দুশ্চিন্তা

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, বিশ্বাস নিয়ে কিছু কথা বলব আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।


guy-2617866_1280.jpg

আমাদের সবার খুবই পরিচিত একটি শব্দের নাম হল চিন্তা। প্রত্যেকটা মানুষের চিন্তা করতেই হয়। কিছু মানুষ পজেটিভ চিন্তা করে আবার কিছু মানুষ নেগেটিভ। এছাড়াও পজেটিভ নেগেটিভ চিন্তার বাহিরে আরও একটি চিন্তা রয়েছে, সেটি হল দুশ্চিন্তা। পৃথিবীতে এখন বেশিরভাগ মানুষই দুশ্চিন্তা করে থাকে। যার কারনে ভালো কিছু করতেই পারে না। চিন্তা করতে করতে নিজের শরীরটাকে শেষ করে ফেলে। দুশ্চিন্তা করা শরীরের জন্য একেবারেই খারাপ। কিন্তু এরপরেও বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটা মানুষকে দুশ্চিন্তা করতে হয়।

বর্তমানে দুশ্চিন্তা করার মানুষের সংখ্যা অপরিসীম। এক এক ধরনের মানুষ একে ক ধরনের দুশ্চিন্তা করে থাকে। বেশিরভাগ ফ্যামিলিতে টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা। দিন মজুর যারা তাদের সবচাইতে বেশি চিন্তা করতে হয়। সকাল হলেই বের হয়ে যায় কাজের সন্ধানে। যদি ভালো কোন কাজ করতে না পারে তাহলে চিন্তা যেন আরও বেড়ে যায়। পরিবারের মধ্যে টাকা পয়সা কম থাকলে, কম উপার্জন করলে, যেখানে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী, সেখানে মধ্য আয়ের মানুষগুলো দুশ্চিন্তা করা ছাড়া কোন কিছুই করার নেই। সারাক্ষণ দুশ্চিন্তা করে কাটিয়ে ফেলে।

কিছু কিছু মানুষ দুশ্চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে মারা যায়। আবার কিছু কিছু মানুষ আত্মহত্যার মতো মহা পাপ করে ফেলে। আবার কিছু মানুষ না পারে মরতে, না পারে বাঁচতে। মৃত মানুষের মতোই বেঁচে থাকে দুশ্চিন্তা করতে করতে। এত সমস্যার সমাধান যেন শেষ হয় না। যে পরিবারে 15000 টাকা ইনকাম থাকে সে পরিবারে ২৫ হাজার টাকা খরচ। বাকি টাকাটা ধার নেয় না হয় লোন। ধার দিতে দিতে না হয় লোন দিতে দিতে প্রত্যেকটা মাসে আয় এর থেকে ব্যয়ের সংখ্যা অনেক গুণ বেড়ে যায়। ধীরে ধীরে দেনাদারের সংখ্যা অনেক গুণ।

তখন মধ্য আয়ের মানুষ দুশ্চিন্তা করা ছাড়া কোন উপায় নেই। মারা যাওয়া পর্যন্ত পরিশ্রম করে আর, মারা যাওয়ার মতো বেঁচে থাকে। পরিবারের মধ্যে যেন সুখ শান্তি আসতে চায় না। স্বামীর কাছে স্ত্রীর চাহিদা থাকে অনেক কিছু। বাবার কাছে সন্তানের চাহিদা। আবার সন্তানের কাছে মা বাবার চাহিদা। সাথে আত্মীয়-স্বজনের চাহিদা তো থাকেই। একটি মানুষের উপর যখন এত দায়িত্ব আসে তখন চিন্তা করতেই হয়। ধীরে ধীরে মানুষ পরিবর্তন হয়ে ওঠে। অনেকগুলো মানুষের চাহিদা যখন পূরণ করতে পারে না তখন পরিবারের সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়।

যেখানে সবার মাঝে দূরত্ব তৈরি হয়। যত বেশি দূরত্ব তৈরি হয় তত বেশি সম্পর্ক নষ্ট হতে শুরু করে। আর তখনই চিন্তা আরো বেড়ে যায়। অনেক কিছু পাওয়ার পরেও না পাওয়ার অনেক কিছুই থাকে। ওই যে চাহিদা পূরণ করতে পারে নাই এজন্য সবার কাছে শত্রু হয়ে উঠেছে। আর মানুষটার কথায় কেউই ভাবতে চায় না। আর এই মানুষটা সব ব্যথা বুকে নিয়ে জিন্দা লাশের মত বেঁচে থাকে। পৃথিবীতে বর্তমানে দ্রব্যমূল্যের এত বেশি দাম। চাহিদা ও অনেক বেশি সেখানে অল্প আয়ের মানুষগুলো অনেক কষ্ট করে দিন যাপন করে। সব মানুষের জন্য আমার অনেক বেশি চিন্তা হয় এজন্য ছোট করে একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের ছোট গল্প আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

বর্তমান বিশ্বের যে পরিস্থিতি যার কারণে দুশ্চিন্তার শেষ নেই। একদিকে দ্রব্যমূলের উর্ধ্বগতি অন্যদিকে তাপমাত্রার অনেক বৃদ্ধি সবকিছু মিলিয়ে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক। আপনি ঠিক বলছেন ভাইয়া মানুষের ভিন্নতার কারণে দুশ্চিন্তাও বিভিন্ন ধরনের হয়ে থাকে। দুশ্চিন্তার কারণে অনেকে হার্ট অ্যাটাক করেন আবার অনেকে খারাপ পথে লিপ্ত হই। সুন্দর কথা ব্যাখ্যা করেছেন আপনি দুশ্চিন্তা নিয়ে ভালো লেগেছে।

 2 years ago 

পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু

 2 years ago 

আসলেই মানুষের জীবনে দুশ্চিন্তার সীমা পরিসীমা নেই মানুষ অনেক কিছু নিয়েই দুশ্চিন্তা করে থাকে তার মধ্যে বেশিরভাগ দুশ্চিন্তাই ফিনান্সিয়াল। আসলেই বর্তমানে ১৫ হাজার টাকা বেতন পেলেও ফ্যামিলি চালাতে হয়তোবা কারো কারো আরো পাঁচ থেকে দশ হাজার টাকা লেগে যায় এই টাকাটা সে কোথা থেকে পাবে কিভাবে আনবে এই নিয়েই তার এক প্রকার দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এরকম করতে করতে অনেক সময় মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। আসলে পরিবেশ এবং পরিস্থিতি বিবেক বিবেচনা করেই আমাদের চলা উচিত। ধন্যবাদ আপনার আজকের এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্টটি দেখে আপনার মূল্যবান সময় ব্যয় করে অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88143.93
ETH 3070.82
USDT 1.00
SBD 2.78