আমার লেখা কবিতা " প্রকৃতির ছোঁয়া "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা প্রকৃতির ছোঁয়া সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
প্রকৃতির অপরূপ সৌন্দর্যে
আমার এই মন হারিয়ে যাই প্রকৃতির রঙেতে ।
আবহমান বাংলা ঋতু বৈচিত্র্যে
দক্ষিণের হাওয়াতে হৃদয় দোলা দেয়
প্রকৃতির উন্মেষনে মন আনন্দে।
প্রকৃতির সান্নিধ্যে নিজেকে বিলিয়ে দিই
জোনাকির জোছনা রাত্রিতে।
ভোর বেলার নির্মল হাওয়াতে
হৃদয়ে প্রশান্তি লাগে প্রকৃতির ছোঁয়াতে।
ফুলে সুবাসে সুবাসিত চারি ধার
দেখা মিলে প্রকৃতির সৌন্দর্যতা
প্রতি পরতে অপরূপ স্নিগ্ধতা
প্রকৃতি সাজে ভিন্ন ঋতুর আগমনে।
সবুজের সমারোহে মুগ্ধতা ছড়ায়
অপরূপ সৌন্দর্যতায়
সবুজে সবুজে মন মাতায়
প্রকৃতির অমৃত স্পর্শ ছোঁয়ায়।
সবুজ শ্যামলে ঘেরা
বাংলার প্রতিটি জনপদ
প্রাকৃতিক দৃশ্য অবলোকনে
হৃদয় রাঙ্গায় নৈস্বর্গিক সৌন্দর্যে।
আকাশের বিশালতায় প্রজাপতির মেলা
বর্ষা বারিধারা কদম ফুলের সৌরভে
শরতের কাশফুল শুভ্রতায়
দুই নয়ন দিয়ে উপভোগ করি
প্রকৃতির নীরব ভালোবাসা।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। এই প্রকৃতি এক ঋতুতে এক এক ধরনের রূপ ধারণ করে। যা দেখতে অনেক বেশি ভালো লাগে। প্রকৃতির যে দিকে তাকায় না কেন মুগ্ধ হয়ে যায়। সেই সুন্দর প্রকৃতিকে নিয়ে আপনি কবিতা লিখলেন। আর লেখা কবিতা পড়ে খুব ভালো লেগেছে।
https://x.com/MdAgim17/status/1796629416409493536?t=OJkOb-kAIN4pzn-QYkgKaA&s=19
আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কে স্বস্তি দেয়। আপনি আজকে প্রকৃতি কে নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি কবিতার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা গুলো তুলে ধরেছেন। আর আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য গুলোর অনুভূতি নিয়ে আপনি এই কবিতা লিখেছেন। প্রকৃতির মায়া ভরা এই কবিতাটি পড়ে অনেক ভাল লেগেছে ম আসলেই প্রকৃতি যেন এক মায়ায় বাঁধনে আমাদের বেঁধে রেখেছে।
ভাইয়া আপনার কবিতাগুলো বরাবর দারুন হয়।আজকের প্রকৃতি নিয়ে লেখা কবিতাটি সত্যি অনেক সুন্দর ছিল।ভালো লাগলো পোস্টটি।কবিতার লাইনগুলো সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
বরাবরি আপনি খুব চমৎকার কবিতা লিখেন। আপনার কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আসলে কবিতার লাইন ভালো লাগলে কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। চমৎকার কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
প্রকৃতির ছোঁয়া নামের কবিতাটি অনেক ভালো লাগলো আবৃত্তি করে।আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনি প্রাকৃতিক সৌন্দর্যকে কবিতার ভাষায় খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
আসলে ঠিক বলেছেন , গ্রাম বাংলার সৌন্দর্য আমাদেরকে সত্যি মুগ্ধ করে। আপনি আজকে এই সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। আমরা যারা গ্রামে রয়েছি তারা হয়তোবা এই সৌন্দর্য উপভোগ করতে পারি। এমনকি এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। যারা এই সৌন্দর্য উপভোগ করতে পারে তারাই হয়তোবা জানি। আপনার লেখা কবিতাটা সত্যি দারুন হয়েছে।
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।প্রকৃতির ছোঁয়া কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের মনের অনুভূতি প্রকাশ করা যায়। প্রকৃতির সৌন্দর্য নিয়ে খুব চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এই ধরনের কবিতা বারবার পড়তে মন চায়। সুন্দর করে প্রকৃতির ছোঁয়া কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
কে বলেছে ভাইয়া কবিতা লেখায় আপনার ভালো জ্ঞান নেই। আপনি কিন্তু ভালোই কবিতা লিখেছেন। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য ভালো লাগে। আর কবিতার ভাষায় আপনি এত সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।