কিছু রেনডম ফটোগ্রাফি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজও এসে
হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু রেনডম ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
আসুন শুরু করি
সন্ধ্যার পূর্ব মুহূর্তের প্রকৃতির আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- Redmi note 7
- বিকাল বেলা প্রকৃতির পরিবেশ খুবই চমৎকার থাকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগের অন্যতম সময় হলো বিকেল বেলা। দুপুরের পর থেকে সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত চমৎকার ভাবে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। সাধারণত আকাশ নীল রঙের হয়ে থাকে। তবে সন্ধ্যায় পূর্ব মুহুর্তে মাঝে মধ্যে আকাশ বেগুনি, হলুদ এবং লালচে বর্ণ ধারণ করে। সূর্য অস্ত যাওয়ার পর অন্ধকার ঘনিয়ে আসার ঠিক পূর্ব মুহূর্তে এরকম দৃশ্য দেখা যায়। প্রকৃতির এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আকাশ বিভিন্ন রঙ ধারণ করায় দেখতে খুবই চমৎকার লাগে। বাহিরে থাকলে মাঝে মধ্যে এরকম চমৎকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।
আর্টিফিশিয়ালি ফুলের আলোকচিত্র |
---|
ফুল সৌন্দর্যের প্রতীক। আসলে ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ফুলের সৌন্দর্য এবং সৌরভ মানুষকে মুগ্ধ করে। যে কোন অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়। ফুলের ব্যবহার সর্বাধিক। এই ফুল গুলো হচ্ছে আর্টিফিশিয়ারি ফুল। অর্থাৎ প্লাস্টিকের কৃত্রিম ফুল। যদিও এই ফুল গুলো বাস্তব ফুল নয় তবে ফুল গুলো দেখতে খুবই সুন্দর। অফিস বা বাসার সৌন্দর্য বর্ধনের জন্য আর্টিফিশিয়ালি ফুল গুলো ব্যবহার করা হয়ে থাকে। অফিস বা, বাসায় ফুল গুলো সুন্দর করে সাজিয়ে রাখলে রুমের সৌন্দর্য বৃদ্ধি পায়। সৌন্দর্য বর্ধনের জন্য আর্টিফিশিয়ালি ফুলের ব্যবহার সর্বাধিক। বিভিন্ন রঙের প্লাস্টিকের ফুল দেখতে খুবই সুন্দর।
লোকেশন
Device :- Redmi note 7
নয়ন তারা ফুলের আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- Redmi note 7
নয়নতারা ফুল আমাদের সকলের অতি পরিচিত ফুল। নয়ন তারা ফুল আমাদের দেশে সর্বত্র দেখা যায়। নয়ন তারা ফুলের বিভিন্ন জাত রয়েছে। নয়নতারা ফুলের সৌন্দর্যের জন্য সবার কাছে ব্যাপক পরিচিত। নয়নতারা ফুল সাধারণত গোলাপী, লালচে এবং সাদা রংয়ের হয়ে থাকে। গোলাপি রঙের নয়ন তারা ফুল সবচেয়ে বেশি দেখা যায়। পাঁচ পাপড়ি বৈশিষ্ট্য নয়ন তারা ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুলের ভেষজ গুণাবলী অনেক। বহুমূত্র এবং উচ্চ রক্ত চাপ বৃদ্ধির জন্য নয়ন তারা ফুলের রস ব্যবহার করা হয়ে থাকে।
গরু ঘাস খাওয়া দৃশ্য |
---|
লোকেশন
Device :- Redmi note 7
গৃহপালিত পশুর মধ্যে গরু অন্যতম। আমরা অনেকে শখ করে গরু পালি । দুধ এবং মাংস উৎপাদনের জন্য গরু লালন পালন করা হয়ে থাকে। গবাদি পশুর মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় গরু থেকে। গরুর দুধ মানব দেহের জন্য খুবই ভালো। গরুর দুধকে মানব দেহের জন্য আদর্শ খাবার হিসেবে বিবেচনা করা হয়। গরুর দুধের মধ্যে মানবদেহের সকল পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। আমাদের দেশে সর্বত্রই গরু লালন পালন করা হয়ে থাকে। গরু মাঠে ঘাস খাওয়ার দৃশ্যের আলোকচিত্র এটি। মাঠের মধ্যে গরু কাঁচা ঘাস খাচ্ছে। মাংস উৎপাদনের জন্য গরুকে বিশেষ ভাবে মোটা তাজাকরণ করা হয়ে থাকে। বাঙালি সমাজের সংস্কৃতি জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ গরু সাথে জড়িত।
কলার ছড়ার আলোকচিত্র |
---|
লোকেশন
Device :- Redmi note 7
কলা আমাদের সকল নিকট বেশ জনপ্রিয় ফল। কলা সবাই খুব সুন্দর করে। কলা অনেক জাতের রয়েছে। তবে দেশি জাতের কলা খেতে খুব ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে মৌচাক সহ কলার ছড়া ফটোগ্রাফি উপস্থাপন করেছি। কলার মৌচাক ভাজা করে খাওয়া যায়। কলা গাছএটি একবীজপত্রী উদ্ভিদ। কাঁচা অবস্থায় কলা সবুজ পাকলে হলুদ হয়ে যায়। মানব দেহের জন্য কলার পুষ্টিগুণ অনেক।
ইটভাটার আলোকচিত্র |
---|
ইটভাটার দৃশ্য এটি। ইটভাটা বলতে যেখানে কাদা মাটিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পোড়ানো হয়ে থাকে। কয়লার মধ্যে ইট গুলোকে পড়িয়ে নির্মাণ কাজে ব্যবহারোপযোগী করা হয় । পড়ন্ত বিকেলে ইট ভাটায় ঘুরতে গিয়েছিলাম। তখন এ দৃশ্যটি মোবাইলে ধারণ করে নিলাম । ইটভাটার প্রকৃতির পরিবেশ খুবই সুন্দর ছিলো। কাঁচা ইট গুলো কে সারিবদ্ধভাবে রাখা হয়েছে । রোদে কাঁচা ইট গুলো শুকালে ইট ভাটার মধ্যে পুড়ানো হবে। সারিবদ্ধ ভাবে রাখা ইট গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।
লোকেশন
Device :- Redmi note 7
কিছু সবজির আলোকচিত্র |
---|
source
Device :- Redmi note 7
এটি একটি সবজির দোকানের আলোকচিত্র। সবজি বিক্রেতা অনেক ধরনের সবজি সাজিয়ে রেখেছে। তারমধ্যে বরবটি, পটল, ভেন্ড়ি, টমেটো, গাজর, শসা কাঁচা মরিচ, দুনিয়া পাতা ইত্যাদি রয়েছে। সব গুলো সবজি একেবারে তাজা। আমার কাছে বরবটি এবং পটল দেখে খুব ভালো লেগেছে। আমি বরবটি এবং পটল বাসার জন্য ক্রয় করি। দেশি বরবটির অনেক দাম যা আমার থেকে এক কেজি ৮০ টাকা নিয়েছে।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | আলোকচিত্র |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন,যেটা দেখেই অনেক ভালো লাগছে।আর্টিফিশিয়াল ফুল এবং নয়নতারা ফুল দেখতে ভীষণ ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি খুব সুন্দর সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার কাছে সবগুলোই অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে আমিও অনেক পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।
আপনার মোবাইলে তোলা ফটোগুলো অনেক সুন্দর হয়েছে। আর্টিফিশিয়াল ফুল গুলো দেখে তো আমি হঠাৎ করে সত্যিকারের ফুলই মনে করেছিলাম । গরুটি দেখতে ভালো লাগছে । আর টাটকা সবজিগুলো দেখে মনে হচ্ছে গিয়ে নিয়ে আসি।
পোস্টটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://twitter.com/MdAgim17/status/1663633543451521024?s=20
ভাই, আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক অনেক বেশি। যার কারণে প্রতিটি ফটোগ্রাফি সুন্দর করে ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফিতে থাকা সূর্য অস্ত যাওয়ার পর অন্ধকারাচ্ছন্ন আকাশ ও কিছু সবজির আলোকচিত্র আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য।
অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লেগেছে আমার।
চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও অসাধারণ ফটোগ্রাফি আপনার অনেক ভালো লেগেছে দেখে। এত সুন্দর এত দুর্দান্ত ফটোগ্রাফি গুলো করেছেন অনেক সুন্দর ছিল আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি। আমার কাছে সব চেয়ে বেশি সুন্দর লেগেছে আপনার আর্টিফিশিয়ার ফুলের ফটোগ্রাফি গুলো। প্রথমে তো মনে করেছিলাম আপনি নতুন কোন অরিজিনাল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার লেখা পড়ে বুঝতে পারলাম আর্টিফিশিয়াল ফুল। যাক দেখেই তো অনেক আনন্দ পেয়েছি।
আপনার মূল্যবান সময় ব্যয় করে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আজ আপনি আমাদের মাঝে দারুণ কিছু রেনডম ফটোগ্রাফি করে উপস্থাপন করেছেন। যার মধ্যে বিশেষ করে বোতাম ফুল অর্থাৎ নয়ন তারা ফুলের দৃশ্য বিদ্যমান ছিল। পাশাপাশি আরো ফুলসহ অন্যান্য বিষয়ের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ এবং প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ ক্লিয়ার তাই যেন আরো বেশি খুশি।
অনেক অনেক ধন্যবাদ এত অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য ।