সন্ধ্যার মুহূর্তে মাছ কেনার অনুভূতি‌।

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের,সন্ধ্যার মুহূর্তে মাছ কেনার অনুভূতি‌ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000034292.jpg

IMG20240406233819.jpg

আজ কয়েকদিন দিনের বেলা প্রচন্ড গরম পড়তেছে। এই গরমে বাইরে বের হওয়া খুবই কষ্টকর। তাই যতটুকু সম্ভব হয় বাইরে না বের হওয়ার চেষ্টা করি। তারপরেও বিভিন্ন কাজ থাকার কারণে বাইরে যেতে হয়। এই গরমে শরীর অসুস্থ হওয়ার প্রবনতা অনেক বেশি। একবার অসুস্থ হলে দ্রুত সময়ের মধ্যে সুস্থতা ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তাই সুস্থ থাকার জন্য প্রতি মুহূর্তে সচেতন ভাবে চলার চেষ্টা করি। আগে সকাল বেলায় মাছ কিনতে বাজারে যেতাম। এখন সন্ধ্যার সময় মাছ কিনতে বাজারে যায়।

IMG20240406233822.jpg

IMG20240406233835 (1).jpg

যদিও সকালবেলা মাছ কিনলে খুবই তরতাজা মাছ পাওয়া যায়। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। সাধারণত কয়েকদিন বাসায় মাছ না থাকলে ভালো লাগে না। মাছ না খাওয়া শূন্যতা মধ্যে পড়তে হয়। আজ কয়েকদিন বাসায় মাছ নেই। তাই আম্মা সকালে বলেছে, বাজারে গিয়ে কয়েক পদের মাছ কিনে নেওয়ার জন্য। আমি গরমের জন্য সকালে না গিয়ে সন্ধ্যার মুহূর্তে গেলাম। আর আমাদের দেশে মাছ বাজার অবস্থা সবাই জানে সকাল বেলা কি যে ঝামেলা হয়। সকালবেলা মাছ বাজারে চারদিকে কোলাহল মানুষের ধাক্কাধাক্কি ভিড় লেগে থাকে।

IMG20240406233839.jpg

IMG20240406233846.jpg

আর সকালবেলা মানুষের ভিড়ের মধ্যে সকল মাছ দেখে যাচাই বাছাই করে মাছ কেনা সম্ভব হয় না। সন্ধ্যার মুহূর্তে মাছ বাজারে লোকজন খুব কম থাকে। তখন সুন্দর ভাবে মাছ দেখে যাচাই বাছাই করে কেনা যায়। তবে সমস্যা হলো সন্ধ্যার মুহূর্তে মাছ যাচাই বাছাই করে কিনতে না পারলে অধিকাংশ সময় মাছ পচা হয়ে থাকে ‌। মাছের ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে চালাকি করে পঁচা মাছ ক্রেতাদের দিয়ে দেয়। সন্ধ্যার মুহূর্তে মাছ বাজারে গিয়ে অনেক মাছ দেখতে পেলাম। সাধারণত সন্ধ্যার সময় মাছ খুবই কম থাকে।

IMG20240406233851.jpg

IMG20240406233855.jpg

অনেক ধরনের মাছ দেখে খুব ভালো লাগলো। মানুষজন খুব কম ছিলো তাই স্বাচ্ছন্দে মাছ বাজার ঘুরে ঘুরে দেখছি। বাজারে রুই, কাতল, মীরকা, তেলাপিয়া, সিলভার কাপ, চিতল, রুপচাদা, চিংড়ি, কাচকি এবং সমুদ্রে অনেক রকমের মাছ দেখতে পেলাম। আমি একটি রুই এবং এক কেজি কাচকি মাছ নিয়েছে। চিংড়ি মাছের দাম বেশি তাই নিতে পারে নি। কাচকি মাছ আমার আম্মা খুব পছন্দ করে। কাচকি মাছের চচ্চড়ি খেতে বেশ দারুন। স্বাচ্ছন্দে মাছ কিনতে পেরে বেশ ভালো লাগলো।‌ মাছ কেনার মুহূর্ত চমৎকার ভাবে কাটিয়েছি।

IMG20240406233911.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 4 months ago 

হ্যাঁ সন্ধ্যার সময় মাছের বাজারে লোক তুলনামূলক কম থাকে তখন দেখেশুনে বেছে মাছ কেনা যায়। আর লোকজন কম থাকলে তুলনামূলক একটু কম দামেই মাছ কেনা যায়।

 4 months ago 

যে পরিমাণ গরম পড়েছে, তাতে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যাইহোক আমাদের কে একটু সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। আপনাদের বাজারে দেখছি প্রায় সব ধরনের মাছ পাওয়া যায়। আপনি প্রচন্ড গরমের কারণে সন্ধ্যা বেলায় গিয়ে মাছ কিনেছেন। আসলে বর্তমান বাজারে মানুষ খুবই কম, কেননা গরমের কারণে মানুষ বাসা থেকে একটু কম বের হচ্ছে। আপনি ঘোরাঘুরি করার পর বেশ কয়েকটি মাছ মাছ কিনেছেন।

 4 months ago 

মাছ বাজারে সকালে গেলে একেবারে ফ্রেশ মাছ পাওয়া যায়। এইজন্যই সবাই সকালে যায়। কিন্তু আপনি দেখছি মানুষের ভীড় এড়ানোর জন্য সন্ধ‍্যাবেলায় গিয়েছেন। কিন্তু তারপরও মাছ বাজারে অনেক মাছ রয়েছে দেখছি। গতদিন আমি বাজারে গিয়ে বড় চিংড়ি কিনেছিলাম ১০০০ টাকা কেজি নিয়েছিল। আপনার শেয়ার করা মাছের ফটোগ্রাফি গুলো বেশ লাগছে।

 4 months ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া সকালবেলায় মাছ কিনতে গেলে টাটকা মাছ পাওয়া যায়। তবে মাঝে মাঝে বিকেল বেলায় যেই মাছ পাওয়া যায় সেগুলোও টাটকা থাকে। বাজারে গেলে পছন্দের মাছগুলো কেনা যায়। আর ভালো লাগে মাছ কিনতে।

 4 months ago 

তাহলে ভাইয়া মাছ কিনতে সন্ধ্যাবেলা বাজারে গেলেন। তবে এটি ঠিক সকাল বেলা মাছ কিনতে গেলে মানুষের বিট বেশি থাকে। তবে আবার সকাল বেলা তাজা মাছ পাওয়া যায়। এবং গরমের কারণে আমার হাসবেন্ডও রাত্রেবেলা বাজার করতে যাই। যাই হোক আপনার আম্মুর পছন্দের কাচকি মাছ কিনেছেন শুনে ভালো লাগলো। এবং রুই মাছ ও কিনেছেন। তবে কাচকি মাছ খেতে আমাদের পরিবারের সবাই পছন্দ করে। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আসলেই বর্তমান সময়ে অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের মধ্যে সকালবেলা মাছ কেনাটা অনেকটাই কষ্টসাধ্য। সকালবেলা মাছ না কিনে অবশেষে আপনি সন্ধ্যেবেলায় মাছ কিনতে গিয়েছিলেন সন্ধ্যেবেলায় সবসময়ই ভিড় কম থাকে। যাইহোক অনেক ধরনের মাছ দেখার পরে আপনি বুঝে শুনে মাছ কিনেছেন এবং আপনার মা কাচকি মাছ পছন্দ করে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মাছ কেনার মুহূর্তটা আমাদের কাছে তুলে ধরার জন্য।

 4 months ago 

আপনি দেখতে সেই সন্ধ্যা বেলা বাজার করতে গেলেন মাছ কিনতে। তবে বাজারে সন্ধ্যাবেলা অনেক ধরনের মাছ পাওয়া যায়। সকালবেলা যেরকম তাজা মাছ পাওয়া যায় সন্ধ্যাবেলা তেমন তাজা মাছ পাওয়া যায় না। আসলে গরমের কারণে আমি নিজেও এখন বেশিরভাগ সন্ধ্যার সময় বাজার করতে যায়। তবে এটি ভালো লাগলো আপনার মায়ের পছন্দ ছোট মাছ কিনেছেন। এবং বাজার করার মুহূর্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 months ago 

সত্যি বলতে মাছের বাজারে গেলেই আমার বমি পেয়ে যায়।তবে মাছ খেতে কিন্তু আমি দারুণ পছন্দ করি।আপনি সন্ধ্যায় মাছের বাজারে গিয়ে গরমে ফটোগ্রাফিও করে ফেললেন।তাছাড়া আপনার মায়ের পছন্দের কাঁচকি মাছ নিয়েছেন জেনে ভালো লাগলো।ছোট মাছ খুবই উপকারী, চিংড়ি মাছ নিতে পারেন নি বেশি দামের জন্য।আশা করি দাম কমবে ভবিষ্যতে,আসলে এটা সবজায়গায় বেশ দাম ও চাহিদার।আমাদের বাড়িতে বেশ চিংড়ি মাছ খাওয়া হয়, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57642.15
ETH 2578.06
USDT 1.00
SBD 2.49