শ্বেতকাঞ্চন ফুলের সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। সাদা পাপড়ির ফুলগুলো সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সবাই। আসলে সাদা রং হচ্ছে শান্তি এবং সহানুভূতির প্রতীক। এই ফুল গুলো পাপড়ির গঠন নান্দনিকতা বেশ অসাধারণ। শ্বেতকাঞ্চন ফুল দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুল গুলো বসন্ত এবং শরৎ কালে ফুটে থাকে ।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 months ago 

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালো। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কলমি ফুল এবং ধনিয়া ফুলের ফটোগ্রাফিও দারুন ছিল। সবশেষে শ্বেত কাঞ্চন ফুল গুলো খুব চমৎকার লাগছে দেখতে। সব মিলিয়ে বেশ মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।

 3 months ago 

শ্বেত কাঞ্চন ফুল আপনার কাছে ভালো লাগেছে জেনে বেশ খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

সকাল সকাল অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক দক্ষ হাতে ফটোগ্রাফি গুলো করেছিলেন। আপনার সব ফটোগ্রাফি গুলি অনেক সুন্দর ছিল। তার মধ্যে পিংক কালারের গোলাপ ফুল এবং গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ, এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 months ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 3 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। দারুন ছিল ফটোগ্রাফি গুলো।

 3 months ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন৷ আজকেও বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ সবগুলো ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে৷ এর মধ্যে প্রথমে আপনি যে গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷ একেবারে দক্ষতার সাথে আপনি এই ফটোগ্রাফি শেয়ার করেছেন৷

 3 months ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি ফটোগ্রাফি করতে এবং দেখতে অনেক পছন্দ করি। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে একটু বেশি ভালো লাগে। আজকে এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট মুগ্ধ হলাম। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। আর একেবারে শেষে থাকা সাদা ফুলটার ফটোগ্রাফিও খুব সুন্দর লেগেছে।

 3 months ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে, এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

ওয়াও ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম ভাই। এতো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই। বিশেষ করে গোলাপ ফুল এবং কলমি ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

এতো সুন্দর প্রশংসা করার জন্য ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 months ago 

বাহ আপনি তো দেখছি চমৎকার ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলেন।অনেকদিন হচ্ছে ফুলের ফটোগ্রাফি গুলো দেখি না। আজকে প্রথম দিন আপনি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিলেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।

 3 months ago 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।দুটো গোলাপ ফুলই দারুণ দেখতে হয়েছে। আর গাঁদা ফুলগুলো আগে একসময় সবার বাড়ির আঙিনায় দেখা যেত।এখনও বিভিন্ন জায়গায় দেখা যায়। শ্বেতকাঞ্চন ফুলের নাম আজই জানলাম,আগে দেখলেও নাম জানা ছিল না।

 3 months ago 

শ্বেতকাঞ্চন ফুলের নাম জেনেছেন জেনে বেশ খুশি হলাম ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68487.80
ETH 2454.84
USDT 1.00
SBD 2.61