গতকাল বন্যার ভয়াবহতা খুবই ব্যাপক ছিলো।

in আমার বাংলা ব্লগyesterday

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের,গতকাল বন্যার ভয়াবহতা খুবই ব্যাপক ছিলো এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000046332.jpg

1000046327.jpg

আপনারা সকলের অবগত আছেন যে, দেশের দক্ষিণ অঞ্চলের জেলা গুলোতে কয়েকদিন যাবৎ ব্যাপক বন্যা সংঘটিত হচ্ছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী জেলা গুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। কোথায় নিরাপদ জায়গা নেই। আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যন্ত পানি উঠে গেছে। বিশুদ্ধ পানি এবং খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের প্রচন্ড ভীড় এর কারণে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে ‌‌। বিশেষ করে গ্ৰামের প্রান্তিক জনগোষ্ঠী এই বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সহজে কোথায়ও নিরাপদ স্থানে যেতে পারে নি।

IMG20240827181000.jpg

নিরুপায় হয়ে কেউ ঘরের চালে উপরে কেউ গাছের ডালের উপর আশ্রয় নিয়েছে। গ্ৰামের প্রান্তিক মানুষের যা কিছু রয়েছে তা পানির নিচে তলিয়ে হয়ে গেছে। সবকিছু হারিয়ে এখন সবাই সর্বস্বান্ত। কোন কোন জায়গায় বন্যার পানি মানুষের বুক সমান এবং মাথা সমান পর্যন্ত উঠে গেছে। চারদিকে পানি শুধু থৈ থৈ করতেছে। প্রতিটি গ্রাম দেখলে নদীর মতোন মনে হয়। মনে হয় মাঝে মাঝে কিছু ঘর বাড়ি গাছপালা নদীর মাঝে দাড়িয়ে আছে। এমন ভয়াবহ দৃশ্য আর আগে কখনো দেখা যায়নি ‌ এতো ভয়াবহ বন্যা বিগত বছর গুলোতে আর হয় নি। যে জায়গা গুলোতে পানি উঠার সম্ভাবনা একেবারে কম যেখানে পর্যন্ত পানি উঠে গেছে।

IMG20240825173018.jpg

দেশের ছাত্র সমাজ এবং মানবিক সংগঠন গুলো তারা যথেষ্ট চেষ্টা করতেছে সাধারণ বন্যা দুর্গত মানুষের হাতে হাতে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য‌ । পানি অতিরিক্ত বৃদ্ধি ফলে গ্রামীন রাস্তা গুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এবং ত্রাণ সামগ্রী পরিচালনা ক্ষেত্রে দুর্বলতার কারণে প্রান্তিক গ্রামের জনগোষ্ঠীর হাতে ত্রাণ সামগ্রী আসছে না। দূর দূরান্ত থেকে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসছে তারা শহর বা, বাজার কেন্দ্রিক আশেপাশে জায়গা গুলোতে ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছে। কিন্তু প্রান্তিক গ্রামের মানুষজন ত্রাণ সামগ্রী পারছে না। এতে করে তারা মানবিক জীবন যাপন করছে।

তার উপর গতকাল আমাদের নোয়াখালী মুছাপুর ক্লোজার ভেঙ্গে যাওয়াতে মুহূর্তের মধ্যে গ্রামের পর গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। গ্ৰাম অঞ্চলের মানুষের নিজের বলতে এখন কোন কিছুই নেই। সবকিছু পানির নিচে চলে গেছে। বিশেষ করে অনেক গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল সবকিছু পানির স্রোতে ভেসে গেছে। গতকালের প্রতিটি মুহূর্ত ছিলো খুবই নির্মম এবং ভয়ানক। মানুষের ভোগান্তি ছিল চরম পর্যায়ে। বন্যার কারণে মানুষের কষ্টের কোনো সীমা ছিল না। গতকালের বন্যার সবচেয়ে ভয়ানক রূপ দেখলাম আমরা। মুহূর্তে মানুষ সবকিছু মিলিয়ে নিয়ে গেছে চোখের পলকে।

IMG20240827180457.jpg

বন্যার ভয়াবহতার আতঙ্ক ছড়িয়ে পড়লো সবার মাঝে। ভয়ানক বন্যা থেকে মানুষের তার নিজের জীবন কোনরকম বাঁচিয়ে রাখতে পারলেও তার কোন কিছুই রক্ষা করতে পারে নি। অনেক শিশু এবং বৃদ্ধ হারিয়ে গেছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন ভয়াবহতার দৃষ্টি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। জানি না বন্যার পানি কখন কমবে প্রতিমুহূর্তে পানি বাড়তেছে‌ । আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভয়াবহ বন্যার হাতে রক্ষা পায়। আবার পুনরায় নিরাপদ স্থানে থাকতে পারি। পানি দ্রুত কমে যাবে পুনরায় স্বাভাবিক অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবে এই আশাবাদ ব্যস্ত করি সৃষ্টিকর্তার কাছে। ‌


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 yesterday 

বন্যার ভয়াবহ রূপ দেখে বেশ খারাপ লাগলো। ছবিগুলো দেখে সত্যি ভীষণ খারাপ লেগেছে। বন্যায় প্রত্যেকটা মানুষের ভীষণ ক্ষতি হচ্ছে। পানি কমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা বেশ সময় এবং কষ্টকর একটা ব্যাপার। ভয়াবহ বন্যার রূপ গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

আল্লাহ যেন আপনাদের সহায় হোন এতগুলো মানুষ পানি বন্দী। অনেক মানুষ পানিতে ভেসে গেছে জানমাল সবকিছু ধ্বংস হয়ে গেছে।যেহেতু পানি বাড়ছিল তাহলে তো বেশ ভয়ের কারণ। আর মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে আরো অনেক খারাপ লাগলো। যেহেতু বন্যার পানি সবকিছুই নিয়ে যাচ্ছে সাথে এভাবে যদি মানুষের জীবন নিয়ে যায় তাহলে কত কষ্টের তার ভাষা প্রকাশ করার মত নয়। আপনাদের সবার জন্য দোয়া রইল।

 yesterday 

বন্যার কারণে দেশের অনেক মানুষ বেশ করুন ভাবে দিন পার করছে। তাদের এমন করুন দৃশ্য দেখে আমার খুবই খারাপ। দোয়া করি দ্রুত দেশের মানুষের এমন পরিবেশ পরিস্থিতি থেকে রক্ষা পাক। সবার জন্য দোয়া রইল।

 17 hours ago 

আপনাদের অবস্থা টা চিন্তা করে খুবই খারাপ লাগছে। স্মরণকালের সবচাইতে খারাপ সময় আপনারা অতিবাহিত করছেন। এইরকম বন‍্যায় মানুষের পাশাপাশি গরু ছাগল পশু পাখি রয়েছে প্রচণ্ড বিপদে। আশাকরি এমন পরিস্থিতি খুব দ্রুতই কেটে যাবে। আপনাদের জন্য শুভকামনা ভাই।

 8 hours ago 

বর্তমান বন্যা পরিস্থিতির কারণে দক্ষিণ অঞ্চলে অনেক জেলা পানির নিচে অনেক জায়গা তলিয়ে গেছে। আর এ পরিস্থিতিতে মানুষ তাদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে। তবে যুব সমাজ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের সাধ্যমত চেষ্টা করতেছে। তবে এটি ঠিক বলেছেন আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের বিট অনেক এবং অনেক মানুষ অসুস্থ হচ্ছে। আর বন্যার এই পরিস্থিতির মধ্যে নিচু এলাকা গুলোতে এখনো পানি বৃদ্ধি হচ্ছে। অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59488.68
ETH 2538.17
USDT 1.00
SBD 2.52