মানুষ আটকায় ভালোবাসার মায়ায় আর অমানুষ আটকায় স্বার্থে।

in আমার বাংলা ব্লগlast month

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের,মানুষ আটকায় ভালোবাসার মায়ায় আর অমানুষ আটকায় স্বার্থে এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000050283.jpg
source

আসুন শুরু করি

মানুষের জীবন খুবই বৈচিত্রময় এবং অদ্ভুত। মানুষ এই পৃথিবীতে বাঁচে খুব কম সময় কিন্তু এই কম সময়ে মানুষ বাঁচার জন্য হাজারো রকম আয়োজন করে থাকে। কিছু কিছু রঙিন আয়োজন এমন হয় আয়োজন সম্পন্ন হওয়ার আগে মানুষ এই পৃথিবী থেকে চলে যায়। মানুষের জীবন খুবই ক্ষুদ্র। কিন্তু মানুষ তার এই ক্ষুদ্র জীবনকে উপভোগ করার জন্য হাজারো রকম রঙ্গমঞ্চ তৈরি করে। মানুষ ভাবে না এসব রঙ্গমঞ্চ একদিন এই পৃথিবীতে থেকে যাবে কিন্তু মানুষ এই পৃথিবী থেকে চলে যেতে হবে। নিজের প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই করা ভালো নয় । কিন্তু মানুষ তার ক্ষুদ্র জীবনে অতিরিক্ত অর্থ সম্পদ অর্জন করে দিন শেষে দেখা যায় এসব অর্থ সম্পদ উপভোগ করার সময় থাকে না মানুষের।

মানুষের জন্ম যেমন প্রকৃত সত্য ঠিক তেমনি জন্মগ্রহণ করলে মৃত্যু হবে এইটাই প্রকৃত সত্য। কিন্তু মানুষ কখন মারা যাবে এইটা কেউ বলতে পারে না। মানুষ যদি জানতো তার মৃত্যু অতি সন্নিকটে তাহলে সে কখনো মিথ্যার মায়াজালে রঙ্গমঞ্চ তৈরি করতো না। জীবন পরিচালনার জন্য টাকার প্রয়োজন কিন্তু আমরা সমাজে এমনও মানুষ দেখি যারা জীবনকে টাকার কাছে উৎসর্গ করে দেয়। টাকা থাকবে জীবনের প্রয়োজনে কিন্তু জীবন যেন টাকার কাছে আত্মসমর্পণ না করে এই বিষয়টা আমাদের খুব ভাবতে হবে। পরিবার সমাজ সংসার পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয় তা বাস্তব।

তবে অনেকে অর্থ উপার্জন করতে গিয়ে এমন ভাবে জীবনকে উৎসর্গ করে যেন মনে হয় ঐ ব্যক্তি কখনো এই পৃথিবী থেকে মারা যাবে না। টাকায় তার জীবনের সব। সে তার জীবনের সর্বোচ্চ সবকিছু বিলিয়ে দিয়ে টাকা কে ভালোবাসে। কিন্তু এই টাকার ভালোবাসা দিন শেষে জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই ক্ষুদ্র জীবনে টাকার চেয়ে নিজের জীবনের আত্মমর্যাদা, মনুষত্ববোধ, সততা এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের আত্মমর্যাদা এবং মনুষত্ববোধ ঠিক রেখে সততার মাধ্যমে টাকা উপার্জন করা যায়। এতে নিজের জীবনকে উপভোগ করা যায় ভালোভাবে।

কিন্তু যখন টাকার জন্য নিজে আত্মমর্যাদা এবং সততা কে বিক্রি করে দিয়ে অসৎ পন্থায় টাকা উপার্জন করে তখন নিজের জীবনকে উপভোগ করা যায় না। শুধু টাকা চিন্তায় বিভোর থাকতে হয়। মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষের কল্যাণে জন্য । মানুষ তার জীবন ধারণের জন্য সবকিছু নিজের কাজে ব্যবহার করবে। কিন্তু কোন বস্তু বা, পণ্য নিজের জীবনের ঊর্ধ্ব নয়। আমরা সমাজে এমনও দেখি মানুষ অর্থ উপার্জনের জন্য রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করে। অর্থ সম্পদ টাকা হলো তার কাছে মুখ্য বিষয়। কিন্তু নিজের রক্তের সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা, মায়া তার জীবনের কিছু হতে পারে না এইটা আসলে মানুষ হিসেবে খুবই লজ্জার বিষয়।

মানুষ কখন স্বার্থের কাছে হেরে যেতে পারে না। মানুষ যদি হেরে যেতে হয় তাহলে মানুষ তার সম্পর্ক এবং ভালোবাসার কাছে হেরে যেতে পারে। জীবনের সবকিছু শুধু অর্থ সম্পদ উপার্জন নয়। নিজের আত্মমর্যাদা, সততা, ভালোবাসা এবং আস্থা হচ্ছে জীবনের সবকিছু। মানুষ তার জীবনের সম্পর্ক, আস্থা এবং ভালোবাসা টিকিয়ে রাখার জন্য সবকিছু করাটা উত্তম। টাকার জন্য কোন ভাবে নিজের সবকিছু বিলিয়ে দেওয়া ঠিক নয়।

মানুষ তার ভালোবাসার মায়ায় আটকাবে। কিন্তু কোনভাবে মানুষ স্বার্থের জন্য আটকাতে পারে না। যে স্বার্থের জন্য সবকিছু করতে পারে সেই অমানুষ। আর তিনি নিজের জীবনের আত্মমর্যাদা সততা কে প্রাধান্য দিয়ে আবেগ অনুভূতির ভালোবাসাতে আটকায় সেই প্রকৃত মানুষ।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last month 

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার কথাগুলো পড়ে। সত্যি বলেছেন ভালো মানুষরা ভালোবাসা আর মায়ার জালে আবদ্ধ হয়। আর স্বার্থবাদী মানুষগুলা স্বার্থের টানে কিছুটা সময়ের জন্য মানুষের জীবনে আসে। যাইহোক অনেক সুন্দর লিখেছেন কিন্তু।

 last month 

আপনি ঠিক বলেছেন, ভালো মানুষরা ভালোবাসা আর মায়ার জালে আবদ্ধ হয়। আর স্বার্থবাদী মানুষ স্বার্থের টানে মানুষের পাশে আসে। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন আপনি। আসলে যারা টাকা নেশায় পড়ে যায় তারা মানুষকে মানুষ মনে করে না। তবে সে টাকার জন্য পথ চলে সে শান্তি পায় না। টাকার পিছে ছোট্ট ছোট্ট একটা সময় ক্লান্ত হয়ে যায়। আবার দেখা যায় টাকায় তাতে সর্বনাশ করে। তবে ভালোবাসা মায়া মমতাজ যেখানে আছে সেখানে রয়েছে জীবনের সার্থকতা।

 last month 

জি ভাই, এইটা বাস্তব টাকা নেশায় পড়ে যায় তারা মানুষকে মানুষ মনে করে না। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90159.45
ETH 3082.42
USDT 1.00
SBD 2.98