গ্ৰামীন পরিবেশের ফটোগ্রাফির :- শেষ পর্ব

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, গ্ৰামীন পরিবেশের ফটোগ্রাফির শেষ পর্ব সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1684686290530.jpg

লোকেশন
Device :- Redmi note 7

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaWuJriC1dwvP3MH6BQsuw5DmpRMdgkQT6aXuDWykkNVHvPKh4iVdtxSwphoj3XvhXfawWbRX9B2hghLYPvMPbkJ.jpeg

IMG_20210522_064801.jpg

IMG_20210523_170306.jpg

IMG_20210523_181200.jpg

গতকাল আমি আপনাদের মাঝে গ্ৰামীন পরিবেশের ফটোগ্রাফির প্রথম পর্ব উপস্থাপন করেছি। আজ শেষ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। আসলে গ্ৰাম ঘুরে বেড়ানো অনুভূতি সত্যি খুব অন্যরকম। কয়দিন পরপর গ্রাম ঘুরে না দেখলে কেমন যেন ভালো লাগে না। বিশেষ করে পড়ন্ত বিকেলে গ্রামের অসাধারণ দৃষ্টিনন্দন প্রকৃতির দৃশ্য সমূহ দেখতে খুবই ভালো লাগে। গ্রামে প্রত্যেকটি স্থান খুবই অসাধারণ দেখতে বেশ ভালো লাগে। বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ। গ্রাম অঞ্চলে প্রতিটি রীতিতে ভিন্ন রকম রকম সৌন্দর্য উদ্ভাসিত হয়ে থাকে। প্রতিটি রীতিতে বিভিন্ন রকম সৌন্দর্য উপভোগ করা যায়। বৈচিত্রময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর আমাদের প্রতিটি গ্রাম। গ্ৰাম হচ্ছে সবুজ শ্যামলের ছায়াঘেরা মনোরম জনপদ।

IMG_20210611_100144.jpg

IMG_20210617_172921_1.jpg

IMG_20210523_180606.jpg

আসলে শহরের এলাকা থেকে গ্রামে বসবাস করা অনুভূতি একটু অন্য রকম হয়ে থাকে। গ্রামের প্রকৃতির সাথে জীবনযাত্রা অত্যন্ত মিল রয়েছে। প্রতিটি ঋতুতে গ্ৰাম সুন্দর ভাবে সেজে থাকে বিভিন্ন ফুল ফুটানোর মধ্য দিয়ে। প্রকৃত ভাবে বেড়ে উঠা জবা, কদম কলমি সহ হরেক রকম ফুলের অসাধারণ সৌন্দর্য দৃষ্টি কেড়ে নেয়। বর্ষাকালে বিভিন্ন জলাশয়ে ফুটে থাকে শাপলা ফুল। আর শীতকালে মটরশুটি আর সরিষা ফুলের হলুদ রঙের দৃষ্টিনন্দন সৌন্দর্য মুগ্ধ করে আমাদের হৃদয় ‌‌। গ্ৰামের সৌন্দর্য দেখার জন্য কয় দিন পরপর গ্রাম ঘুরে আসা প্রয়োজন । গ্রাম যখনি ঘুরে আসতে যায় তখনই ভালো লাগার দৃশ্য সমূহ মোবাইল ক্যামেরা বন্দি করে থাকি।

IMG_20210709_120929.jpg

IMG_20210914_141619.jpg

আমি সময় পেলে গ্ৰাম ঘুরে আসি। আর গ্রামের ভালো লাগর প্রকৃত দৃশ্য সমূহ মোবাইল ক্যামেরা বন্দি করে থাকি। গ্ৰামীন পরিবেশের ফটোগ্রাফি খুবই ভালো লাগে আমার কাছে। কোন প্রকৃতি সুন্দর দৃশ্য দেখলে পকেট থেকে মোবাইল বের করে ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করাটা এক ধরনের নেশা হয়ে গেছে। এখন কোন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে ‌। গ্রামের গাছ গাছালি সবুজে সমারাহ শরৎ কালে সাদা মেঘের বেলা শীতকালে সকাল বেলা কুয়াশা চাদরে ঢাকা চারপাশ অসাধারণ দৃশ্য সমূহ ফটোগ্রাফি করে থাকি । গ্রামের সৌন্দর্য আসলেই নৈসর্গিক যা না দেখলে বিশ্বাস করা যায় না।

IMG_20210722_124132.jpg

IMG_20220131_074801.jpg

অপরূপ সৌন্দর্যের লীলা ভূমি আমাদের প্রতিটি গ্রাম। নিজ চোখে উপভোগ না করলে তা কখনো বুঝা যায় না। আর এত চমৎকার প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারলে বিষন্ন মন ভালো হয়ে যায়। তাই আমাদের উচিত কর্ম ব্যস্ততার মাঝে সময় বের করে হলেও গ্রামের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা। আজ আমি আপনাদের মাঝে গ্ৰামীন পরিবেশের বিভিন্ন ধরনের ফটোগ্রাফির শেয়ার করেছি। আশা করি ফটোগ্রাফি গুলো দেখে আপনারা প্রকৃতির সৌন্দর্যতায় মুগ্ধ হয়েছেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

আমরা ঘোরাঘুরি করার জন্য যতই বড় বড় পার্কে রেস্টুরেন্টে কিংবা বিভিন্ন জায়গায় যায় না কেন গ্রামের মতো পরিবেশ কোথাও খুঁজে পাবো না। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি তারই উদাহরণ। অসাধারণ হয়েছে ভাইয়া প্রত্যেকটা ফটোগ্রাফি

 last year 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনি আজকে গ্রামীন পরিবেশের বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যিই আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ দারুন লেগেছে। সবগুলো ফটোগ্রাফি দেখলে বেশি আকর্ষণীয় লাগছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

গ্রামীন প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে মনমুগ্ধকর লাগে। ভাই আপনার ফটোগ্রাফি গুলো একদম বাঁধিয়ে রাখার মত ছিলো। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিলো। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 last year 

ফটোগ্রাফি দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ‌‌।

 last year 

গ্রামীন পরিবেশের প্রকৃতির দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ঠিকই বলেছেন আমাদের দেশে ছয় ঋতু ৬ রকম সাজে। একেক ঋতুর সময় এক এক রকম প্রকৃতির দেখা যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা যায়। আপনার ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে।

 last year 

এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

গ্রামের সৌন্দর্য আসলেই নৈসর্গিক হয়, যতই দেখি ততই আরো দেখতে ইচ্ছে করে। আপনি গ্রামের সৌন্দর্য্যের কিছু দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ছবি খুব দারুণভাবে ক্যামেরাবন্দী করেছেন। সূর্যাস্তের এবং গ্রামের ছোট পাকা রাস্তার ছবি গুলো আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম ভাইয়া। আপনি কিন্তু সত্যিই দারুন ফটোগ্রাফি করেন। আর আপনার এর আগের ফটোগ্রাফি গুলোও দেখেছি। সেগুলো যেমন দারুন ছিল আজকের ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

গ্রামীন পরিবেশের খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটা আলোকচিত্র আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা আর নিচে সবুজ শ্যামল ফসলের দৃশ্য এক কথায় নজর কাড়ানো।।

 last year 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67275.57
ETH 3480.50
USDT 1.00
SBD 2.67