কিছু রেনডম আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগlast month

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু রেনডম আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

1000048700.jpg

রঙ্গিন কীটপতঙ্গের আলোকচিত্র

IMG20240528111003.jpg
লোকেশন
Device :- realme C55

আমরা যারা গ্ৰাম অঞ্চলে থাকি তারা প্রায় সময় বিভিন্ন রকম বৈচিত্র্যময় কীটপতঙ্গ এবং পোকামাকড় দেখে থাকি । কিছু কিছু কীটপতঙ্গ পোকামাকড় দেখতে খুবই সুন্দর দেখায়। আসলে এই পৃথিবীতে কত রকমের কীটপতঙ্গ পোকামাকড় রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বনে জঙ্গলে, কৃষি জমিতে, বিভিন্ন সবুজ লতা পাতার মধ্যে কীটপতঙ্গ বেশি দেখতে পাওয়া যায়। এই ফটোগ্রাফি টি আমি একদিন সকাল বেলায় রাস্তার পাশ থেকে করেছি। রঙ্গিন কীট পতঙ্গ গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সবুজ পাতার উপর কীটপতঙ্গ গুলো বসে রয়েছে। লাল এবং কালো রঙের জন্য এই গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।

ঘোড়ার আলোকচিত্র

IMG20240218104453.jpg
লোকেশন
Device :- realme C55

ঘোড়ার পিঠে চড়ে তে ভালো লাগে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। সবাই ঘোড়ার পিঠে আহরণ করতে। ঘোড়া দেখতে খুবই সুন্দর। ঘোড়ার গঠন আকৃতির জন্য দেখতে খুবই সুন্দর লাগে। ঘোড়া হচ্ছে তৃণভোজী খুড়ওয়ালা স্তন্যপায়ী প্রাণী। ঘোড়া বেশ দ্রুতগামী প্রাণী হিসেবে বেশ সুপরিচিত। ঘোড়া দাঁড়িয়ে ও শুয়ে উভয় ভাবে ঘুমাতে পারে। ঘোড়ার সম্পর্কে বিস্ময়কর তথ্য হলো ঘোড়া রাতের বেলায় মানুষের থেকে বেশি চোখে দেখে।

ঝিনুকের তৈরি নৌকার আলোকচিত্র

IMG20240218114601.jpg

IMG20240218114641.jpg
লোকেশন
Device :- realme C55

সমুদ্র সৈকতে গেলে আমরা নানা রকম ঝিনুক দেখতে পাই। বিশেষ করে সমুদ্র সৈকতের পাড়ে বিভিন্ন দোকান গুলোতে নানা রকম বৈচিত্র্যময় ঝিনুকের জিনিসপত্র দেখতে পাওয়া যায়। ঝিনুক দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। সাধারণত ঝিনুক দিয়ে গলার মালা, কানের দুল, ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ালমেট, বাচ্চাদের হরেক রকমের খেলনার জিনিসপত্র তৈরি করা হয়ে থাকে। ঝিনুক দিয়ে খুব সুন্দর ভাবে নৌকা তৈরি করা হয়েছে। ঝিনুকের নৌকা গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। শামুক-ঝিনুক দিয়ে তৈরি রকমারি পণ্য গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়।

রঙ্গিন হারিকেন এর আলোকচিত্র

IMG20240218131655.jpg
লোকেশন
Device :- realme C55

হারিকেন দেখলে নব্বই দশকের কথা খুব মনে পড়ে । যখন গ্রামে বিদ্যুৎ ছিলো না তখন হারিকেন দিয়ে লেখাপড়া করতাম। রাত ৯ টা পর্যন্ত পড়েই ঘুমিয়ে যেতাম। সেই মধুর দিন গুলোর কথা মনে পড়লে এখনো হৃদয় শিহরিত হয়ে ওঠে। এখন আর কারো বাসা বাড়িতে হারিকেন দেখা যায় না। তবে বিভিন্ন পার্কে এবং উৎসব অনুষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধির জন্য রংবেরঙের বৈচিত্র্যময় হারিকেন ব্যবহার করা হয়ে থাকে। এখানে বইমেলার চারপাশের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য রঙ্গিন হারিকেন লাগানো হয়েছে।

সবুজ পাতার আলোকচিত্র

IMG20231122091040.jpg
লোকেশন
Device :- realme C55

এই গাছ গুলো নাম গোল্ডেন আরেলিয়া অফিস আদালত বাসা বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছ গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং বাসা বাড়ির সামনে এই গাছ গুলো দেখতে পাওয়া যায়। এই গাছ গুলোর সবুজ চিকন পাতা দেখতে খুবই সুন্দর লাগে। সবুজ পাতা গুলো দেখতে খুবই সুন্দর লাগে।

মাটির তৈরি প্রতিমার আলোকচিত্র

IMG20240201141731.jpg

লোকেশন
Device :- realme C55

আসন্ন দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। দুর্গা পূজা উপলক্ষে পূজা মন্ডলে বিভিন্ন রকম প্রতিমা তৈরি হচ্ছে। আমি কিছুদিন আগে আমাদের গ্রামে পূজা মন্ডলে গিয়েছিলাম ঘুরতে । সেখানে বিভিন্ন রকম প্রতিমা বা, মূর্তি টি তৈরি করা হচ্ছে। মাটির তৈরি মূর্তি টি দেখতে খুবই সুন্দর লাগছে। এই প্রতিমার এখনো রং করা হয় নি। রং করে বিভিন্ন ভাবে সাজানো হলে দেখতে খুবই সুন্দর লাগতো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last month 

বিভিন্ন বিষয়ের রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার। মাঝেমধ্যে এমন চমৎকার সকলের ফটোগ্রাফি যখন উপস্থিত হয় চোখের সামনে দেখে অনেক অনেক ভালো লাগে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। আর বর্ণনা পড়ার পাশাপাশি অনেক ধারণা পাওয়া যায়। ঠিক তেমনি আপনার সুন্দর একটি পোস্ট দেখে মুগ্ধ হলাম।

 last month 

ফটোগ্রাফি গুলো দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

আপনি দেখছি অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফির আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন ।কোথাও ঘুরতে না গেলে হয়তো এমন সুন্দর ফটোগ্রাফির সম্মুখীন হওয়া যায় না ।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

জি আপু ঘুরতে গেলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায়। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

আসলে প্রতিদিনকার মতো আজও আপনি খুব সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনার প্রত্যেকটা ছবি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আপনি খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ছবি সম্পর্কে সুন্দর একটা ধারণা দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার জন্য।

 last month 

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাই। আপনিও বেশ দারুন ফটোগ্রাফি করে থাকেন। ধন্যবাদ আপনাকে ভাই এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 last month 

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগছে। রঙিন কীট পতঙ্গের ফটোগ্রাফি এবং রঙিন হারিকেন এর ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে দেখতে। খুবই সুন্দরভাবে করেছেন সবগুলো ফটোগ্রাফি। যার কারণে এতটা বেশি সুন্দর লাগছে দেখতে।

 last month 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last month 

ঝিনুক দিয়ে তৈরি করা খেলনা গুলো সত্যি অনেক সুন্দর লাগছে ভাইয়া। আমার তো বেশ ভালো লেগেছে। বিশেষ করে নৌকাটি দেখতে বেশি সুন্দর লাগছে। আর ঘোড়ার ফটোগ্রাফিটিও দারুন হয়েছে। অসাধারণ সব ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।

 last month 

জি আপু, ঝিনুক দিয়ে তৈরি নৌকা দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68804.96
ETH 2441.52
USDT 1.00
SBD 2.33