আমার লেখা কবিতা "শীত " /১০% প্রিয় 💞 @shy-fox
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা শীত সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
দক্ষিণি হাওয়াতে হিম পবনের
ঠান্ডার অনুভূতি লাগছে মনে।
সূর্যমামা রাগ করে পূর্ব
আকাশে দেয় নি উকি
সূর্যের আলোক রশ্মির প্রত্যাশায়
বারবার হৃদয় ব্যাকুল হচ্ছে।
কন কন শীতে খোলা আকাশের নিচে
চোখের পাপড়িতে জমছে কুয়াশা।
শীতের হাওয়া লেগেছে গায়ে
শরীরের রোমকূপ গেছে দাঁড়িয়ে।
শীতে যখন কাঁপছে হাড় একটু
উষ্ণতার ছোঁয়া পেতে এই হৃদয় অস্থির।
কুয়াশার তীব্রতা চারদিক নিস্তব্ধ
রাশি রাশি ধোঁয়া
উড়ার দিচ্ছে বরফের শহরে।
সাজ সকালের পাখিদের কিচিরমিচির ডাকে
শীতের শব্দ শুনা যায়।
শিশির বিন্দু জমেছে পাতার মাঝে
টলোমলো করছে জলকণা।
কুয়াশার জলকণা আবরণে সরিষা ফুল
হিমেল হাওয়াতে খেলা মেতেছে সারা বেলা।
প্রকৃতির বৈচিত্র্যময় রূপ মেলার
সৌন্দর্য ছড়ায় প্রকৃতির খেয়ালে।
কখন ঘন কুয়াশা কখনো তুষার ঝড়
হিমেল হাওয়ার প্রকৃতির রুপেতে
শিহরিত হয় এ হৃদয়।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | Redmi note 7 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
শিখতে কেন্দ্র করে অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন। শীতকালে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি সবগুলোই ফুটিয়ে তুলেছেন আপনার কবিতার মাঝে।।
একদম ঠিক এই বিষয়টা কালকে আমি বুঝতে পেরেছি যখন মাঠে খেলা করছিলাম।।
এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কবিতার মাধ্যমে শীতের প্রকোপ প্রকাশ পেয়েছে।আজ কয়দিন অনেক বেশি শীত পড়ছে ।সূর্যি মামা আমাদেরকে উঁকি দিয়েও দেখছেনা। কুয়াশার চাদরে ঢেকে গেছে সবকিছু এমন শীতের মধ্যে বের হতে মন চায় না।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
কবিতা পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে আপনার লেখা কবিতা "শীত" লিখেছেন। আপনার কবিতর মাধ্যমে শীত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার কাছে থেকে আশাকরি আরো সুন্দর সুন্দর কবিতা উপহার পাবো আমরা ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত দুর্দান্ত কমেন্ট করার জন্য।
কমবেশি সবাই এই শীত নিয়ে কবিতা রচয়িতা করছে আপনিও তার ভিন্ন নয়। আজ কয়েকদিন যাবত সূর্য দেখা যায় না যার জন্য অনেক শীত পড়ছে। আর এই গুলো আপনি আপনার কবিতার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। শীতের সময় শিশিরের বিন্দুগুলো যখন ঘাসের উপরে অথবা সরিষার ফুলের উপরে পড়ে তখন এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়। সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় যদি সূর্যের আলো ঘাসের উপরে পড়ে।যাইহোক আপনি শীতে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।
এত দুর্দান্ত কমেন্ট করে পাশে থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ জানাই।
শীত নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই, আসলে এই কবিতার মাধ্যমে শীতের প্রকৃতির ফুটিয়ে তুলেছেন, ভালো লাগলো আপনার কবিতাটি।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
শীতের মৌসুম নিয়ে লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। শীতের মৌসুমের সকল বিষয়ের অনুভূতি খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। এই সময়ে প্রচন্ড শীত পড়ে আজ দুইদিন যাবত সূর্যের আলোয় দেখতে পাই না।
এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সবাই দেখি শীতকে ভালোভাবেই উপভোগ করছে।দারুন দারুন কবিতা লিখছে শীত নিয়ে।ভাইয়া আপনার কবিতাটা বেশ দারুন হয়েছে। ভাষা গুলোও সহজ ভালো লাগে পড়তে।তাহলে সূর্যি মামা রাগ করছে তাই উঁকি দিচ্ছে না,এখন কেমনে রাগ ভাঙ্গানো যায়😉😉।ভালো ছিলো প্রতিটি লাইন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য
কবিতাটি পড়ে এত চমৎকার মতামত উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
সত্যিই বর্তমান সময়ে বাহিরে বের হতে মন চায় না অনেক বেশি শীতের তীব্রতা। আর এই শীতের উপলক্ষ করে আপনি খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন করে খুবই ভালো লাগবে। আপনি আপনার এই কবিতার মাধ্যমে শীতের তীব্রতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যিই বর্তমান সময়ে সূর্য দেখাটা সোনার হরিণের মত হয়ে গিয়েছে। মাঝে মাঝে মনে হয় সূর্য আমাদের ওপর অনেক বেশি রেগে আছে হাহাহা।
কবিতা দেখে এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
এখন শীতকাল আর শীতকাল নিয়ে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার মাধ্যমে শীতের প্রত্যেকটি কথা উল্লেখ করা রয়েছে। এভাবে এগিয়ে যান ভাইয়া এরকম আরো সুন্দর কবিতা দেখতে চাই।
এত সুন্দর মন্তব্য আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কনকনে শীতে শরীর সত্যিই ভীষণ অবশ হয়ে যাচ্ছে।এক মিনিটের জন্য লেপের তলা থেকে বার হতে পারছি না। যেই শরীরটা লেপের থেকে বেরিয়ে যাচ্ছে, অমনি কাঁপছে। এই শীত নিয়ে আপনার লেখা কবিতাটাও বেশ ভালো হয়েছে।
কবিতা দেখে এত সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।