ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে কাটানো কিছু মুহূর্ত / শেষ পর্ব।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে কাটানো কিছু মুহূর্ত সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আপনাদের মাঝে ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে কাটানো কিছু মুহূর্তের প্রথম পর্ব উপস্থাপন করেছি কিছুদিন আগে। আজ শেষ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে সকাল তুলনায় পড়ন্ত বিকেলে এবং গোধূলি সন্ধ্যায় বেশ দর্শনার্থীদের সমাগম হয়ে থাকে। আমি অবশ্যই দুপুরের পরে প্রদর্শনী স্থানে গিয়ে পৌঁছে ছিলাম। তাই ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী পুরো এরিয়া সুন্দর ভাবে ঘুরে ঘুরে দেখার সুযোগ হলো। নৌকা গুলো যে জায়গায় সাজিয়ে রাখা হয়েছিলো ঐ স্থানের কাছাকাছি জায়গায় দর্শনার্থীদের যেতে বারণ। তাই দূর থেকে সবাই ঘুরে ঘুরে নৌকা গুলো দেখে থাকে এবং ফটোগ্রাফি করে।
আমিও দূর থেকে অনেক গুলো নৌকার ফটোগ্রাফি করেছি। আসলে নৌকার কাছে থেকে ফটোগ্রাফি করতে পারলে আরো বেশ সুন্দর ভাবে নৌকা গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারতাম।একে বারে ছোট তিনটি নৌকা দেখতে পেলাম। নৌকা গুলো এতোটাই ছোট সাধারণত একজন মানুষ বসতে বেশ কষ্ট হবে। আমি নৌকা গুলো দেখে মনে মনে ভাবছি মানুষ বসলে নৌকা গুলো কিভাবে পানিতে ভাসবে? ছোট নৌকা গুলো কাঁচের গ্লাসের মধ্যে রাখা হয়েছে। কিছু কিছু নৌকা দেখতে বেশ সুন্দর। নৌকার গঠন বৈশিষ্ট্য সত্যি বেশ দারুণ ছিলো।
বড় নৌকাগুলো বাঁশ এবং কাঠ দিয়ে খুব চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। আসলে চমৎকার নৌকা গুলো দেখে নৌকাতে চড়তে বেশ ইচ্ছে করছে। যদিও সেখানে নৌকা গুলো সাজিয়ে রাখা হয়েছে টেবিলের উপর। পানির কোন ব্যবস্থা নেই। পানির উপর নৌকা গুলো ভাসমান থাকলে দেখতে আরো সুন্দর লাগতো। দর্শনার্থীদের মধ্যে দেখতে আসা ছোট ছেলেমেয়েরা নৌকাতে উঠে বেশ চেষ্টা করছে। প্রদর্শনীর লোকজন ছোট ছেলে মেয়েদের বেশ বারণ করছে নৌকাতে না ওঠার জন্য। আসলে নৌকা দেখলে নৌকাতে উঠতে সবাই বেশ মন চায়। নৌকাতে উঠার আনন্দ অন্যরকম হয়ে থাকে। নদীতে নৌকা ভ্রমনে অনুভূতি সত্যি বেশ দারুন হয়ে থাকে।
প্রদর্শনীতে প্রায় ১৮ রকমের নৌকা উপস্থাপন করেছে। কিছু কিছু নৌকা দেখতে খুবই সুন্দর লাগছে। নৌকা গুলো বিভিন্ন রং করে সাজানোর কারণে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। প্রত্যেকটি নৌকা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে। যাতে করে দর্শনার্থীরা নৌকা গুলো সম্পর্কে জানতে পারে। নৌকা গুলোর নাম দেখে বেশ ভালো লাগলো আমার। নৌকা প্রদর্শনের মাধ্যমে প্রাচীন এবং মধ্যযুগের এই বাংলা জনপদের মানুষের যাতায়াত ব্যবস্থা চিত্র তুলে ধরা হয়েছে। আগের কাল মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিলো নৌকা। কারণ এই বাংলার জনপদ ছিলো নদ নদীতে ভরপুর। নৌকার মাধ্যমে মানুষ যাতায়াত করতো এবং নদ নদীতে মাছ ধরতো।
পণ্য পরিবহনের জন্যও নৌকা বেশ গুরুত্বপূর্ণ ছিলো। ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে নৌকার বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম। নৌকার অংশ সমূহ হলো- ছাউনী, হাল, দাঁড়, পাল, পালের দড়ি, নোঙর, খুঁটি দড়ি, বৈঠা, লগি ইত্যাদি । তাছাড়া আরো কিছু
নৌকার অংশ রয়েছে যে গুলো মনে পড়ছে না। নৌকার পাল বিভিন্ন রকমের হয়ে থাকে। কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নৌকা তৈরি করা যায়। ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি। বিভিন্ন রকমের নৌকা দেখে বেশ ভালো লাগলো। নৌকা সম্পর্কে অনেক কিছু জানতে পারি । নৌকা প্রদর্শনীতে প্রতি মুহূর্ত বেশ সুন্দর ভাবে কাটাতে পেরে অনেক ভালো লাগলো। ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে বেশ ভালো সময় কাটিয়েছি।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/MdAgim17/status/1795466256717660240?t=4X4cXVHx6p1T_7Udh6A9WA&s=19
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন। আপনার আজকের শেয়ার করা শেষ পর্বটি দেখে খুবই ভালো লাগলো। আপনি দেখছি এই নৌকা প্রদর্শ নিতে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছিলেন। এবং সেখান থেকে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন সেই সাথে নৌকার বিভিন্ন বিষয় জানতে পেরেছেন । আসলে নৌকাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। পালতোলা নৌকাগুলো খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
পোস্টটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি দূর থেকে ফটোগ্রাফিগুলো ক্যাপচার করলেও এমন ভাবে আমাদের মাঝে সাজিয়ে তুলেছেন যে মনে হচ্ছে যে ওখানে গিয়ে আমরা উপভোগ করছি। বেশ দারুন এবং সাজিয়ে গুছিয়ে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট হয়েছে। আর সত্যি বলতে এই ধরনের প্রতিযোগিতা আমাদের এলাকায় না হলেও এমন একটা সুন্দর মুহূর্ত আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ ভাই পোস্টটি পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।
আসলে দিন দিন যেভাবে আমরা নদী নষ্ট করছি তাতে করে এসব নদী-নালা ধ্বংস হয়ে যাচ্ছে। আসসালাম আগের সময় নাকি এইসব নদী দিয়ে বিভিন্ন ধরনের নৌকা চলাচল করতো। এছাড়াও যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এসব নৌকা। যাইহোক আজকের নৌকা প্রদর্শনীতে আপনি বিভিন্ন ধরনের নৌকা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ঐতিহ্যবাহী পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত শেয়ার করার জন্য।
প্রতিটা নৌকা দেখতে অনেক সুন্দর। এত সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছে নিজ চোখে দেখলে আরো ভালো লাগতো। যেটা আপনি ভালই উপভোগ করেছেন । ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী যেটা সময়ের সাথে সাথে বিলুপ্তির পথে। এই ধরনের নৌকা গুলো দিনে দিনে কমে যাচ্ছে ভালো লাগলো । আমাদের সাথে ভাগাভাগি করার জন্য ধন্যবাদ।
এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি কিন্তু ভাইয়া দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে কখনো নৌকা প্রদর্শনী দেখা হয়নি। এ প্রথম দেখতে পারলাম আপনার পোস্টের মধ্য দিয়ে। পাশাপাশি নতুন একটা বিষয়ে ধারণা পেয়ে গেলাম। বেশ ভালো লাগলো আপনার পোস্ট দেখে।
পোস্টটি দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
এর আগে এই ব্লগের একটি পর্ব দেখে ভীষণ ভালো লেগেছিল এবং আজকের পর্বটি দেখেও খুব ভালো লাগলো। আপনার এই পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের নৌকা দেখতে পেলাম। নৌকায় চড়তে আমার ভীষণ ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন সেখানে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান সময় ব্যয় করে চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হাজার বছর আগের নৌকাও দেখলাম এখানে আছে। আসলে এই ধরনের মুহূর্তগুলো অনেক স্মৃতি হয়ে থাকে সব সময়। আমি নিজেও এ ধরনের ঐতিহাসিক জায়গাগুলোতে যেতে অনেক পছন্দ করি। আপনি তো দেখে খুব সুন্দর ভাবে ঘুরাফেরা করেছিলেন। এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাই, ঐতিহাসিক জায়গা গুলোতে যেতে বেশ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। এই নৌকা প্রদর্শনীতে গিয়ে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে যা আমি আগে কখনো দেখিনি। আপনার কাছ থেকে নতুন কিছু জিনিস দেখে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ৷
এতো অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই।