বাংলা ব্লগ" প্রতিযোগিতা- ৪১ | ইলিশ মাছের ডিম ও ফুলকপির মিক্স পকোড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG20230809155555 (3).jpg

IMG20230809155519.jpg

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, ইলিশ মাছের ডিম ও ফুলকপির মিক্স পকোড়া রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আজকে রেসিপিটি হলো ইলিশ মাছের ডিম ও ফুলকপির মিক্স পকোড়া রেসিপি।

প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় স্বগতা আপুকে যিনি চমৎকার প্রতিযোগিতা আয়োজন করে পকোড়া তৈরির সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের মা বোনেরা নানা রকমের পকোড়া তৈরি করে থাকে। আসলে বৃষ্টির দিনে পকোড়া খাওয়ার মজাই অন্যরকম হয়ে থাকে। এবারের প্রতিযোগিতা খুবই অন্যরকম। কি দিয়ে পকোড়া তৈরি করা যায় তা নিয়ে ভাবছি।

প্রতিযোগিতা মানে নতুন কিছু উপস্থাপন। তাই ইউনিক কি তৈরি করা যায় তা নিয়ে ভাবছি? হঠাৎ করে মাথার মধ্যে এলো ইলিশ মাছের ডিম আর ফুলকপি দিয়ে পকোড়া তৈরি করা যেতে পারে। যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম। বর্তমানে ইলিশ মাছের দাম অনেক বেশি। বাজার থেকে একটি ডিম ওয়ালা ইলিশ মাছ কিনে নিয়ে আসি। তারপর মাছের অর্ধেক অংশ দিয়ে তৈরি করে নিলাম পকোড়া। প্রথম অবস্থায় পরিবারের সকলে বলতেছে মাছের ডিম দিয়ে পকোড়া তৈরি ঠিক মতে হবে না। স্বাদ কেমন হবে তা নিয়ে সবাই বেশ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলো। পরে যখন পকোড়া তৈরি করে নিলাম। পরিবার সবাই বেশ মজা করে খেয়েছে। সত্যি মাছের ডিমের পকোড়া খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

IMG20230809155555 (1).jpg

প্রয়োজনীয় উপকরণ :

IMG_20230809_171253.jpg

IMG_20230809_171330.jpg

উপকরণপরিমাণ
ইলিশ মাছের ডিম২০০ গ্ৰাম
ফুলকপিপরিমাণ মতো
বেসনহাফ কাপ
চালের গুড়াহাফ কাপ
পেঁয়াজ কুচিদুইটি
কাঁচা মরিচ কুচি৩ টি
ধনিয়া পাতা কুচিদুই চা চামচ
লেবুর রস১চা চামচ
মরিচ গুঁড়োপরিমাণ মতো
হলুদ গুঁড়োপরিমাণ মতো
গরম মসলা১ চা চামচ
রসুন বাটাপরিমাণ মতো
আদা বাটাপরিমাণ মতো
রাঁধুনি মসলা১চা চামচ
লবণস্বাদমতো
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • পকোড়া তৈরি করার জন্য যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।

1691580647643.jpg

  • প্রথমে আমি ফুলকপির ফুল কেটে ছোট ছোট করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20230809_173253.jpg

  • তারপর আমি ইলিশ মাছের ডিম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1691581327755.jpg

  • এই ধাপে একটি বাটির মধ্যে মাছের ডিম নিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা দিলাম।

↘️ধাপ :- ৪↙️

1691581603135.jpg

  • তারপর আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মসলা ও রাধুনী মসলা দিলাম।

↘️ধাপ :- ৫↙️

1691581942696.jpg

*এই পর্যায়ে পরিমাণ মতো লবণ, ফুলকপি এবং লেবুর রস দিয়ে সকল উপাদান হাত দিয়ে মেখে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1691582217236.jpg

  • এখন পরিমাণ মতো চালের গুঁড়া এবং বেসন দিয়ে সবকিছু ভালো করে মেখে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20230809_175941.jpg

*এখন একটি তেলের কড়াই চুলার উপরে বসায়। তেলের কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

1691582580935.jpg

  • এখন হাত দিয়ে গোল গোল করে পকোড়া তৈরি করে নিলাম । তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পকোড়া ছেড়ে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20230809_180616.jpg

  • পকোড়া তেলের মধ্যে ভাজি হচ্ছে। আমি চামচ দিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিচ্ছি।

↘️ধাপ :- ১০↙️

IMG_20230809_180914.jpg

  • পকোড়া ভাজি হয়ে গেছে।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20230809143549.jpg

IMG20230809143650.jpg

পরিশেষে তেল থেকে পকোড়া উঠিয়ে প্লেটের মধ্যে নিলাম।

আমার কাঙ্খিত ইলিশ মাছের ডিম ও ফুলকপির মিক্স পকোড়া রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এইভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি।
যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20230809155555 (3).jpg

IMG20230809155555 (2).jpg

IMG20230809155555 (1).jpg

IMG20230809150228 (1).jpg

IMG20230809155535.jpg

IMG20230809155426.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 11 months ago 

বাহ ভাইয়া হঠাৎ করে আসা বুদ্ধি টা কিন্তু বেশ ইউনিক ছিলও।জাতীয় ইলিশ আর এই ইলিশ মাছের ডিম আর ফুলকপি দিয়ে মুচমুচে পাকোড়া। উপকরণ সমূহ সব দেখেই বুঝা যাচ্ছে অনেক মজাদার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 11 months ago 

মাছের ডিম আর ফুলকপি দিয়ে তৈরি পকোড়া খেতে বেশ ভালো লাগছিল। এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

ওয়াও ভাইয়া রেসিপি এর নামটি শুনেই তো জিভে জল চলে এসেছে। ইলিশ মাছের ডিম তো এমনিতেই মজার একটি খাবার। তার সাথে ফুলকপি মিক্স করে আপনি পাকোড়া রেসিপি তৈরি করেছেন। খুব চমৎকার ভাবে পরিবেশন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 11 months ago 

রেসিপি পোস্ট দেখে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। এভাবে ইলিশ মাছের ডিম ও ফুলকপির পাকোড়া আগে কখনো খাওয়া হয়নি। আমি অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবো। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন আপু নিশ্চয়ই খেতে বেশ ভালো লাগবে। এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

ইলিশ মাছের ডিম খেতে এমনিতেই বেশ মজা। আর আপনি সেই ডিম দিয়ে পাকোড়া তৈরি করেছেন তাতো মজা হবেই। বেশ ইউনিক একটি রেসিপি করেছেন প্রতিযোগিতার জন্য। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 11 months ago 

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া,ইলিশ মাছের ডিম ও ফুলকপির মিক্স পকোড়া রেসিপি, রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এসেছে এত সুন্দর ছিল দেখতে। না জানি খেতে কত মজার ছিল। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট উপহার স্বরূপ দেওয়ার জন্য।

 11 months ago 

পকোড়া রেসিপি পোষ্ট দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই‌‌।

 11 months ago 

ইলিশ মাছের ডিম ও ফুলকপির মিক্স পকোড়া রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। এত সুস্বাদু এবং ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 11 months ago 

বাহ্ আপনি তো দেখি ছক্কা মেরেছেন। এ সময়ে ইলিশ মাছের ডিম আর ফুলকপি সেতো একেবারে আকাশ পাতাল কল্পনা। অসাধারন একটি পাকোড়া রেসিপি করেছেন। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপনও করেছেন। শুভ কামনা রইল আপনার প্রতি।

 11 months ago 

এত সুন্দর চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু ‌।

 11 months ago 

প্রথমে আপনাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। নামটা শুনেই জিভে জল চলে এসেছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 11 months ago 

পকোড়া রেসিপি পোস্ট দেখে এত চমৎকার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66560.03
ETH 3447.91
USDT 1.00
SBD 2.64