বিদায় তাদের জন্য যারা চোখ দিয়ে ভালোবাসে, যারা হৃদয় দিয়ে ভালোবাসে তাদের বিচ্ছেদের কিছুই নেই।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বিদায় কেবল তাদের জন্য যারা শুধু চোখ দিয়ে ভালোবাসে, যারা হৃদয় দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছুই নেই
এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000067282.jpg
source

আমাদের জীবন প্রবহমান নদীর মতোন যা বয়ে চলে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এই অজানা গন্তব্যের পথ পাড়ি দিতে আমাদের প্রতিনিয়ত হাজারো মানুষ সাথে দেখা হয়। কথাবার্তা এবং লেনদেনের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি হয়। বিশ্বাসের জায়গা তৈরি হয়ে থাকে। আন্তরিকতা বাড়ে হৃদয়ের ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে। কখনো আমরা পাশাপাশি একসাথে পথ চলি। কখনো আবার আমরা জীবনের গতিপথে দূর থেকে বহুদূর চলে যায়। জীবনের চলার পথে আমাদের সম্পর্ক যদি হয় শুধু বাহ্যিক রূপে এবং নিজের স্বার্থের তাহলে আমরা দূরে চলে গেলে সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়।

আমাদের সম্পর্ক যদি হয় অন্তরের ভালোবাসার তাহলে আমরা যতো দূরে যাই না কেন আমাদের সম্পর্ক কখনো ছিন্ন হয় না। জীবনের গতিপথে আমরা কখনো এক জায়গায় স্থির থাকতে পারি না। আমরা দূর থেকে বহুদূর চলে যায়। এই যাওয়ার সময় যদি আমাদের সম্পর্ক শুধু চোখ দিয়ে হয় তাহলে সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়। গন্তব্যে গতিপথে আমাদের সম্পর্ক যদি হৃদয়ের ভালোবাসার হয় তাহলে গন্তব্যের পথে যতোদূর যাওয়া যাক না কেন অন্তরে ভালোবাসা কখনো শেষ হয়। সম্পর্কে বিদায় শুধু তাদের জন্য হয়ে থাকে যারা মুখ দিয়ে সম্পর্ক তৈরি করে হৃদয় দিয়ে নয়।

হৃদয়ের সম্পর্ক কখনো ছিন্ন হয় না‌। হৃদয়ের ভালোবাসা কখনো বিলীন হয়ে যায় না। অনেক সময় শুধু বাহ্যিক ভাবে পাশাপাশি চলা হয় না। পাশাপাশি না থাকলেও কিন্তু সম্পর্কের গভীরতা ভালোবাসার কারণে যতো দূরে থাকা হোক না কেন তা বৃদ্ধি হতে থাকে এটি প্রকৃতির বাস্তবতা। আমরা কখনো এক জায়গায় সারা জীবন থাকতে পারি না। জীবন জীবিকা এবং পরিপার্শ্বিক অবস্থার কারণে আমরা স্থান পরিবর্তন করতে হয়। আমরা প্রতি মুহূর্তে কত জায়গায় বিচরণ করি। বিভিন্ন জায়গা যখন আমরা অবস্থান করি তখন কিছু কিছু মানুষের সাথে আমাদের খুব গভীর সম্পর্ক হয়ে থাকে।

আমরা যখন স্থান পরিবর্তন করি তখন সাথে সাথে ঐ মানুষ গুলোর সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয় না। কারণ ঐ মানুষ গুলোর সাথে আমাদের হৃদয়ের ভালোবাসার সম্পর্ক জড়িত। আমরা যতই দূরে চলে যায় না কেন আমাদের ঐ মানুষ গুলোর কথা মনে পড়ে। তাদের সাথে কাটানো মুহূর্ত গুলো আমাদের হৃদয় বারবার ভেসে উঠে। স্থান পরিবর্তন বা, যাওয়ার সময় ঐ মানুষ গুলোকে বিদায় বলে যায় । কিন্তু সম্পর্কের কখনো বিদায় হয় না বিদায় শুধু ফেলে আসা সময়ের। তাদেরকে শুধু বিদায় বলা হয় পাশাপাশি না থাকতে পারার জন্য । কিন্তু সম্পর্কের বিদায় বলা হয় না।

যখন হৃদয়ে গভীর থেকে সম্পর্ক তৈরি হয় তখন পাশাপাশি না থাকতে পারাটা খুবই কষ্টের । তখন আমরা পাশাপাশি থাকতে পারি না তখন বিদায় বেলা আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে। আমাদের হৃদয়ে কষ্ট অনুভব হয়। আমরা একে অপরকে জড়িয়ে ধরে হৃদয়ের আবেগ প্রকাশ করি পরিশেষে হাত নাড়িয়ে বিদায় বলে থাকি। এই বিদায়ের অর্থ হলো পাশাপাশি আর পথ চলা হবে না । কিন্তু হৃদয়ের ভালোবাসার সম্পর্ক কখনো শেষ হবে না। কারণ বিদায় কেবল তাদের জন্য যারা শুধু তাদের চোখ দিয়ে ভালোবাসে।

কেননা যারা হৃদয় এবং আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বা, বিদায় বলে কিছুই নেই। বিদায় শুধুমাত্র স্থান পরিবর্তন হৃদয়ের ভালোবাসা সম্পর্কের পরিবর্তন নয়।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 6 months ago 

IMG_20250301_191750.jpg

IMG_20250301_191741.jpg

 6 months ago 

আপনার লেখাটি অত্যন্ত হৃদয়স্পর্শী এবং গভীর ভাবনার প্রতিফলন। আপনি যে ভাবে সম্পর্কের প্রকৃতি এবং হৃদয়ের ভালোবাসাকে বিশ্লেষণ করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাহ্যিক সম্পর্কের তুলনায়, হৃদয়ের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না, যতই সময় বা দূরত্ব আসুক না কেন। সম্পর্কের শক্তি শুধু বাহ্যিক দেখা কিংবা কথা বলার মধ্যে নয়, বরং হৃদয়ের গভীর ভালোবাসার মধ্যে নিহিত। আপনার লেখার প্রতিটি কথা সত্যিই প্রেরণাদায়ক, আর এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রকৃত সম্পর্ক কখনো শেষ হয় না।

 5 months ago 

জি আপু , বাহ্যিক সম্পর্কের তুলনায়, হৃদয়ের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110170.48
ETH 4374.87
USDT 1.00
SBD 0.82