একটি ফড়িং এর ভালোবাসা।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, একটি ফড়িং এর ভালোবাসা নিয়ে কিছু কথা বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
ফড়িং আমাদের সকলের বেশ পরিচিত পতঙ্গ। ফড়িং দেখতে খুবই সুন্দর। বৈচিত্র্যময় ফড়িং এর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। আমরা প্রায় সময় ফড়িং দেখে থাকি। তবে গ্রাম অঞ্চলে সব সময় দেখা মিলে। ফড়িং এর দুটি পাখনা এবং ছয়টি পা হয়েছে। ফড়িং এর মাথার চারদিকে ঘুরানো যায়। ফড়িং অনেক জাত রয়েছে। জাত অনুযায়ী ফড়িং বড় এবং ছোট হয়ে থাকে। ফড়িং দেখলে শৈশবের সেই সোনালী দিন গুলোর কথা মনে পড়ে যায়। ফড়িং ধরার জন্য তার পেছনে পেছনে ছুটতাম। ফড়িং সারাক্ষণ উড়াউড়ি করতো কখনো স্থির হয়ে এক জায়গায় বসতো না। তাই ধরতে পারতাম না। যদি একটি কোন ভাবে ফড়িং ধরতে পারতাম তাহলে খুবই আনন্দিত হতাম। শৈশবে বন্ধুরা মিলে ফড়িং ধরার আনন্দে মেতে উঠতাম।
মূল বিষয়ে আসা যাক। গতকাল রাতে সাড়ে আটটার দিকে আমি বাহির থেকে বাসায় ফিরে আসি। আমি যে রুমে থাকি ওই রুমে প্রদীপের পেছানোর এনার্জি বাল্ব রয়েছে। আমি রুমে আসার পর থেকে লক্ষ্য করছি বাল্বের চারপাশে একটি ফড়িং ভনভন করতেছে। সাধারণত ইলেকট্রিক বাল্বের চারপাশে অনেক পতঙ্গ উড়াউড়ি করে থাকে। কিছু সময়ের পর পতঙ্গ গুলো উড়ে অন্য জায়গায় চলে যায়। আমি অনেক ক্ষণ যাবৎ লক্ষ করছি ফড়িং টি কোন ভাবে বাল্ব থেকে উড়ে যাচ্ছে না। বাল্ব টি ৩৩ ওয়াটের ছিল। কিছুক্ষণ জ্বলার পর বাল্ব অতিরিক্ত গরম হয়ে গিয়েছিলো। অতিরিক্ত গরমের পরও ফড়িং টি বারবার বাল্বের উপর বসতেছে।
ফড়িং টি বাল্ব এর চারপাশ উড়া উড়ির দৃশ্য দেখে ভাবলাম আমি ফড়িং টি বাইরে দিয়ে আসি। আমার যেমন ভাবনা তেমন কাজ। আমি ফড়িং টি ধরে বাইরে দিয়ে চলে আসি। কিছুক্ষণ পর আবার দেখি ফড়িং টি বাল্ব এর চারপাশে উড়াউড়ি করতেছে। ফড়িং টি দেখে আমি আবার ধরতে গেলাম। ধরতে গিয়ে দেখি আরেক টি ফড়িং বাল্ব এর ভিতর আটকে মরে আছে। আমি মরে যাওয়া ফড়িং টি ধরে কিছুটা টেনে বের করি। তখনই জীবিত ফড়িং টি মরে যাওয়া ফড়িং টির পাখনা এবং মাথার উপর উড়ে উড়ে বসতেছে। আমি এই দৃশ্যটার কয়েকটি আলোকচিত্র তুলে নিলাম। যখন আমি ফড়িং টি পুরো বের করে মাটির উপরে রাখি।
তখন জীবিত ফড়িং টি উড়ে তার আশেপাশে এবং তার উপর বার বার বসতেছে। আমি এ দৃশ্য দেখে সত্যিই খুবই অবাক হয়ে গেলাম। ফড়িং টি তার সঙ্গীকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করতেছে। বাল্বের এত গরমের মধ্যে সঙ্গীকে ছেড়ে যায় নি। প্রথম অবস্থাতে আমি বুঝতে পারি নি। আমি মনে করেছিলাম এমনিতে ফড়িং টি উড়াউড়ি করতেছে। কিন্তু ফড়িং টি তার সঙ্গিনী কে বাঁচানোর জন্য বাল্বের চারপাশে উড়াউড়ি করতেছে। ফড়িং টি শতবার চেষ্টা করতেছে তার প্রিয় জনকে বাঁচাতে। আমি ফড়িং টি ধরে বাইরে দিয়ে আসার পরও আবার চলে এসেছে প্রিয়জনের কাছে। শত প্রতিকূলতার মাঝেও প্রিয় জনকে ছেড়ে সেই নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য বাইরে প্রকৃতির পরিবেশে উড়ার দেয় নি।
বারবার ফিরে এসেছে তার সঙ্গিনীর কাছে। ফড়িং এর ভালোবাসা দেখে আমি হতভম্ব। আমি যখন মরে যাওয়া ফড়িং টি বাইরে মাটিতে ফেলে দিয়ে আসি তখনো ফড়িং টি আমার সাথে সাথে উড়ে তার সঙ্গিনীর কাছে মাটিতে চলে গিয়েছে। আসলে একটি পতঙ্গের ভালবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু আমরা মানুষ হয়ে এখন অন্যকে কোন ভাবে ভালোবাসতে পারি না। আমাদের সামান্য কোন সমস্যা হলে তার অজুহাতে আমরা আমাদের প্রিয়জনকে ছেড়ে চলে যায়। কিন্তু একটি ফড়িং শত প্রতিকূলতা মাঝেও কোন ভাবেই চলে যায় নি। আমি ফড়িং এর বাস্তব ভালোবাসা দৃশ্য দেখে বিস্মিত। এই ভালবাসা যদি আমাদের জীবনে থাকতো তাহলে আমাদের জীবন অনেক সুখী হতো। আমরা যদি এক অপরকে ভালোবাসতে পারতাম তাহলে আমাদের মাঝে কোন প্রকার সন্দেহ সৃষ্টি হতো না। ফড়িং এর মতন নিঃস্বার্থ ভাবে একে অপরকে ভালোবাসা উচিত আমাদের।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ভাইয়া আপনার ব্যতিক্রম ধর্মী পোস্ট টি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো । এত ছোট্ট একটি বিষয় আপনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন বেশ ভালো লাগলো । আসলে ফড়িং এরও যে এরকম ভালোবাসা থাকে সত্যি আমার জানা ছিল না । সত্যি অবাক হলাম আপনার ঘটনাটি পড়ে । এত ছোট্ট একটি কীট পতঙ্গ তারপরেও প্রিয়জনের প্রতি কতটা ভালোবাসা থাকলে এমনটা করে । সত্যিই অবাক করা একটি ঘটনা শেয়ার করলেন । আবার বারবার প্রিয়জনের কাছে শত কষ্ট সহ্য করেও ফিরে আসছে সত্যি বেশ হৃদয়বিদারক ঘটনা ছিল ।ধন্যবাদ আপনাকে ।
পোস্ট টি পড়ে আপু আপনার ভীষণ ভালো লাগলো জেনে আমার কাছেও খুব ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
https://twitter.com/MdAgim17/status/1670132050609983488?s=20
একটা ফড়িং আর একটা ফড়িং এর প্রতি কি ভালোবাসা এটা আপনি এত নিখুঁতভাবে কাছ থেকে কিভাবে দেখলেন সেটাই তো আমি ভাবছি। আসলে সবাই সবার সঙ্গির প্রতি একটা মায়া মহব্বত থাকে আর ফড়িং টি সেটাই প্রমাণ করল ।মরে যাওয়া ফড়িংটির জন্য সে বাইরে বসেও ছটফট করছে। আপনার ছবিগুলো দেখে সেটাই বোঝা যাচ্ছে। আর আপনি অনেক কাছ থেকে ফড়িং এর ছটফটানি দেখছেন। সবার প্রতি সবার মনে হয় এরকম ভালোবাসায় থাকে আজ ফড়িঙের ভালোবাসা থেকে সেটাই বোঝা গেল।
আসলে ফড়িং এর ভালোবাসা দেখে সত্যি আমি খুবই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।