শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সংগ্রাম করে যাওয়ার নামই জীবন।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সংগ্রাম করে যাওয়ার নামই জীবন সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230714_080859.jpg
লোকেশন
Device :- Redmi note 7

আমাদের জীবনটা খুবই অদ্ভুত। এই ক্ষুদ্র জীবনে আমরা জীবনকে ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য কত রকমের কাজ করে থাকি। পৃথিবীতে এসেছি আবার, স্বাভাবিক ভাবেই পৃথিবী থেকে চলে যেতে হবে । এই চলে যাওয়ার মাঝে জীবনকে টিকিয়ে রাখার জন্য কত না সংগ্রাম করতে হয় আমাদের। জীবন মানেই হলো সংগ্রাম করে বেঁচে থাকা। পৃথিবীতে খুবই অল্প মানুষ আছে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম গ্রহন করে থাকে। তারা হয়তো জীবন নিয়ে তেমন কিছু ভাবতে হয় না। তাদের জীবন খুব সুখে অতিবাহিত হয়ে থাকে‌। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয় । আর সংগ্রাম করতে যদি ব্যর্থ হয় তাহলে জীবন নামের প্রদীপটা নিভে যায় চোখের পলকে।

IMG_20230714_080918.jpg

IMG_20230714_080929.jpg

জীবনের প্রতিটি মোড়ে মোড়ে হাজার রকমের বাধা-বিপত্তি দেখা যায়। এই বাধা বিপত্তিকে সংগ্রামের মাধ্যমে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারলে জীবনের সফলতা। আর না হয় জীবন ঢেকে যাবে ব্যর্থতার মাঝে। জীবনের প্রদীপটা নিভে যাবে খুবই তাড়াতাড়ি। এই পৃথিবীতে প্রায় সকল মানুষের জীবনে প্রতিকূল মুহূর্ত এসে পড়ে। আর এই প্রতিকূল মুহূর্ত ধৈর্য সহকারে মোকাবেলা করতে পারলে জীবনের সফলতা অর্জন করা যায়‌ । জীবন মানেই যুদ্ধ। জীবনকে টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হবে। জীবন মানে সংগ্রাম, জীবনের সাথে সংগ্রাম করে যদি বেঁচে থাকা যায় তাহলে জীবনের স্বপ্ন গুলো পূরণ হবে। না হয় জীবনের স্বপ্ন গুলো ডানা মেলার পূর্বে হারিয়ে যাবে।

IMG_20230714_080954.jpg

আমাদের জীবনের মূল্য অনেক বেশি। এই পৃথিবীতে জীবনের সাথে আর কোন কিছু তুলনা করা যায় না। জীবনের প্রাণ পাখি একবার উড়ে গেলে আর কখনো ফিরে আসে না কোন কিছুর বিনিময়ে। আসলে জীবনের মূল্য কি তা কখনো বলে বুঝানো সম্ভব নয়। যা শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করার বিষয়। আমাদের এই মূল্যবান জীবন টিকিয়ে রাখতে হলে প্রতি মুহূর্তে লড়াই করে বাঁচতে হবে তা হোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। কারণ জীবনটা ফুলশয্যা নয়। জীবনটা হল কাঁটা যুক্ত। আমাদেরকে জীবনে চলার পথে কাটা গুলো সরিয়ে সামনের দিকে অগ্রসর হতে হয়। জীবনের মূল্যবান প্রদীপটা নিভিয়ে দেওয়ার জন্য প্রাকৃতিক ভাবে হোক বা, মানুষ সৃষ্ট বিভিন্ন সমস্যার দিক থেকে আঘাত আসবে। আর আঘাতকে প্রতিহত করে প্রতি মুহূর্ত জীবনকে টিকিয়ে রাখতেই হবে।

IMG_20230714_081032.jpg

পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জীব। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় আমাদের বিবেক মনুষত্ববোধ একবারে হারিয়ে যায়। জীবনে সামান্য সমস্যা দেখা দিলে আমরা ভেঙে পড়ি হতাশায় ডুবে যায়। তাই প্রকৃতি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে‌। পিপীলিকার দল যেমন জীবনকে টিকিয়ে রাখার জন্য একটি মাত্র কাঠি বা, ঘাসের উপর নির্ভর করে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করছে। পানি থেকে বাঁচার জন্য দূর থেকে সাঁতরিয়ে সবাই কাঠির উপর জড়ো হয়েছে । জীবনে শেষ নিঃশেষ ত্যাগ করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে পানির থেকে বাঁচার জন্য ‌ ঠিক তেমনি আমাদেরকেও বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে।

পিপীলিকা গুলো জীবনকে টিকিয়ে রাখার জন্য কত না কষ্ট করতেছে হয়তো তাদের ভাগ্য ভালো থাকলে বেঁচে যাবে আর না হয় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কঠিন পরিস্থিতিতেও পিপীলিকা ভেঙ্গে পড়ে যায় নাই। পানি যতো বাড়তেছে ততোই তারা কাঠির উপর নির্ভর করে জীবনকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মনে রাখা উচিত জীবন মানেই হলই যুদ্ধ।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছেন ভাই। আপনার কথায় আমি একদম একমত শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সংগ্রাম করে যাওয়ার নামই হচ্ছে জীবন। আসলে আমাদের সকলের জীবনে অনেক বাধা-বিপত্তি আসবে কিন্তু সেগুলো পার হয়ে যাওয়া হচ্ছে সংগ্রাম। ঠিক বলেছেন ভাই প্রতিটা প্রাণীর কাছে তার জীবনের মূল্য অনেক বেশি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

পোস্টটি পড়ে ভাই এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ভাইয়া খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করলেন। দারুন লিখেছেন। পড়ে ভীষণ ভালো লেগেছে। আসলে আমাদের জীবনের মূল্য অনেক।এই জীবনকে টিকিয়ে রাখতে হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের কে সংগ্রাম করে যেতে হবে।সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবন। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো‌। আসলে আমি জীবনের বাস্তব বিষয় গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ‌।

 last year 

জীবনটাই যুদ্ধ ক্ষেত্র সেটা যে কোন প্রাণীর ক্ষেত্রে।
খাবার এবং থাকার জায়গার জন্য প্রতিনিয়তই সব ধরনের প্রাণী সংগ্রাম এবং কঠোর পরিশ্রম করতে হয়।
কখনো সুখ কখনো দুঃখ এই মিলে সব ধরনের প্রাণীর জীবিকা চলে।
আপনি আজ সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর উপস্থাপনা করেছেন জীবন বৈচিত্র নিয়ে।

 last year 

ভাই আপনি ঠিকই বলেছেন জীবন মানেই হল যুদ্ধক্ষেত্র। পোস্টটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

জীবন সংগ্রাম ময় এ জীবন মানুষের জীবনেও কারো অন্য কোন পশু পাখির জীবনী হোক না কেন। জীবনের সংগ্রাম ছাড়া কোন কিছু জয়লাভ করা যায় না। সংগ্রামের মধ্যে দিয়ে নিজের জীবনকে সামনে দিকে এগিয়ে নিয়ে নিতে হয়। যে সংগ্রাম করতে যায় না সে তো আগেই ব্যর্থ হয়ে পরাজিত সৈনিকের মত মুখ থুবড়ে পড়ে থাকে। তাই জীবনকে সামনের দিকে ধাবিত করতে হলে অবশ্যই আপনাকে সংগ্রাম করে যেতে হবে।

Posted using SteemPro Mobile

 last year 

যে জীবন কখনো সংগ্রাম ময় নয় সে জীবন কখনো সফল নয়‌। এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির মধ্যে সংগ্রাম থাকে সবসময়। মানুষ থেকে শুরু করে সৃষ্টিকর্তা যত কিছু সৃষ্টি করেছেন তারাই প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন জীবনের তাগিদে। সামান্য পিঁপড়ার পর্যন্ত ভবিষ্যতের অনেক পরিকল্পনা থাকে। তবে মানুষের জীবনের ক্ষেত্রে কিন্তু তার থেকে আরও বেশি সংগ্রাম থাকে। আপনি ঠিক বলছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই সংগ্রামের কোন বিকল্প নেই।

 last year 

এত সুন্দর মতামত শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ঠিক বলেছেন আঘাতকে প্রতিহত করে প্রতি নিহত জীবনকে টিকিয়ে রাখতে হবে। এই ছোট্ট জীবনে আপনাকে সংগ্রাম করে বাঁচতে হবে। যতদিন পর্যন্ত আপনার জীবন আছে ততদিন পর্যন্ত আপনাকে যুদ্ধ করতে হবে। প্রত্যেক মানুষেরই জীবনের প্রতিকূল আসে তা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

যত কঠিন প্রতিকূল পরিস্থিতি সামনে এসে দাঁড়াক তা মোকাবেলা করতে পারলে জীবন সফল হবে। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আসলে আমাদের প্রত্যেকের জীবনটা সবথেকে বড় অদ্ভুত। আমরা যখন চাইবো সামনের দিকে এগিয়ে যেতে, তখন আমাদের জীবনে বাধা হয়ে অনেক কিছুই আসবে। আমরা অনেক সময় মৃত্যুরও মুখোমুখি হতে পারি। আর তখন আমাদের সংগ্রাম করে এগিয়ে যাওয়া উচিত। আপনি এই বিষয়টা পিপীলিকা গুলোকে দেখিয়ে খুব সুন্দর করে লিখেছেন এবং সম্পূর্ণটা অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। খুব ভালো লেগেছে।

 last year 

একেবারে বাস্তব অনুভূতি শেয়ার করেছেন আপনি আমরা যখন চাইবো সামনের দিকে এগিয়ে যেতে, তখন আমাদের জীবনে বাধা হয়ে অনেক কিছুই আসবে। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

প্রত্যেক মানুষের জীবন সংগ্রাম করতে হয়। সংগ্রাম ছাড়া মানুষের জীবন একদম চলে না। মানুষের জীবন এক ব্যতিক্রম জীবন। শত কষ্ট করে হলেও মানুষ সুখের আশায় সংগ্রাম করে। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত মানুষ সংগ্রাম করে বেঁচে থাকাতে চাই। চমৎকার একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

 last year 

এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আসলে আমাদের সবার উচিত শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের জীবনে আমাদেরকে এগিয়ে যেতে হবে তা সংগ্রাম করে। আমরা যদি সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে নিজের জীবনে উন্নতি করতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো। পিঁপড়া গুলো ছোট্ট একটা ঠাঁই নিয়েছে সবগুলো একসাথে হয়ে। শেষ নিশ্বাস পর্যন্ত তারা সংগ্রাম করছে, এ বিষয়টা ভালো লেগেছে।

 last year 

পোস্টটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72