বসন্তের ফুলের ফটোগ্রাফি (প্রতিযোগিতা - ১৩) আমার অংশগ্রহণ। /১০% প্রিয় 💞 @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের বসন্তের ফুলের ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

এই সুন্দর প্রতিযোগিতা আয়োজন করায় শ্রদ্ধেয় দাদা @rme প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সুস্বাস্থ্য কামনা করছি তার সাথে সাথে তাদের পরিবারের বিশেষ করে শ্রদ্ধেয় ছোট দাদা, প্রিয় বৌদি, স্নেহের টিনটিন বাবু সহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন সব সময় সুখে-শান্তিতে সমৃদ্ধির সাথে জীবন অতিবাহিত করতে পারে।
আমার বাংলা ব্লগ পরিবারের সকল এডমিন মডারেটরসহ সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। যার যার অবস্থান থেকে সবাই যেন ভালো থাকে সেই প্রত্যাশা করছি।

আসুন শুরু করি

ছয় ঋতুর মধ্যে বসন্ত অন্যতম। ষড়ঋতুর শেষ ঋতু হচ্ছে বসন্ত। ফাগুন এবং চৈত্র এই দুই মাস বসন্তকাল।প্রচন্ড শীতের রুক্ষতা কে কাটিয়ে বসন্তের আগমন ঘটে এবং গরমের বার্তা দিয়ে বসন্ত আমাদের মাঝ থেকে বিদায় হয়। শীতে যখন মানুষ একটু উষ্ণতার ছোঁয়া পেতে এদিক-ওদিক ছোটাছুটি করে ঠিক তখনই বসন্ত আসে প্রাকৃতিক সৌন্দর্য্যকে সাথে নিয়ে। তাই মানুষ অধিক আগ্রহে মনের গভীর থেকে বসন্ত কে বরণ করে নেয়। তাই মানুষ মনের গহীন থেকে বসন্তকে ঋতুরাজ হিসেবে সম্মোধন করেছেন। আসলে বসন্তকালে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এত এত পরিবর্তন হয়েছে যেদিকে তাকাই বসন্তের ছোঁয়া খুঁজে পাই।

বসন্ত ফুলের মাধ্যমে তার রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আসলে বসন্ত তার রূপকে এত এত সুন্দর ভাবে সাজিয়েছে মে যেদিকে তাকাই ফুলের মাধ্যমে রুপের সুব্রতা অনুভব করা যায়। বসন্ত তার মনের মাধুরী দিয়ে ফুলগুলোকে রাঙিয়েছে। অন্যসব ঋতু থেকে যেন বসন্তকে সহজে চেনা যায়। প্রশান্ত তার সৌন্দর্য প্রকাশের কোনো কমতি করেনি হাজারো ফুলের সৌরভে মাতিয়ে দিয়েছে এই ধরণীকে

IMG_20220302_101703.jpg

source

ক্যামেরা | Redmi note 7

আমি প্রথমে আপনাদের মাঝে বুনোফুল উপস্থাপন করতেছি। আসলে আমরা যারা শহর এলাকা থাকি ব্যস্ততম ইট পাথরের শহরে এই ফুলগুলো দেখা যায় না। যে ফুলগুলো সবাই এর কাছে অধিক পরিচিত এবং জনপ্রিয় এবং বিভিন্ন ফুলের তোড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ফুলগুলো আমরা বিভিন্ন বাসা বাড়ির সামনে, বিভিন্ন পার্কে, ফুলের নার্সারিতে, ফুলের দোকানে দেখতে পাই। কিন্তু এই বুনো ফুল গুলো সাধারণত গ্রাম অঞ্চলের দেখা যায় এগুলো স্থায়ীত্ব (জীবন কাল) খুবই কম। ঋতু পরিবর্তনের সাথে সাথে বুনোফুল গুলো পরিবর্তন হয় এক ঋতুতে এক এক ধরনের বুনোফুল দেখতে পাওয়া যায়।

আসলে বনফুল গুলো খুবই ছোট ছোট হয়ে থাকে। কয়েকটি বনফুল দেখলে এর সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না অনেকগুলো বনফুল একসাথে দেখতে পেলে এর সৌন্দর্য বিকশিত হয়। সঠিক সময়ে যদি আপনি বনফুল গুলো দেখতে পান তাহলে অবশ্যই মুগ্ধ হবেন। কারণ বুনো ফুলগুলো সৌন্দর্য সীমাহীন। বুনো ফুল গুলো বিভিন্ন জায়গায় জন্মে। রাস্তার পাশের, কৃষি জমিতে, বিভিন্ন শাক সবজির বাগানে, পুকুর পাড়ে, খাল-বিল, বিভিন্ন জলাশয়ে ধারে দেখতে পাওয়া যায়।

বুনো ফুল গুলোর নাম এক এক জায়গা বা, অঞ্চলে এক এক রকম হয়ে থাকে । অঞ্চলভেদে এর নামের পরিবর্তন রয়েছে। ফুলের নাম গুলো খুবই অদ্ভুত এবং হাস্যকর তাই আমি নাম সমূহ উল্লেখ করছি না।

বুনো ফুলের আলোকচিত্র সমূহ :-

IMG_20220302_120441.jpg

IMG_20220302_120356.jpg
https://w3w.co/deerskins.stylings.arduous

IMG_20220228_160908.jpg

IMG_20220228_160845.jpg
https://w3w.co/spinoff.slipping.untaxed

IMG_20220228_161153.jpg

IMG_20220228_161213.jpg
https://w3w.co/reaming.cocoon.legislators

IMG_20220228_173205_1.jpg

IMG_20220228_173327_1.jpg
https://w3w.co/gestation.expectancy.discharges

IMG_20220228_160819.jpg

IMG_20220228_160945.jpg
https://w3w.co/bracelets.deployable.lacked

IMG_20210919_084959.jpg

IMG_20211026_080915.jpg
https://w3w.co/connected.rebranded.proceedings

IMG_20220121_151021.jpg

IMG_20220121_151006.jpg
https://w3w.co/honed.incensed.doorbell

IMG_20211026_080739.jpg
https://w3w.co/operational.craved.memorial

IMG_20220302_082813.jpg

IMG_20220302_082843 (1).jpg
https://w3w.co/festivities.hooting.craziness

IMG_20220303_073803.jpg

IMG_20220302_120920.jpg
https://w3w.co/wipes.expunged.thunderstorms

IMG_20220303_074026.jpg

IMG_20220302_120813.jpg
https://w3w.co/sequenced.rehearsal.entangling

IMG_20220302_085714 (1).jpg

IMG_20220302_085731.jpg
https://w3w.co/slush.bodes.skinny

IMG_20220302_120032.jpg

IMG_20220302_121436.jpg
https://w3w.co/teahouses.refinished.costume

IMG_20220302_101703.jpg
https://w3w.co/good.reliability.questioning

IMG_20220302_121333.jpg

IMG_20220302_121354.jpg
https://w3w.co/wipes.expunged.thunderstorms

IMG_20220302_165627.jpg

IMG_20220302_165645.jpg
https://w3w.co/sequenced.rehearsal.entangling


https://w3w.co/good.reliability.questioning

বিভিন্ন ফলমূল এবং শাকসবজি ফুলের আলোকচিত্র সমূহ :-

IMG_20220302_084903.jpg

IMG_20220302_085002.jpg
https://w3w.co/wipes.expunged.thunderstorms

মটর রবি ডাল জাতীয় শস্যের মধ্যে অন্যতম। এটি প্রথম অবস্থায় গোলাকার সাদা রঙের হয়ে থাকে। বাংলাদেশে মটর ডাল ফসল উৎপাদন করা হয়।

IMG_20220302_085207.jpg

IMG_20220302_085214.jpg
https://w3w.co/sequenced.rehearsal.entangling

🥕 গাজর গাছ দেখতে অত্যন্ত সুন্দর। সালাত হিসেবে গাজর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গাজরের ফুল গুলো খুব ছোট ছোট দেখতে খুব সুন্দর লাগে।

IMG_20220302_102807.jpg

IMG_20220302_103049.jpg
https://w3w.co/sequenced.rehearsal.entangling

আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। সে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছে জনপ্রিয় গানের বাদামের ফুল এইটি। বাদামের ফুল দেখতে ছোট কিন্তু অত্যন্ত সুন্দর।

IMG_20220302_122140.jpg

IMG_20220302_122226.jpg
https://w3w.co/teahouses.refinished.costume

ভুট্টা আমাদের সকলের পরিচিত। এইটি হচ্ছে
ভুট্টা ফুল। ভুট্টার ব্যবহার অনেক ভুট্টা থেকে আটা উৎপাদন হয়। ভুট্টা হাঁস-মুরগির গবাদিপশুর উৎকৃষ্ট খাদ্য।

IMG_20220302_122359.jpg

IMG_20220302_122419.jpg
https://w3w.co/birthmarks.merrily.improbable

করলা সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয়। অনেকে তিতার জন্য করলা খায় না। তবে ডায়াবেটিস রোগীদের জন্য করলা অনেক উপকারী।

IMG_20220302_165922.jpg

IMG_20220302_170036.jpg
https://w3w.co/good.reliability.questioning

একি হচ্ছে খেসারি ডাল ফুল। ফুলটি দেখতে এবং হালকা সাদা হয়ে থাকে। খেসারি ডাল পেয়াজু তৈরিতে ব্যবহৃত হয়। তবে ভাজি করে এবং বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়। বিশেষ করে কাঁচা অবস্থায় এর ব্যাপক চাহিদা রয়েছে।

IMG_20211023_103540.jpg

IMG_20211023_103840.jpg
https://w3w.co/prelude.initiatives.overhaul

এই ফুলের নাম হচ্ছে টক পাতা ফুল এই ফুলের পাতা গুলো দিয়ে বিভিন্ন উপায় ভর্তা তৈরি করা হয়। গ্রাম বাংলার লোকজনের কাছে এই ভর্তা বেশ জনপ্রিয়।

IMG_20220302_081925.jpg

IMG_20220302_082015.jpg
https://w3w.co/slush.bodes.skinny

এটি হচ্ছে লাল ডাটা সবজির ফুল। ডাটা সবজি হিসেবে জনপ্রিয়। ডাটার বীজ রোপণের দেড় থেকে দুই মাসের পর গাছে ফুল আসে।

IMG_20220302_120634.jpg

IMG_20220302_120650.jpg
https://w3w.co/birthmarks.merrily.improbable

পেঁপে আমাদের কাছে অতি পরিচিত সবজি এবং অত্যন্ত সুস্বাদু মিষ্টি ফল । বসন্তকালের পেঁপে ফুল আসে এবং ফল ধরে। বর্ষাকালে ফলগুলো পরিপক্ক হয়।

IMG_20220301_155137.jpg

IMG_20220301_155220.jpg
https://w3w.co/good.reliability.questioning

মালটা আমাদের কাছে অধিক পরিচিত ফল। বাজারে প্রচুর চাহিদা রয়েছে। সাধারণত আমাদের দেশে মালটা কম উৎপাদন করা হয়।

IMG_20220301_154824.jpg
https://w3w.co/prelude.initiatives.overhaul

পেয়ারা সাধারণত বর্ষাকালে বেশি পাওয়া যায়। তবে বসন্তকালের ফুল ফোটা আরাম্ভ হয়ে থাকে। পেয়ারার পুষ্টিগুণ অনেক।

IMG_20220301_154904.jpg

IMG_20220301_154915 (1).jpg
https://w3w.co/good.reliability.questioning

এইটি হচ্ছে কমলা ফুল। কমলা ফলের সাথে আমরা সবাই পরিচিত। মানবদেহের জন্য কমলা অত্যন্ত ভালো। কমান সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি তাই কিছু বললাম না।

IMG_20220228_165456.jpg

IMG_20220228_165515.jpg
https://w3w.co/prelude.initiatives.overhaul

এইটি হচ্ছে লেবু ফলের ফুল । ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছে লেবু। লেবুর ব্যবহার অনেক অনেক বেশি। লেবুর পুষ্টিগুণ বলে শেষ করা যাবেনা।

বসন্তের বিভিন্ন ধরনের ফুলের আলোকচিত্র সমূহ :-

IMG_20220302_101523.jpg

IMG_20220302_101401.jpg
https://w3w.co/teahouses.refinished.costume

এই ফুলটির নাম হচ্ছে শিমুল ফুল। খুবই সৌন্দর্য ফুল।
শিমুল যদি হইতাম আমি শিমুলের ডালে রূপ আমারে বাহির হতে ফাগুনের ও কালে।

IMG_20220208_131559.jpg

IMG_20220208_131817_1.jpg

IMG_20220208_132125.jpg

IMG_20220208_131946.jpg

IMG_20220208_132007.jpg
https://w3w.co/dodged.constructed.nailing

এইটি হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুলের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। এর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় না। অনেক জাতের ডালিয়া ফুল দেখতে পাওয়া যায়।

IMG_20220301_130537.jpg

IMG_20220301_130531.jpg

IMG_20220301_125105.jpg

IMG_20220228_170426.jpg

IMG_20220228_162023.jpg

IMG_20220301_112857.jpg
https://w3w.co/birthmarks.merrily.improbable

জবা আমাদের কাছে অতি সাধারণ একটি ফুল। আমি কয়েকটি জাতের জবা ফুলের আলোকচিত্র আপনাদের মাঝে উপস্থাপন করেছি। সাধারণত জবা সব জায়গায় দেখা যায়। জবা ফুল বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করা হয়ে থাকে।

IMG_20220228_135236.jpg

IMG_20220228_135041.jpg
https://w3w.co/good.reliability.questioning

ফুলটির নাম হল বাগানবিলাস এটি সাধারণত গেটের সামনে লাগানো হয়ে থাকে। গেটে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল ব্যাপক পরিচিত এবং জনপ্রিয়। ফুল গুলো সব জায়গায় দেখা যায়। এইটি দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে।

IMG_20220301_131117.jpg

IMG_20220301_131052.jpg

IMG_20220301_131110.jpg

IMG_20220301_130149.jpg
https://w3w.co/operational.craved.memorial

আমরা প্রায় সবাই এই কচমচ ফুলটি চিনে থাকি।এটি আকৃতিতে ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে অন্য যেকোনো ফুল কে হার মানাতে সক্ষম। সাদা, হলুদ, গোলাপি সহ বিভিন্ন রঙের কচমচ ফুল দেখতে পাওয়া যায়।

IMG_20220301_125133.jpg

IMG_20220301_125146.jpg
https://w3w.co/honed.incensed.doorbell

এই ফুলটির নাম অদম্য ব্লুমার । আসলে আমার ফুলটির নাম জানা ছিল না। আমি গুগোল থেকে সংগ্রহ করেছি। এই ফুলটি দেখতে অত্যন্ত সুন্দর ফুলগুলো খুব উজ্জ্বল রঙের হয়ে থাকে যা দেখতে খুব সুন্দর দেখায়। ফুলগুলো সৌন্দর্য খুবই অসাধারণ এগুলো সাধারণত বাসা বাড়ির ছাদে এবং টবে লাগানো হয় ‌‌।

IMG_20220301_131313.jpg

IMG_20220301_131418.jpg
https://w3w.co/bracelets.deployable.lacked

এই ফুলটির নাম হচ্ছে অপরাজিতা এটি লতাজাতীয় উদ্ভিদ। সাধারণত বাসা বাড়ির বেলকুনিতে এবং গেটে এই ফুল বেশি দেখা যায়। এই ফুলগুলো অত্যন্ত সুন্দর নীল রঙের কালার দেখ সবাই মুগ্ধ হয়।

IMG_20220228_165946.jpg

IMG_20220228_170008.jpg

IMG_20220301_113402.jpg

IMG_20220301_113409_1.jpg
https://w3w.co/honed.incensed.doorbell

এই ফুলগুলোকে রঙ্গন ফুল বলা হয়ে থাকে। এগুলো সৌন্দর্য খুবই অসাধারণ। যে কেউ ফুলগুলোকে দেখে মুগ্ধ হতে পারে। সাধারণত অফিস আদালত বা বাসা বাড়ির প্রবেশের দুই পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গাছ রোপন করে থাকে।

IMG_20220302_082526.jpg

IMG_20220302_082600.jpg
https://w3w.co/prelude.initiatives.overhaul

এই ফুলকে আঞ্চলিক ভাষায় আপন পাতার ফুল বলা হয়ে থাকে। এই ফুলের পাতা মচকে যাওয়া বা, আঘাত প্রাপ্ত জায়গাতে হালকা গরম করে লাগিয়ে দিলে কিছুটা ব্যথা কম অনুভব করা যায়। এই ফুলগুলো ফুটলে অনেক সুন্দর দেখায়।

IMG_20220301_125015.jpg

IMG_20220125_141559.jpg

IMG_20220125_141631.jpg

IMG_20220301_124948.jpg

IMG_20220125_141617.jpg
https://w3w.co/connected.rebranded.proceedings

এই ফুলের নাম হচ্ছে ডায়ান্থাস ফুল। এই ফুলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আমাদের দেশে। এটি একটি গুচ্ছ ফুল। একটি গাছে অনেকগুলো ফুল এক সাথে ফুটে থাকে।


https://w3w.co/slush.bodes.skinnyঐগ

এই ফুলটি আঞ্চলিক ভাষায় ভাইট ফুল বলা হয়ে থাকে। ফুলটি দেখতে অত্যন্ত সুন্দর লাগে ছোট ছোট অনেকগুলো সাদা ফুল ফুটে। বিশেষ করে এই ফুল গাছ রাস্তার দুই পাশে দেখা যায়।

আমি আপনাদের বেশ পরিচিত আরো কিছু ফুলের আলোচিত উপস্থাপন করছি।

IMG_20220228_160123.jpg

IMG_20220228_160208.jpg

IMG_20220228_160335.jpg
https://w3w.co/gestation.expectancy.discharges

এই ফুলগুলো বুনোফুল হিসেবে পরিচিত। এগুলো সাধারণত বিভিন্ন জলাশয়ে খাল বা,বিলের পাশে দেখতে পাওয়া যায়। এই ফুলের গাছ ছোট আকারের বৃক্ষের মতন হয়ে থাকে। গাছগুলোর উচ্চতা 7 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।

IMG_20220301_125627.jpg

IMG_20220301_125714.jpg

IMG_20220301_130335.jpg

IMG_20220125_140805.jpg

IMG_20220125_142138.jpg

(
https://cdn.steemitimages.com/DQmSZA57F86YQzBzxKqhtzRHGnKNyMGmkEQmBmoy55GTTc

গোলাপ আমাদের অতি পরিচিত এবং বেশ জনপ্রিয় একটি ফুল। গোলাপকে ফুলের রাজা বলা হয়ে থাকে। গোলাপ অনেক জাতের রয়েছে। জাত ভেদে গোলাপ ছোট এবং বড় হয়ে থাকে। সাধারণত বিভিন্ন রংয়ের গোলাপ দেখা যায়।

IMG_20220301_130433.jpg

IMG_20220301_130441.jpg
https://w3w.co/gestation.expectancy.discharges

এই ফুলগুলোর নাম আমার জানা ছিল না। আমি অনেক খোঁজা করার পরে এই নামটি জানতে পেরেছি। এই ফুলের নাম হল ক্যালিয়েন্ড্রা টারমিনা। ফুল গুলো দেখতে অত্যন্ত সুন্দর। গাছের শাখা-প্রশাখা তে অনেকগুলো ফুল ফুটে।

IMG_20220301_130853.jpg

IMG_20220301_130901.jpg

https://w3w.co/spinoff.slipping.untaxed

ফুলের নাম হল নয়ন তারা। এই ফুলগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। ফুলগুলো পাপড়ি গোলাপি এবং হালকা সাদা রঙের হয়ে থাকে। অফিস-আদালতে, বাসা বাড়িতে, বাসার ছাদে সব জায়গায় দেখতে পাওয়া যায়। এই ফুলটির সাথে আমরা সবাই পরিচিত।

IMG_20220301_130931.jpg


https://w3w.co/operational.craved.memorial

এই ফুলটি নাম হলো অ্যাসক্লেপিয়াস কুরাসাভিকা ।সাধারণত মিল্কউইড নামে এইটি অধিক পরিচিত। এই ফুলগুলো আমাদের দেশীয় ফুল নয়। ফুল গুলোর উৎপত্তিস্থল হলো দক্ষিণ আমেরিকা। ফুল গুরু সৌন্দর্যের কারণে আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ফুলগুলোর বিভিন্ন জাত রয়েছে। ফুল গুলো দেখতে অত্যন্ত সুন্দর দেখায়।

IMG_20220125_141502.jpg
https://w3w.co/connected.rebranded.proceedings

IMG_20220125_141525.jpg

ঞ.jpg
https://w3w.co/deerskins.stylings.arduous

সাধারণত গাঁদা ফুল চিনে না । এমন লোক খুঁজে পাওয়া যায় না। সবার বাড়িতে কমবেশি গাঁদা ফুল গাছ রয়েছে। বিশেষ করে ছাদের উপরে এবং বারান্দায় গাঁদা ফুল লাগানো হয়ে থাকে। গাঁদা ফুল গাছের অনেক জাত রয়েছে। জাত ভেদে ফুল বড় ছোট হয়ে থাকে । গাঁদা ফুল গান বিভিন্ন রংয়ের হয়।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

সবাইকে শুভ সকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

অনেক সুন্দর সুন্দর ছবি দেখে সবার মত আমার চোখও ছানাবড়া হলো।অনেক ভাল লাগল।

 2 years ago 

বাহ একদম পরিপক্ক উপস্থাপনা ছিল । বিচিত্র সব ফুলের গোছানো উপস্থাপনা । শুভেচ্ছা রইল।

 2 years ago 

পোস্টটি দেখে এত সুন্দর ভাবে মনের অনুভূতি প্রকাশ করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

বসন্তের ফটোগ্রাফি গুলো দেখে আমার ভালো লাগলো। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যিই অসাধারণ। আপনার ফটোগ্রাফি কোন তুলনা হয় না। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

এত সুন্দর প্রশংসা করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি ভাই আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন সাথে উপস্থাপনা টাও বেশ চমৎকার ছিল। আমার কাছে প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে কোন ফুলের বাগান ও শাকসবজির বাগান থেকে ঘুরে এসেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ,বেশ অনেক ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া।খুবই সুন্দর হয়েছে, তাছাড়া আপনি অনেক বুনো ফুলের ছবি শেয়ার করেছেন।এর মধ্যে অনেক কয়টির নাম আমার জানা রয়েছে অবশ্য।অনেক ফুল একসঙ্গে দেখে খুবই ভালো লাগলো,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক ভালো লাগলো এত সুন্দর কমেন্ট দেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার ফুলের ফটোগ্রাফি। অনেক শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

ভাই আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সুন্দরভাবে আপনার ফটোগ্রাফি গুলো করেছেন। যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

সুন্দরভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার বাংলা ব্লগ বসন্তের ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতা উপলক্ষে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির গুলো দেখে মনে হচ্ছে যেন আমি একটি ফুল বাগানের মধ্যে চলে এসেছি। সবজির ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

পোস্টটি দেখে এত সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সত্যি বলছি ভাইয়া অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি। আপনার ক্যামেরাবন্দি করা প্রতিটি ছবি আমার খুব চেনা। এর আগেও আমি অনেক দেখেছি। খুব ভালো লাগলো আজ আবার নতুন করে দেখলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

সত্যি ভাই অসাধারন ছিল আপনার ফটোগ্রাফি। যেমন রঙিন কালারফুল ঠিক তেমনি চোখ ধাঁধানো। বিশেষ করে কাঁচা বাদামের গাছের ফটোগ্রাফি বেশ ভালই লেগেছে। আর আপনি বেশ রসিক মানুষও বটে 😍।

 2 years ago 

এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64058.80
ETH 3150.15
USDT 1.00
SBD 3.99