DIY-এসো নিজে করি:৷ জল রং দিয়ে আঁকা একটি গাছে বসে থাকা পাখির দৃশ্য পেইন্টিং /১০% প্রিয় 💞 @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয়, আমরা বাংলা ব্লগ পরিবারের সদস্যরা আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার হাতের আঁকা একটি পেইন্টিং সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20220202_090950.jpg

একটি গাছে বসে থাকায় পাখির দৃশ্য

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20220202_081736.jpg

১ - একটি আর্টিস্ট খাতা
২ - রং সমূহ :- (হলুদ কালো )
৩ - রং করার তুলি
৪ - রংয়ের প্লেট
৫ - পানি
৬ - পেন্সিল
৭ - মাস্কিং টেপ ইত্যাদি।

চিত্র আঁকার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG_20220202_082259.jpg

  • আজকে আমি জল রং দিয়ে কোন কিছু পেইন্টিং করার চিন্তা ভাবনা করছি। পরে আমি এই দৃশ্যটি পেইন্টিং করার জন্য বসে গেলাম। যাবতীয় উপকরণ হাতের কাছে নিলাম।
    প্রথমে আমি আর্টিস্ট খাতার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20220201_204400.jpg

  • টেপ লাগানো শেষ করে তুলির সাহায্যে রংয়ের প্লেটে রং নিয়ে । পানি মিশিয়ে খাতার মধ্যে হলুদ রং লাগাচ্ছি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20220201_204724.jpg

  • এখন আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্ত বাদে পুরো পাতার মধ্যে আমি হলুদ রং লাগাচ্ছি।

↘️ধাপ :- ৪↙️

IMG_20220201_205518 (1).jpg

IMG_20220201_205146.jpg

  • পুরো পাতার মধ্যে হলুদ রঙ দেওয়া শেষ করেছি‌

↘️ধাপ :- ৫↙️

IMG_20220201_205735.jpg

IMG_20220201_210453 (1).jpg

  • এখন আমি বৃত্তের মাঝখানে বরাবর একটি গাছ অঙ্কন করব। তাই আমি গাছের কান্ড (গোড়ার অংশ) কালো রঙ দিয়ে এঁকে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20220201_211514.jpg

IMG_20220201_211908.jpg

  • এই পর্যায়ে আমি গাছের ডাল, শাখা প্রশাখা এবং পাতা আঁকছি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20220201_212401.jpg

IMG_20220201_213336.jpg

  • এই ধাপে আমি কালো রং দিয়ে গাছের অনেকগুলো ডাল শাখা-প্রশাখা এবং পাতা দিচ্ছি।

↘️ধাপ :- ৮↙️

IMG_20220201_214123.jpg

  • গাছটি আঁকা সম্পূর্ণ করি।

↘️ধাপ :- ৯↙️

IMG_20220201_214104.jpg

  • এখন আমি গাছের উপরে বসা একটি পাখি পেইন্টিং করবো। তাই প্রথমে পেন্সিল দিয়ে একটি পাখি চিত্র এঁকে নিলাম।

↘️ধাপ :- ১০↙️

IMG_20220201_214744 (1).jpg

IMG_20220201_215632 (1).jpg

  • এই পর্যায়ে আমি তুলির সাহায্যে কালো রং দিয়ে ধীরে ধীরে পাখিটি আঁকছি।

↘️ধাপ :- ১১↙️

IMG_20220201_221340.jpg

  • পাখিটি আঁকা সম্পন্ন করেছি।

↘️সর্বশেষ ধাপ↙️ :-

IMG_20220202_090051.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQRwpoRTSu9q3KtkUwzntCaoZQW7wbt6GpezTZR7x4WEc6rm1eC57Wk6mxrhBjtoN3JBiztPWNJ.png

এখন আমি খাতার তার চারপাশে যে মাস্কিং টেপ লাগিয়েছি তা এখন উঠিয়ে নিলাম।
আশা করি আমার একটি গাছে পাখি বসে থাকার দৃশ্য পেইন্টিং সম্পূর্ণ। হয়েছে। আর কোন কাজ বাকি নেই। এইভাবে আমি এই পেন্টিং টি সম্পূর্ণ করি।

যা এখন আপনাদের মাঝে দৃশ্যমান।
এখন আমি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG_20220202_091639_1.jpg

IMG_20220201_221615.jpg

IMG_20220201_221607 (1).jpg

IMG_20220201_221620.jpg

IMG_20220201_221729.jpg

IMG_20220201_221745.jpg

2gAV5LDUkkjfmb3LFUyzdx2MoHhosBFqbkpdbFdaFSMjmz5ZvYwogU1Gs7mhvUJGr4xndQjz3wmeiFwcaVggnSYT56hZZJADA3oVQg91HqBRWTNDactUKhmsRr5mXk68Lugo5zdhhcHsFrRCEKkD5BvstHhnoW3Q8nES.png

আর্ট সহ আমার একটি ছবি

IMG_20220202_092709.jpg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGBHdJvSPqofr2EQVWMiGDyPnxdkg3P2Zc5mcjfZ547nxq8W8kXxq1Rbkqmd8XbF5PMjx4jijcV1F5aTP3Zp.png

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ সকাল

আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn3yiVuZ5W8TKemX4.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
ভাইয়া আপনার পেইন্টিং আমার কাছে খুবই ভালো লেগেছে। হলুদ কালার ব্যাকগ্রাউন্ড রেখেছেন। যার ফলে ছবিটি আরও অনেক বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে।
 2 years ago 

এত সুন্দর ভাবে মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কার একটি আর্ট মনে হচ্ছে। বিশেষ করে পাখিটিকে অনেক সুন্দর লাগছে। গাছটা ও জাস্ট অসাধারণ হয়েছে। অনেক ধৈর্য্য ধরে এ আর্টটি তৈরি করতে হয়েছে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি আট আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আসলে জলরং পেইন্টিং করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। কারণ ভুলবশত বা অন্য কোন কারণে রং কোন জায়গা পড়ে গেলে তাহলে পুরো আর্টিস্ট নষ্ট হয়ে যায়। এত সুন্দর ভাবে মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি এভাবে কখনো ছবি আঁকিনি। তবে জল রং দিয়ে ছবি আঁকার অনেক ইচ্ছা আমার। আপনাদের এত সুন্দর সুন্দর ছবি আঁকা দেখে আমি আর লোভ সামলাতে পারছিনা ‌। পাখির পিছনে সূর্য দৃশ্যটি অনেক সুন্দর লাগছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও পারবেন। এত সুন্দর ভাবে মন্তব্য প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

জল রং দিয়ে আঁকা একটি গাছে বসে থাকা পাখির দৃশ্য ধারণ ছিল। বিশেষ করে হলুদ কালার চয়েজ করেছেন বলে দারুণভাবে ফুটে উঠেছে। গাছটি চমৎকার ভাবে ফুটে উঠেছে।আপনার হাতের কাজের প্রশংসা করতেই হয়। আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

জল রং দিয়ে আঁকা একটি গাছে বসে থাকা পাখির দৃশ্য পেইন্টিংটি দেখতে অনেক সুন্দর লাগছে। আর্টটিতে গাছের ডালে বসে থাকা পাখির চিত্রটি অরিজিনাল লাগছে দেখতে। সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পুরো পোস্টটি দেখে এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

  • আজকের পেইন্টিং সবথেকে সেরা হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি দেখতে। খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনাটা আমার খুবই ভালো লেগেছে
 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে পোস্টার রং দিয়ে গাছের উপর বসে থাকা একটা পাখির চিত্র পেইন্টিং আমাদেরকে উপহার দিয়েছেন। এবং প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যিই আপনার পাখির পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। আর আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকারভাবে মন্তব্য প্রকাশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জলরং দিয়ে গাছে বসে থাকা পাখিটির দৃশ্য অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন । যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম । আপনার হাতের কারিগরি ও দক্ষতা সহকারে দৃশ্যটি তৈরি করেছেন । তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

সুন্দরভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ভাইয়া আপনার জল রং দিয়ে আঁকা একটি গাছে বসে থাকা পাখির দৃশ্য এবং পাখির পিছনের যে চাদটি অনেক ফুটে উঠেছে এই বিষয়টি আমাকে অনেক ভালোলেগেছে। আপনি অনেক সুন্দর ভাবে জল রঙ দিয়ে পেইন্টিং করেছেন।শুভ কামনা রইল

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

জল রং দিয়ে আঁকা একটি গাছের উপরে পাখি বসে থাকার আর্টটি খুবই চমৎকার হয়েছে। আবার পাখির পিছনে একটি সূর্য আছে দেখছি। যার কারণে আপনার পাখিটিকে আরো বেশি ফুটে উঠেছে। সব মিলিয়ে আপনার আর্টটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে।

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66552.34
ETH 3451.80
USDT 1.00
SBD 2.65