ঘূর্ণিঝড় মিধিলির কাছে খুবই অসহায়।

in আমার বাংলা ব্লগ8 months ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ঘূর্ণিঝড় মিধিলির ভয়াবহতার সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1700222893508.jpg

আসুন শুরু করি

IMG20231117165946.jpg

IMG20231117171754.jpg

আপনার সকলে অবগত আছেন ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করছে। গত রাত থেকে ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হয়েছে। তবে রাতে বাতাসের গতিবেগ কিছুটা কম ছিলো। সকাল হওয়ার সাথে সাথে ঝড়ের গতিবেগ বেশ বেড়ে গেলো। গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট মেঘের কারণে লাগাতার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তার সাথে সাথে অনেক তুফান হচ্ছে। বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি। যার কারণে সকাল ১১ টার পর থেকে মারাত্মক পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে আমাদের। আপনারা অনেকে জানেন আমি গ্রামে বসবাস করি। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান।

IMG20231117171617.jpg

IMG20231117171513.jpg

আমাদের কোন রকম দিনে আনে দিনে খাওয়া লাগে। আমাদের মাঝে কোন আধুনিক এবং বিলাসিতার ছোঁয়া নেই। পরিবারে আব্বু আম্মু দুজনে খুব অসুস্থ। আমি আপনাদের সাথে কাজ করে কোনরকম পরিবার চালানো চেষ্টা করতেছি। পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নেই। আমরা টিনের ঘরে বসবাস করি। অন্যের জমিতে বর্গা করে ধান সহ অন্যান্য ফসল উৎপাদন করি। তার মাঝে ঘূর্ণিঝড় মিধিলির ভয়াবহ তান্ডব শুরু হলো। সকাল ১১ টার পর থেকে ঘূর্ণিঝড় মিধিলির ভয়াবহ তান্ডবের কাছে আমরা খুবই অসহায়। আমাদের থাকার ঘরের উপরের টিন বাতাসে উড়ে নিয়ে গেছে।

IMG20231117171430.jpg

IMG20231117170737.jpg

তাছাড়া রান্নাঘর পুরোটাই ভেঙ্গে গিয়েছে। গরু ঘরের টিন বাতাসের সাথে উড়ে গিয়ে অনেক দূরে দূরে গিয়ে পড়েছে। সকাল হতে রান্নাবান্না করা সম্পূর্ণ বন্ধ আমাদের। রান্নাঘর ভেঙে যাওয়ার কারণে ঝড় বাতাসের জন্য রান্নাবান্না করা যাচ্ছে না। সময় যতো যাচ্ছে ততোই বাতাসের গতি বেড়েই চলেছে। জানি না রাতে আমাদের কি অবস্থা হবে। গত রাত থেকে বিদ্যুৎ নেই আমাদের এলাকায়। রাতে অন্ধকার মাঝে কি ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। গবাদি পশুর খাবার সংগ্রহ করতে পারছি না বাইরে ঝড় তুফানের কারণে।

IMG20231117170547.jpg

IMG20231117170605.jpg

গরু হাঁস মুরগি সবাই বেশ কষ্ট করতেছে খাবার জন্য। আমাদের ৫ থেকে ৬ টি ধানের ফসলের জমি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রচন্ড বাতাসের কারণে ধান গাছ পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। শীতকালীন শাকসবজি যা চাষ করা হয়েছে সবকিছু বৃষ্টিতে তলিয়ে গেছে। জানি না এবারে এতো ক্ষতি কিভাবে কাটি উঠবো? আমাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতি মুহূর্ত বাতাসের সাথে ঘরের উপরে গাছের ডাল ভেঙ্গে পড়তেছে। বাতাসের যে গতিবেগ মনে হচ্ছে এখনি গাছ ভেঙ্গে পড়বে ঘরের উপর।

IMG20231117170545.jpg

IMG20231117170435.jpg

আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ঘূর্ণিঝড় মিধিলির ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে পারি। আমাদের প্রতিটি মুহূর্ত এখন খুবই দুর্বিষহ ভাবে পার হচ্ছে। জানি না রাত আমাদের কি অবস্থা হয়?

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 8 months ago 

সব মিলিয়ে খুব বাজে একটা পরিস্থিতির মাঝে আছেন বুঝতে পারছি ভাইয়া ৷ আসলে এমন দুর্ঘটনা সমলানোর কোনো উপায় থাকে না , সবটা সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হচ্ছে ৷ ধৈর্য ধরুন আর এই বাজে সময়টা কেটে উঠার চেষ্টা করুন ৷ আপনার জন্য শুভকামনা করি ৷

 8 months ago 

দোয়া করবেন ভাই যেন তাড়াতাড়ি ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারি।

 8 months ago 

বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগ আমাদের খারাপ মুহূর্ত ডেকে আনে। আপনার সাথে যখন ডিস্কোডে কথা বলছিলাম বিষয়টি সম্পর্কে কিছুটা জানতে পেলাম। আপনি সেই খারাপ মুহূর্তের কিছু দৃশ্য শেয়ার করেছেন দেখে খুবই খারাপ লাগলো। যেটা প্রতিটা মানুষের জীবনে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনে। ধানের যে অবস্থা দেখছি সবই শেষ। 😪

Posted using SteemPro Mobile

 8 months ago 

জি ভাই ধান একেবারে মাটির সাথে মিশে গেছে ভাই। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

পোস্টটি পড়ে খুবই খারাপ লাগলো ভাই।ঘূর্ণিঝড় মিধিলির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার পরিবারের বুঝতে পারলাম। প্রার্থনা করি যাতে এই ক্ষতিটা দ্রুত কাটিয়ে উঠতে পারেন । শুভ কামনা রইল আপনার জন্য ভাই।

 8 months ago 

পাশে থেকে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64074.25
ETH 3195.10
USDT 1.00
SBD 2.62