DIY-এসো নিজে করি:৷ দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি /১০% প্রিয় 💞 @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।


আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আপনাদের নতুন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি।

আমি আপনাদের আমার হাতে রান্না করা দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পুরো পোস্টটি দেখবেন।

আসুন শুরু করি

1643279400128 (1).jpg

1643279400128.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20220127_132418.jpg

IMG_20220127_132224.jpg

IMG_20220127_132247.jpg

IMG_20220127_132444.jpg

  • দেশি মুরগির মাংস
  • পেঁয়াজ কুচি
  • কাঁচা মরিচ কুচি
  • রসুন বাটা
  • লবন
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • জিরা বাটা
  • ধনিয়া বাটা
  • পাস্তা বাটা
  • আদা বাটা
  • জায়ফল বাটা
  • আলুবোখারা
  • তেজপাতা
  • দারচিনি
  • এলাচি
  • লং
  • সরিষার তেল
  • পানি ইত্যাদি।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • রান্না শুরু করার পূর্বে আমি সমস্ত উপকরণ সমূহ একত্রে করি বা, হাতের কাছে নিয়ে আসি। এই কাজটি করতে আমার অনেক বেশি সময় লেগেছে। বিশেষ করে মাংস কাটা ও ধুয়ে নেওয়া এবং মসলা বাটা মসলাজাতীয় সকল উপাদান জোগাড় করা ইত্যাদি। এইসব কাজ করতে যথেষ্ট সময় নষ্ট হয়েছে।

IMG_20220127_132535.jpg

IMG_20220127_132610.jpg

  • আমি প্রথমে চুলার উপরে পাতিল বসায়। তারপর পাতিলের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিই

↘️ধাপ :- ২↙️

IMG_20220127_132647.jpg

  • তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি তেলের মধ্যে দিলাম। এবং আমি চামচ দিয়ে ভালো করে এই গুলোকে নাড়িয়ে দিলাম।

IMG_20220127_132713.jpg

  • আমি পেঁয়াজ গুলো একটু হলুদ বর্ন ধারণ করার জন্য অপেক্ষা করতেছি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20220127_132840.jpg

IMG_20220127_132917.jpg

  • পেঁয়াজ হলুদ বর্ণ ধারণ করার পর, তাতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এবং লবণ দিলাম।

এইগুলো দেয়ার পর চামুচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20220127_132959.jpg

IMG_20220127_133016.jpg

  • এই পর্যায়ে আমি পাতিলের মধ্যে মাংসগুলো দিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20220127_133041.jpg

*এখন আমি পাতিলের মধ্যে সামান্য পানি দিলাম।

IMG_20220127_133108.jpg

  • পানি দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20220127_161700.jpg

IMG_20220127_161732.jpg

IMG_20220127_161636.jpg

  • এই পর্যায়ে আমি মাংসের মধ্যে জিরা বাটা,ধনিয়া বাটা, পাস্তা বাটা, আদা বাটা, জায়ফল বাটা দিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20220127_161555.jpg

IMG_20220127_161850.jpg

IMG_20220127_161815.jpg

  • পরে আমি মাংসের মধ্যে তেজপাতা , লং ও এলাচি দিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20220127_161908.jpg

IMG_20220127_161932.jpg

  • মশলার সকল উপাদান দেওয়ার পর চামচ দিয়ে নাড়িয়ে নিলাম।

IMG_20220127_162112.jpg

IMG_20220127_162054.jpg

  • ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর চুলার আগুন একটু বাড়িয়ে দিয়েছি।

↘️ধাপ :- ৯↙️

IMG_20220127_162152.jpg

IMG_20220127_162214.jpg

IMG_20220127_162230.jpg

  • কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি ঝোল শুকিয়ে গেছে। বা, ঝোল মাখামাখা হয়েছে। রান্নার এই পর্যায়ে কে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় দোপজু হইছে বা মাংস কষিয়ে নেওয়া হয়েছে।

↘️ধাপ :- ১০↙️

IMG_20220127_162309.jpg

IMG_20220127_162330.jpg

  • এখন আমি মাংসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি দিলাম।

↘️ধাপ :- ১১↙️

IMG_20220128_014353.jpg

  • পানি দেওয়ার পর পাতিলের উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবং কিছুক্ষণ সময় মাংস রান্না হওয়ার জন্য অপেক্ষা করতেছি।

↘️ধাপ :- ১২↙️

IMG_20220127_162411.jpg

কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে লক্ষ্যমাত্রা অনুযায়ী ঝোল ঠিকমতো রয়েছে। মাংস রান্নাটি সম্পূর্ণ হয়েছে।

↘️ধাপ :- ১৩↙️

IMG_20220127_133329.jpg

IMG_20220127_133405_1.jpg

এখন আমি মাংসের পাতিল টি চুলার উপর থেকে নিয়ে আসলাম। এবং মাংস পরিবেশন করার জন্য একটি বাটি নিলাম।

↘️ধাপ :- ১৪ ↙️

IMG_20220127_162529.jpg

খাবার পরিবেশন করার জন্য মাংস গুলোকে পাতিল থেকে বাটিতে নিলাম।

↘️সর্বশেষ ধাপ↙️ :-

খাবারের টেবিলে বাটির মধ্যে মাংস গুলো পরিবেশন করলাম।

প্রিয় বন্ধুরা,
এই ভাবে আমি মুরগির মাংস রান্না সম্পন্ন করি
এবং খাবার টেবিলে পরিবেশন করি।

রেসিপি নিয়ে আমার একটি ছবি

IMG_20220127_162557.jpg

IMG_20220127_162621.jpg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGBHdJvSPqofr2EQVWMiGDyPnxdkg3P2Zc5mcjfZ547nxq8W8kXxq1Rbkqmd8XbF5PMjx4jijcV1F5aTP3Zp.png

2gAV5LDUkkjfmb3LFUyzdx2MoHhosBFqbkpdbFdaFSMjmz5ZvYwogU1Gs7mhvUJGr4xndQjz3wmeiFwcaVggnSYT56hZZJADA3oVQg91HqBRWTNDactUKhmsRr5mXk68Lugo5zdhhcHsFrRCEKkD5BvstHhnoW3Q8nES.png

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করব, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ সকাল
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn3yiVuZ5W8TKemX4.png

Sort:  
 2 years ago 

আপনার তৈরি করা দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

দেশি মুরগির মাংস রান্না দেখলেই শুধু খেতে ইচ্ছা করে । আপনার রেসিপি টা দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি অনেক সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

পোস্টটি দেখে সুন্দরভাবে কমেন্ট করার জন্য ধন্যবাদ রইল।

সত্যি আপনি অনেক সুন্দর একটি রেসিপি বানিয়েছেন। আপনার রেসিপির প্রতিটি ধাপ ছিল অসম্ভব সুন্দর । এবং আপনি এই ধাপ গুলো খুবই ভালো ভাবে বর্ণনা করেছেন। এক কথায় আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল

 2 years ago 

আপনি অসাধারণ একটি রেসিপি করেছেন আপনি। দেশি মুরগির মাংস দেখে খুবই ভালো লাগলো। আর বিশেষ করে আপনি নানা রকমের উপকরণ ব্যবহার করেছেন। এই উপকরণগুলো দাওয়াতে মনে হচ্ছে মাংসের স্বাদ আরও দ্বিগুন বেড়ে গেল। আপনি পুরো রান্নাটি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত অসাধারন একটি রেসিপি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

পোস্টটি দেখে চমৎকার ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

 2 years ago (edited)
  • দেশি মুরগির মাংসের ঝোল রেসিপি দেখে জিভে জল চলে আসলো ভাইয়া। দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপনি। দেশি মুরগির মাংসের ঝোল খেতে আমি খুবই পছন্দ করি। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর করে আপনার রান্নার প্রসেস আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুণভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।
 2 years ago 

পোস্টটি দেখে এত সুন্দরভাবে মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

 2 years ago 

দেশি মুরগির মাংসের ঝোল রান্নার অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক মজাদার এবং লোভনীয়। দেশি মুরগি বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এরকম একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।

 2 years ago 
  • দেশি মুরগির মাংস সুস্বাদু রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করে। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন। দেখে খেতে ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

গঠনমূলক মনের ভাব প্রকাশ করার জন্য অসংখ্য অভিনন্দন রইল।

 2 years ago 
  • বাহ অনেক ভালো তৈরি করেছেন মুরগির মাংসের রেসিপি টা। তবে সবচেয়ে আশ্চর্যের ছিল এটা আপনি নিজে তৈরি করেছেন। রেসিপি টা সুন্দর লাগছে দেখতে। এবং আপনি দারুনভাবে উপস্থাপন করেছেন। সুন্দর এবং মানসম্পন্ন একটি পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
 2 years ago 

পোস্টটি দেখে মনের ভাব প্রকাশ করার জন্য লাল গোলাপের শুভেচ্ছা রইল।

 2 years ago 

আজকেও ভাই দেশি মুরগির মাংস দিয়ে ভাত খেলাম। আমার খেতে ভালই লাগে দেশি মুরগির মাংস দিয়ে ‌। আপনি খুব সুন্দর করে রান্নার প্রসেস দেখিয়েছেন । যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে

 2 years ago 

গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য অনেক অনেক অভিনন্দন রইল।

 2 years ago 

  • আপনার রেসিপি টা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আপনি এই প্রথম রেসিপি তৈরি করেছেন, প্রথম হিসাবে খুব দুর্দান্ত একটি রেসিপি উপহার দিয়েছেন আমাদের মাঝে। এত অসাধারন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আরো ভালো মানের কাজ করার উৎস এবং উদ্দীপনা পাবো। সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করার জন্য লাল গোলাপের উষ্ণ অভ্যর্থনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65306.74
ETH 3488.89
USDT 1.00
SBD 2.51