বাবার ভালোবাসা💗।

in আমার বাংলা ব্লগ2 months ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বাবার ভালোবাসা এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000046479.jpg

আপনারা অনেকে জানেন আমি গ্রামেই থাকি। আমাদের বাড়ি থেকে বাজার অর্থাৎ শহরের দূরত্ব হেঁটে যেতে ১০ থেকে ১২ মিনিট সময় লাগে। আমার বাবা বিকেল বেলা বা, সন্ধ্যার মুহূর্তে বাজারে যায়। বিকাল বা, সন্ধ্যার সময় বাজারে যাওয়ার কারণ হলো সকালবেলা শাকসবজি মাছ মাংসের দাম তুলনামূলক কিছুটা বেশি থাকে। সন্ধ্যার সময় জিনিসপত্রের দাম কিছুটা কমে। যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবার আয়ের উৎস সীমিত তাই সকল কিছু বিবেচনা করতে হয় আমাদের। আমার বাবা যতো সম্ভব যথাসাধ্য চেষ্টা করে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য জন্মের পর থেকে আজ পর্যন্ত যেকোনো আমাদের চাওয়া পূরণ করতে যথাযথ চেষ্টা করেছে।

IMG20240812215826.jpg

হয়তোবা ভাগ্যের নিয়তির কারণে সকল স্বপ্ন পূরণ করা সম্ভব হয় নি। বাবা প্রায় সময় বাজারে গেলে আমাদের জন্য খাবার অনেক জিনিস নিয়ে আসে। বিশেষ করে হাতে তৈরি করা বুট ভাজি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ইত্যাদি নিয়ে আসে বাড়িতে। ভাজাপোড়া তেলের খাবার আমি কম খায়। বাবা যখন বাজার থেকে একদিন বুট ভাজি, পেঁয়াজু নিয়ে এনে আমাকে দিলো। তখন আমি বাবাকে বলেছিলাম প্রতিদিন বুট ভাজি ভাজাপোড়া খেতে ভালো লাগে না। আমার জন্য কাবাব বা, চিকেন চপ নিয়ে আসবেন। আসলে এই কথাটি আমি বাবাকে এমনিতেই বলেছি মজা করে। তারপর থেকে বাবা বেশ কয়েকদিন অসুস্থ ছিলো তাই বাজারে যায় নি।

IMG20240812215850.jpg

গতকাল যখন বাজারে গিয়েছে তখন আমার জন্য বাজার থেকে কাবাব নিয়ে আসলো। আমি তখন মোবাইলে কাজ করতেছি রাতের প্রায় ৯ টার বাজে। বাবা যখন আমার রুমে এসে আমাকে বললো, আজিম তোর জন্য কাবাব নিয়ে এসেছি। কাবাব খেয়ে নেয়। আমি তো সত্যি পুরা অবাক হলাম। অনেকক্ষণ বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। বাবা বললো কাবাবের সাথে পরোটা পাই নি শেষ হয়ে গেছে তাই রুটি নিয়ে আসলাম। তাড়াতাড়ি খেয়ে নেয়। বাবা এই কথা বলেতে বলতে রুম থেকে চলে যাচ্ছে। আমি তখন বাবাকে বললাম, বাবা আপনি খাবেন । বাবা বললো, তুই তো জানিস আমি এই ধরনের খাবার খাই না।

এই কথা বলতে বলতে বাবা খুব দ্রুত রুম থেকে চলে গেলো। বাবা যখন রুম থেকে চলে গেলো তখন আমি খুবই হতভম্ব এবং আবেগি হয়ে গেলাম। আর মনে মনে ভাবছি বাবাকে কখন কাবাবের কথা বলছি আমি নিজেই ভুলে গেছি। কিন্তু বাবা এতদিন পরও মনে রেখেছে এবং এতো রাতে আমার জন্য কাবাব নিয়ে এসেছে। সন্তানের প্রতি বাবার ভালোবাসা বুঝি এমনই হয়। বাবা কাবাব এবং চিকেন চপ তেমন একটা পছন্দ করে না । তারপরও আমার জন্য নিয়ে আসলো। সত্যি সন্তানের প্রতি বাবার ভালোবাসার গভীরতা অসীম। সন্তানের জন্য বাবা সবকিছু করতে পারে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা তার জীবনের সবকিছু মিলিয়ে দেয়।

আসলে বাবা কখনো তার সন্তানের প্রতি আদর, মায়া, স্নেহ ভালোবাসার কথা মুখে বলে না। নিরবে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তার সকল চেষ্টা চালিয়ে যায় কে না খেয়ে দুঃখ কষ্টের মাঝে। বাবা কখন তার দুঃখ কষ্ট, অসুস্থতার কথা সন্তানদের বলে না কিন্তু বাবা বারবার জানতে চায় তার সন্তানদের দুঃখ কষ্ট অসুস্থতার কথা। এই পৃথিবীতে বাবা মায়ের মতোন আর কেউ নেই। আসলে এই পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝে বাবার শূন্যতা কি? পুরা পৃথিবী এনে দিলেও কখনো বাবার শূন্যতা পূরণ হওয়ার নয়। তাইতো বলা হয়ে থাকে বাবাই হচ্ছে সন্তানের বটবৃক্ষ, ভালোবাসার শেষ ঠিকানা, নির্ভরতার শেষ আশ্রয়স্থল। বাবা তোমার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা হৃদয়ের মাঝে বিরাজমান পতিক্ষণে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

![G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg]()

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 months ago 

বাবারা এমনই, তারা যত সম্ভব চেষ্টা করে তাদের সন্তানদের ইচ্ছাগুলো পূরণ করতে। কয়েকদিন আগে আপনি আপনার বাবার কাছে কাবাব বা চিকেন চপ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আপনার বাবা ঠিকই কথাটি মনে রেখে, আপনার জন্য খাবার নিয়ে আসলেন। আপনার অনুভূতি পরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

 2 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, এতো সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 months ago 

বাবারা এমনই হয়। নিজে না খেলেও সন্তানের দিকে ঠিকই খেয়াল রাখে। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। কখন যে চোখের কোনে পানি চলে আসলো। যাই হোক আপনার অনুভূতিগুলো মনে সাড়া দিয়েছে ভাইয়া। সুন্দর এই অনুভূতি শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

মনে করে দিলেন বাবার ভালোবাসার কথা, সত্যি সবার বাবা এমনটাই হয়ে থাকে। বাজারে গেলে বাড়ি আসার সময় কম-বেশি এটা সেটা কিনে আনে সন্তানের জন্য। বেশ ভালো লাগলো ভাইয়া আপনার লেখা আজকের এই রাইটিং। যেখানে এক মুহূর্তেই মনে পড়ে গেল অতীতের অনেক কিছু ভালোলাগার কথা গুলো।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে আপু, এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার বাবা যখন হোটেলের ম্যানেজার ছিল তখন আমার এগুলো প্রায় প্রতিদিন খাচ্ছিলাম, এখনো ও সুযোগ পেলে বাবা আমাদের জন্য আনে,বাবা মা আসলে এমনি হয়। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 months ago 

আপনাকে ধন্যবাদ ভাই, মন্তব্য করে পাশে থাকার জন্য ‌ ।

 2 months ago 

বাবার ভালোবাসার সাথে অন্য কিছু তুলনা করা যায় না। আপনার বাবা বাজারে গেলে আপনার জন্য কিছু না কিছু নিয়ে আসে খাওয়ার জন্য। তবে সন্ধ্যা বেলা আপনার বাবা বাজারে গিয়ে আপনার জন্য কাবাব নিয়ে আসলো। এই হচ্ছে সন্তানের প্রতি ভাবার ভালোবাসা। আসলে প্রত্যেক বাবা চাই তার ছেলেমেয়েগুলো হাসিখুশি এবং সুখে থাকে। আর সন্ধ্যাবেলা বাজারে গেলে সকাল বেলা থেকে অনেক জিনিসের দাম কম থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

জি ভাই, প্রত্যেক বাবা চাই যেন তার ছেলেমেয়ে গুলো হাসিখুশি এবং সুখে থাকে। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

বাবারা এমনই হয় যারা সন্তানের সব চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করে থাকে।খাবারগুলো বেশ লোভনীয় মনে হচ্ছে, আসলেই বাবার ভালোবাসা কখনো মুখে বলে শেষ করা যায় না।আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনি ঠিক বলছেন আপু, বাবার ভালোবাসা কখনো মুখে বলে শেষ করা যায় না। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 89358.33
ETH 3187.70
USDT 1.00
SBD 2.82