"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩২ !! এসো নিজে করি - কার্ড বোর্ড দিয়ে মাছের অ্যাকুরিয়াম তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20230308_155947.jpg

IMG-20230308-WA0001.jpg

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, কার্ড বোর্ড দিয়ে মাছের অ্যাকুরিয়াম তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় আইরিন আপুকে
এত সুন্দর প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে কার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। এই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করায় শ্রদ্ধেয় দাদা @rmeসহ এডমিন মডারেটর প্যানেলের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি । বিশেষ করে দাদার পরিবারের পরিবারের শ্রদ্ধেয় ছোট দাদা, প্রিয় বৌদি, স্নেহের টিনটিন বাবু সহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন সব সময় সুখে-শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন অতিবাহিত করতে পারে।সকলের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে অফুরন্ত ভালোবাসা রইলো।

এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। প্রতিযোগিতার পোস্ট দেখে কি তৈরি করবো তা নিয়ে ভাবছি। কারণ প্রতিযোগিতা মানে নতুন কিছু তৈরি করা। কার্ডবোর্ড দিয়ে যে কোনো কিছু তৈরি করাটা খুবই কঠিন। অনেক ভাবনা চিন্তা করার পর মাথার মধ্যে একটি আইড়িয়া এলো কার্ডবোর্ড দিয়ে মাছের একুরিয়াম তৈরি করা যায়। পরিশ্রম হলেও নতুন কিছু তৈরি করতে পারলে খুবই ভালো লাগবে। পরে অ্যাকুরিয়াম তৈরি করার জন্য পরিকল্পনা গ্রহণ করলাম।

যদিও কাজটি করা বেশ কঠিন অনেক বেশি সময় লাগবে। আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করলাম। আমি ভাবছি একুরিয়াম টি আমি একদিনে তৈরি করতে পারবো। কিন্তু একুরিয়াম টি তৈরি করতে আমার দুইদিন সময় লেগেছে। আসলে এত সময় লাগবে তা ভাবতে পারি নি। অ্যাকুরিয়ামের বক্স তৈরি করা যদিও সহজ তবে ভিতর কাজ গুলো করতে অনেক সময় লেগেছে। বিশেষ করে কার্ডবোর্ড কেটে অক্টোপাস তৈরি করতে আমার হাত কেটে গেছে। তারপরেও একুরিয়াম টি তৈরি করতে পেরে সত্যি আমার কাছে খুব ভালো লাগলো। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

IMG-20230308-WA0028.jpg

আসুন শুরু করি

IMG_20230308_162328.jpg

• কার্ডবোর্ড
• পাথর
• রঙ্গিন কাগজ
• গ্লুগান
• কাঁচি
• কাঁটার
• পেন্সিল
• মার্কার কলম
• স্কেল
• সুতা
• রং
• তুলি ইত্যাদি।

আমি যেভাবে তৈরি করেছি তার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG_20230307_173052.jpg

  • প্রথমে আমি একটি কার্ড বোর্ডের বক্স নিলাম। কার্ড বোর্ডের বক্সটি একুরিয়ামের বক্সের পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছি।

↘️ধাপ :- ২↙️

IMG_20230308_164005.jpg

  • কার্ড বোর্ডের বক্সটি একুরিয়ামের বক্সের অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20230308_164347.jpg

  • এখন আমি বক্সের চারপাশের অংশ গাম লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20230307_175424.jpg

  • বক্সের নিচের অংশে এখন আমি গাম দিয়ে নীল রঙের কাগজ লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230308_165009.jpg

  • আকাশি এবং নীল রংয়ের কাগজ দিয়ে একুরিয়ামের বক্স তৈরি করা সম্পূর্ণ করেছি।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230308_165856.jpg

  • এখন আমি একুরিয়ামের জন্য পেন্সিল দিয়ে কিছু ছোট মাছ এবং তারার চিত্র এঁকে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

1678273560233.jpg

  • এই পর্যায়ে আমি পেন্সিল দিয়ে আরো কয়েকটি বড় মাছের চিত্র এঁকে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20230308_170042.jpg

  • এই পর্যায়ে আমি অক্টোপাসের চিত্র এঁকে নিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20230308_175714.jpg

  • মাছ এবং তারা কাঁচি দিয়ে ধীরে ধীরে কেটে নিলাম।

↘️ধাপ :- ১০↙️

IMG_20230308_180123.jpg

কার্ড বোর্ডের উপর আঁকা বড় মাছ গুলো কেটে নিচ্ছি।

↘️ধাপ :- ১১↙️

1678277673870.jpg

  • কার্ড বোর্ড থেকে কাঁচি ও কাঁটার দিয়ে কেটে অক্টোপাস আলাদা করে নিলাম। কার্ড বোর্ড থেকে অক্টোপাস কেটে নিতে কাঁটারের সাথে লেগে আমার হাতের আঙ্গুল কেটে গেলো । আসলে অক্টোপাসের পা কেটে নিতে খুবই সমস্যা হয়েছে।

↘️ধাপ :- ১২↙️

1678278384609.jpg

  • এখন আমি পেইন্টিং করা শুরু করছি। আমি রং তুলির সাহায্যে মাছের বিভিন্ন কালার করে নিচ্ছি।

↘️ধাপ :- ১৩↙️

IMG_20230308_193725.jpg

IMG_20230308_194021.jpg

  • এখন আমি ধীরে ধীরে মাছের রং করে নিলাম । বিভিন্ন কালার দিয়ে মাছ গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। কারণ একুরিয়ামে বিভিন্ন কালারের মাছ থাকে।

↘️ধাপ :- ১৪↙️

IMG_20230308_194142.jpg

IMG_20230308_194434.jpg

  • আমি ছোট মাছ গুলোর মাঝে অনেক ধরনের রংয়ের সংমিশ্রণ করে নিলাম । মাছ গুলো রং করে নেওয়া সম্পূর্ণ করেছি।

↘️ধাপ :- ১৫↙️

IMG_20230308_195113.jpg

IMG_20230308_195458.jpg

  • এখন আমি বিভিন্ন কালার দিয়ে অক্টোপাস রং করে নিচ্ছি। আমি ধীরে ধীরে তুলির সাহায্যে অক্টোপাসের মুখ, চোখ এবং পায়ের মধ্যে বিভিন্ন কালার করে নিলাম।

↘️ধাপ :- ১৬↙️

1678283824285.jpg

IMG_20230308_195756.jpg

  • এখন আমি একটি বড় অক্টোপাস রং করে নিচ্ছি। অক্টোপাসে মধ্যে কমলা রং করে নিলাম। তারপর সাদা রং দিয়ে পুরো অক্টোপাসের মধ্যে বিন্দু দিলাম। এবং অক্টোপাস এর ব্যাকগ্রাউন্ড লাল রং করে নিলাম।

↘️ধাপ :- ১৭↙️

IMG_20230308_200227.jpg

  • এই ধাপে আমি তারার মাঝে বিভিন্ন রং করে নিলাম।

↘️ধাপ :- ১৮↙️

IMG_20230308_201558.jpg

  • একুরিয়ামের নিচে দেওয়ার জন্য আমি পাথর সংগ্রহ করি। প্রথমে বড় পাথর গুলোকে আলাদা করে নিলাম। তারপর পাথর গুলো বিভিন্ন রং করে নিলাম। এখন মোটামুটি সবকিছু রং করা সম্পূর্ণ হয়েছে।

↘️ধাপ :- ১৯↙️

IMG_20230308_202242.jpg

  • একুরিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য এখন আমি রঙ্গিন কাগজ কেটে বিভিন্ন ফুল, লতা, পাতা তৈরি করছি।

↘️ধাপ :- ২০↙️

IMG_20230308_202409.jpg

  • কাগজ কেটে ফুল লতাপাতা তৈরি করা সম্পূর্ণ হয়েছে।

↘️ ধাপ :- ২১ ↙️

1678286374970.jpg

1678286295340.jpg

  • এখন আমি একুরিয়ামের মূল ডেকোরেশন এর কাজ শুরু করছি। একুরিয়াম ডেকোরেশন করার জন্য যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।

↘️ ধাপ :- ২২ ↙️

IMG_20230308_204404.jpg

  • প্রথমে আমি একুরিয়ামের নিচের অংশে গাম দিয়ে সাদা পাথর গুলো লাগিয়ে নিলাম।

↘️ ধাপ :- ২৩ ↙️

IMG_20230308_204438.jpg

IMG_20230308_204644.jpg

  • এই পর্যায়ে আমি একুরিয়ামের মাঝে গাম দিয়ে লতা পাতা ফুল লাগিয়ে নিচ্ছি।

↘️ ধাপ :- ২৪ ↙️

IMG_20230308_205309.jpg

  • রঙিন পাথর গুলো একুরিয়ামের নিচের অংশে বিভিন্ন জায়গায় সুন্দর করে লাগিয়ে নিলাম।

↘️ ধাপ :- ২৫ ↙️

IMG_20230308_205546.jpg

*বড় মাছটি গাম দিয়ে একুরিয়ামের মধ্যে লাগিয়ে নিলাম।

↘️ ধাপ :- ২৬ ↙️

IMG_20230308_205604.jpg

  • এখন আমি সুতার সাহায্যে মাছ গুলো একুরিয়ামের মধ্যে গাম দিয়ে ঝুলিয়ে দিলাম। যাতে দেখতে সুন্দর দেখা যায়।

↘️ ধাপ :- ২৭ ↙️

IMG_20230308_205723.jpg

আমি ছোট বড় মাছ গুলো সুতা দিয়ে ঝুলিয়ে নিচ্ছি।

↘️ ধাপ :- ২৮ ↙️

IMG_20230308_210316.jpg

আমি ধীরে ধীরে একুরিয়ামের মধ্যে মাছ, অক্টোপাস, তারা, লতাপাতা, ফুল সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।

IMG_20230308_210803.jpg

  • সবকিছু সাজিয়ে নিয়েছি পরিশেষে আমার একুরিয়াম ডেকরেশন করা সম্পূর্ণ হয়েছে।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG-20230308-WA0026.jpg

আশা করি আমার কাঙ্খিত ডাই প্রজেক্ট কার্ড বোর্ড দিয়ে মাছের অ্যাকুরিয়াম তৈরি সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি মাছের অ্যাকুরিয়াম তৈরি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আশা করি আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে।

IMG-20230308-WA0023.jpg

IMG-20230308-WA0022.jpg

IMG-20230308-WA0027.jpg

IMG-20230308-WA0016.jpg

IMG-20230308-WA0026.jpg

IMG-20230308-WA0021.jpg

IMG-20230308-WA0020.jpg

IMG-20230308-WA0019.jpg

IMG-20230308-WA0029.jpg

IMG-20230308-WA0018.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীডাই
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

ভাইয়া আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আপনি কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট বানিয়েছেন। আপনার অ্যাকুরিয়াম দেখে মুগ্ধ হয়ে গেলাম। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

কার্ডবোর্ড দিয়ে তৈরি করা মাছের একুরিয়ামের ভিতর দেখেই বোঝা যাচ্ছে এটি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে আপনাকে। সত্যি কথা বলতে পরিশ্রম করলে ভালো কিছু সম্ভব। আপনি এটি অনেক পরিশ্রম দিয়ে করেছেন সেই জন্যই এতটা চমৎকার হয়েছে এটি। আপনার একুরিয়ামের রংবেরঙের মাছগুলো এবং একুরিয়ামের ভিতরকার পরিবেশ সবকিছু মিলে এক কথায় অসাধারণ লাগছে। এই প্রতিযোগিতায় ভালো কোন ফলাফল অর্জন করেন সেই শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আপনি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেখে খুব ভাল লাগলো। আপনি মাছের এ্যাকুরিয়াম করেছেন,যা খুব চমৎকার হয়েছে। আপনি ধাপে ধাপে শেয়ার করেছেন। খুব বেশি সময় ও ধৈর্যের দরকার হয় এমন কাজ করতে।আপনি খুব সুন্দর ভাবে কাজটি শেষ করলেন। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 last year 

কার্ড বোর্ড দিয়ে মাছের অ্যাকুরিয়াম তৈরি অসাধারণ হয়েছে ভাই।আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

মাছের অ্যাকুরিয়াম তৈরি সত্যি প্রশংসানীয়।আপনার ডাই পোস্ট দেখে খুবি ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67708.83
ETH 3801.89
USDT 1.00
SBD 3.48