শহর কাঁদে মানুষ মরে তবু হৃদয় নীরবে হাসে।

in আমার বাংলা ব্লগlast month

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, শহর কাঁদে মানুষ মরে তবু হৃদয় নীরবে হাসে এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000043961.jpg

source

সাধারণত মানুষ বলতে তাকে বোঝায় যার বিবেক এবং মনুষত্ববোধ রয়েছে। স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের পক্ষে করা সম্ভব। অতল সমুদ্র থেকে হিমালয় পর্বতের চূড়ায় পর্যন্ত মানুষ পৌঁছে গিয়েছে তার প্রচেষ্টার ফলে। মানুষ তার চেষ্টা এবং অধ্যবসায় ফলে সৌরজগতের গ্রহ সমূহ চাঁদ এবং মঙ্গলে বিচরণ করছে। প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত মানুষ তার সভ্যতাকে আধুনিক থেকে অতি আধুনিকতার দিকে ধাবিত করছে। মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে নতুন কিছু খোঁজার জন্য নতুনত্ব সৃষ্টি করার জন্য। মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে নিজেকে আকর্ষণীয় করার জন্য।

আধুনিক যুগে মানুষ তার সভ্যতাকে আধুনিকতার উচ্চ শিখরে পৌঁছাতে পারলেও তার নিজের মনুষ্যত্ব এবং চরিত্রকে সত্যতার মাপকাঠিতে উন্নত করতে পারে নি। সভ্যতা যতো আধুনিক হচ্ছে ততোই মানুষের চারিত্র অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। মানুষের মনুষত্ববোধ দিন দিন হারিয়ে যাচ্ছে। প্রাচীনকালে মানুষ যে কোন কাজ করতে অনেক বার ভেবেচিন্তে করতো। তারা বিবেকের কাছে বারবার প্রশ্ন করতো এই কাজটা কতটুকু সঠিক হবে? কিন্তু আধুনিক সভ্যতায় যে কোন কাজ করার সময় বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় না। মনে ইচ্ছে হলে কাজ করা হয়ে থাকে। ঐ কাজ হোক খারাপ কিংবা ভালো।

যেখানে মানুষের বিবেক-বুদ্ধি হারিয়ে যায় সেখানে মানুষের চারিত্র কখনো উন্নত হতে পারে না। বিবেক উন্নত হলে চারিত্র উন্নত হয় এইটাই প্রকৃত সত্য। মানুষকে বলা হয় সামাজিক জীব। মানুষ কখনো একা একা বসবাস করতে পারে না। মানুষের হৃদয়ে একে অন্যের প্রতি মায়া, মমতা, ভালোবাসা আবেগ অনুভূতির জন্মাবে এইটাই স্বাভাবিক। আর এই বিষয়গুলো হৃদয়ের মধ্যে জাগ্রত হয় মানুষের বিবেক এবং মনুষত্ববোধ থেকে। যে বিবেক সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। সেই বিবেকের হৃদয়ে ভালোবাসা জন্মাবে এইটা ভাবা মূর্খতা। বিবেক এবং মনুষত্ববোধ যদি উন্নত হয় তাহলে যে কোন অন্যায় অবিচার করতে হৃদয় থেকে বাঁধা দিবে।

আর বিবেক এবং মনুষত্ববোধ যদি হারিয়ে যায় তাহলে যে কোন কাজ করতে হৃদয় বাধা দিবে না‌। একজন সুস্থ মস্তিষ্কের বিবেকবান মানুষের দ্বারা যে কোন অন্যায় করা সম্ভব নয়‌। সমাজে যদি কোন অন্যায় হয় তাহলে সবাই মিলে বাঁধা প্রদান করবে। সমাজের কেউ যদি অসুস্থ হয় তাহলে সবাই মিলে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুস্থতা হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান আমাদের মাঝে বিবেক, মনুষ্যত্ব, অন্যের প্রতি ভালোবাসা বলতে কোন কিছু নেই। যেখানে স্বার্থ সেখানে আমরা হুমড়ি খেয়ে পড়ি। আমরা বিবেচনা করি না সত্য মিথ্যার পার্থক্য।

আমরা মানুষ হিসেবে আমাদের মাঝে বিবেক এবং মনুষত্ববোধ রয়েছে এটা প্রমাণ করাটা এখন বর্তমান সময়ে খুবই কঠিন। কারন আমরা অন্যের বিপদে এগিয়ে আসতে পারি নাই। আমরা প্রায় সময় লক্ষ্য করি, একটি কাক যদি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে বা, মারা যায়। ঐ কাকের দলের সঙ্গী সাথীরা তাকে বাঁচাবার চেষ্টা করে যায়। অসুস্থ কাক টিকে নিয়ে যেতে চাই নিরাপদ স্থানে। তাদের প্রচেষ্টার কোন কমতি থাকে না। কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা মানুষ হিসেবে সমাজের কোন মানুষ যদি অসুস্থ বা, অন্যায় ভাবে কারো দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তখন আমরা নীরবে চেয়ে দেখি আর মনে মনে হাঁসি।

আমরা ঐ মানুষটিকে সহযোগিতা করতে আসতে পারি না। কাকের মাঝে যেই মনুষ্যত্ব রয়েছে আমাদের মাঝে পর্যন্ত ঐ মনুষ্যত্ব নেই। আমরা ঘটনা নিরবে চেয়ে দেখি। আমাদের কণ্ঠস্বরে কোনরকম আওয়াজ বের হয় না। আমরা ঘটনা নিজ চোখে প্রত্যক্ষ করি। তারপর আমাদের হৃদয়ে কষ্ট অনুভব হয় না। কারণ আমাদের মাঝে বিবেক এবং মনুষত্ববোধ নেই।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last month 

সত্যি ভাইয়া পৃথিবী যতো আধুনিক হচ্ছে ততোই মানুষের চারিত্রগুলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সেদিন দেখলাম একটি কুকুর মারা গেছে আর একটি কুকুর পাশে বসে কান্না করছে। কিন্তু আমাদের বর্তমান আধুনিক পৃথিবীতে একজন বিপদে পড়লে চারিপাশের মানুষগুলোত কোন সাহায্যে করে না বরং আরাল থেকে হাসে। বলা যায় বর্তমানে মানুষের মনে কোন বিবেক, ভালোবাসা বা মনুষ্যত্ব নেই বলেই চলে। খুবই সুন্দর করে গুছিয়ে কথাগুলো লেখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last month 

পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটি মানতে কষ্ট হয় ভাই।এখন মানুষ মানুষকে পিটিয়ে মারে।মানুষের মৃত্যুতে উল্লাস করে।সৃষ্টির সেরা জীব মানুষ সব থেকে নিকৃষ্ট হয়ে গেছে। ভালো লাগলো পোস্ট টি পড়ে।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 last month 

জি আপু, সৃষ্টির সেরা জীব মানুষ তবে এখন সব থেকে নিকৃষ্ট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57912.63
ETH 2348.79
USDT 1.00
SBD 2.37