DIY-এসো নিজে করি:৷ জল রং দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং/১০% প্রিয় 💞 @shy-fox💖

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ পরিবারের
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

  • আপনাদের মাঝে আজও আমি এসে হাজির হলাম ।
    আজ আমি আপনাদের আমার হাতের আঁকা একটি প্রাকৃতিক দৃশ্য অংকন সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

IMG_20220124_004706.jpg

IMG_20220123_224355.jpg

একটি প্রাকৃতিক দৃশ্য

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20220123_222736.jpg

১ - একটি আর্টিস্ট খাতা
২ - রং সমূহ :- ( নীল,সাদা, কালো, সবুজ )
৩ - রং করার তুলি
৪ - রংয়ের প্লেট
৫ - পানি
৬ - মাস্কিং টেপ ইত্যাদি।

চিত্র আঁকার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG_20220123_201720.jpg

  • আজকে আমি জল রং দিয়ে কোন কিছু পেইন্টিং করার চিন্তা ভাবনা করছি। পরে আমি এই দৃশ্যটি পেইন্টিং করার জন্য বসে গেলাম। যাবতীয় উপকরণ হাতের কাছে নিলাম।

প্রথমে আমি আর্টিস্ট খাতার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20220123_202243.jpg

  • টেপ লাগানো শেষ করে তুলির সাহায্যে রং - রংয়ের প্লেট নিয়ে । পানি মিশিয়ে খাতার উপরের অংশে লাল রং লাগিয়ে নিচ্ছি।

IMG_20220123_202557.jpg

  • উপরের অংশের লাল রঙ লাগানো শেষ করেছি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20220123_203601.jpg

  • এই ধাপে আমি লাল রং এর সাথে পানি মিশিয়ে তুলার সাহায্যে খাতার মধ্যখানে লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20220123_204618.jpg

  • খাতার একেবারে নিচের অংশে কালো রং করব । তাই কালো রং তুলি দিয়ে লাগিয়ে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20220123_235134.jpg

এই ধাপে আমি একটি গাছ পেন্টিং করবো। তাই গাছের নিচের অংশ অর্থাৎ গাছের গোড়া কালো রং দিয়েছে আঁকছি।

IMG_20220123_205602 (1).jpg

এখন আমি গাছের ডাল আঁকছি।

↘️ধাপ :- ৬↙️

IMG_20220123_210906.jpg

  • গাছের ডাল আর শাখা প্রশাখা এঁকে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20220123_211937.jpg

IMG_20220124_001519.jpg

  • এই ধাপে আমি গাছের পাতায় আঁকবো তাই আমি তুলির সাহায্যে আস্তে আস্তে গাছের পাতায় আঁকছি।

↘️ধাপ :- ৮↙️

IMG_20220123_214936.jpg

  • আমি খাতার ডানপাশে আরো একটি গাছ আঁকবো তাই কালো রং দিয়ে গাছ টি আঁকছি।

IMG_20220123_215742.jpg

  • আমি ধীরে ধীরে তুলি দিয়ে গাছের ডাল শাখা শাখা-প্রশাখায় দিচ্ছি। গাছটি আঁকা সম্পূর্ণ করেছি।

↘️ধাপ :- ৯↙️

IMG_20220124_003119.jpg

  • এখন আমি গাছের নিচের অংশে অর্থাৎ মাটিতে স
    কালো রং দিয়ে ছোট দূর্বাঘাস অংকন করে নিলাম।

↘️ধাপ :- ১০↙️

IMG_20220123_221657.jpg

IMG_20220124_003757.jpg

  • এই ধাপে আমি সাদা রং দিয়ে ছোট ছোট বিন্দুর মতন করে দিলাম।

↘️সর্বশেষ ধাপ↙️ :-

IMG_20220123_224335.jpg

  • এখন আমি খাতার তার চারপাশে যে মাস্কিং টেপ লাগিয়েছি তা এখন উঠিয়ে নিলাম।
    আশা করি আমার প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং সম্পূর্ণ। হয়েছে। আর কোন কাজ বাকি নেই। এইভাবে আমি এই পেইন্টিং টি সম্পূর্ণ করি।

যায় এখন আপনাদের কাছে দৃশ্যমান

IMG_20220123_224430.jpg

IMG_20220123_224408.jpg

IMG_20220123_224405.jpg

IMG_20220123_224345.jpg

IMG_20220124_004706.jpg

2gAV5LDUkkjfmb3LFUyzdx2MoHhosBFqbkpdbFdaFSMjmz5ZvYwogU1Gs7mhvUJGr4xndQjz3wmeiFwcaVggnSYT56hZZJADA3oVQg91HqBRWTNDactUKhmsRr5mXk68Lugo5zdhhcHsFrRCEKkD5BvstHhnoW3Q8nES.png

আর্ট সহ আমার একটি ছবি

IMG_20220124_010144 (1).jpg

!()

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা ফেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 3 years ago 

বাহ ভাইতা আপনি দেখছি অনেক সুন্দর আর্ট করেন। । আপনার আর্ট টি দেখে আমার তো মন ভরে গেল। পুরো আর্ট টি আপনি খুবই নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

এত সুন্দর মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই আপনি জল রং এর ব্যবহার করে অসাধারণ একটি চিত্র পেইন্টিং করেছেন। আমার কাছে আপনার চিত্রটি অনেক ভালো লাগছে। আপনি প্রতিটি স্টেপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন সব মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

আপনাদের কাছে আমার চিত্রকর্মটি ভাল লেগেছে শুনে আমি খুব খুশি হলাম। চমৎকার কমেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ছবিটি অনেক দক্ষতার সহকারে তৈরি করেছেন। যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। তাছাড়া ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্য অনেক শুভকামনা রইল। এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 
  • জল রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করলেন। দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।
 3 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর ভাবে মনের অনুভূতি প্রকাশ করার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপনি। বিশেষ করে কালার কম্বিনেশনটা অনেক অসাধারণ হয়েছে। গাছ গুলো খুব সুন্দর ভাবে অংকন করেছেন। কালো রং দিয়ে এই গাছগুলো আঁকাতে বেশি সুন্দর দেখাচ্ছে। এরকম একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার পুরো পোস্টটি দেখে এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য ।আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

জল রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করে আমাদের সকলের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার অংকন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে। এত চমৎকার ভাবে কমেন্ট করার জন্য ।আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই ভালো থাকবেন ভাই।

আপনি জল রং দিয়ে অনেক সুন্দর একটি পেইন্টিং তৈরি করেছেন। একজন মানুষের মধ্যে অতিরিক্ত সূক্ষ্ম প্রতিভা থাকলে এমন পেন্টিং করা সম্ভব। আপনি সত্যিই অসাধারণ প্রতিভাবান একজন মানুষ। থেকে এত সুন্দর পোস্ট করার জন্য এবং আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

না ভাই আসলে এত প্রতিভা আমার কাছে নেই। শুধু চেষ্টা করতেছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। দোয়া করবেন যেন আরো ভাল মানের আর্টিস্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভালো থাকবেন ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24