সাতটি ফুলের ফটোগ্রাফি‌।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুলের ফটোগ্রাফি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

IMG_20230618_110634.jpg

অপরাজিতা ফুলের আলোকচিত্র

IMG_20220301_131447.jpg

অপরাজিতা ফুল আমাদের সকলের খুবই পরিচিত। নীল পাপড়ির ফুল গুলো দেখতে খুবই সুন্দর। অপরাজিতা ফুলকে অনেকে নীলকন্ঠ ফুল নামে চিনে থাকে । আমাদের দেশে অপরাজিতা ফুল সর্বত্র দেখা যায়। এই ফুল গুলো সাধারণত বাড়ির গেটে এবং বাসার বারান্দায় টবের মধ্যে লাগানো হয়ে থাকে। অপরাজিতা ফুল সাদা এবং নীল রঙের দেখা যায়। তবে নীল রঙের অপরাজিতা ফুল সর্বত্রই দেখা মিলে। অপরাজিতা ফুলের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য অপরাজিতা ফুল সবার নিকট ব্যাপক জনপ্রিয়। এই ফুলের অনেক ওষুধই গুনাগুন রয়েছে‌। ‌

লোকেশন
Device :- Redmi note 7

ঢ়েড়স ফুলের আলোকচিত্র

IMG_20211024_080814.jpg

IMG_20220406_134240.jpg

লোকেশন
Device :- Redmi note 7

ঢ়েড়স সবজি হিসেবে আমাদের নিকট ব্যাপক জনপ্রিয়। ঢ়েড়স পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। ঢ়েড়স ভাজি করে এবং মাছ দিয়ে রান্না করে অনেক মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। ঢ়েড়স সাধারণত শীতকালে চাষাবাদ করা হয়ে থাকে। তবে সারা বছর ধরে পাওয়া যায়। মানবদেহের জন্য ঢ়েড়স অনেক উপকারী‌‌। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ঢ়েড়স কার্যকরী ভূমিকা পালন করে থাকে‌। ঢ়েড়স ফুল দেখতে খুবই চমৎকার। ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য সবাই মুগ্ধ হয়ে থাকে। ঢ়েড়স ফুল দেখতে খুবই সুন্দর।

টাইম ফুলের আলোকচিত্র

IMG_20211120_104551.jpg

IMG_20211120_104641.jpg

লোকেশন
Device :- Redmi note 7

টাইম ফুলের সাথে আমরা সকলে বেশ পরিচিত। এই ফুল গুলো একাধিক নাম রয়েছে। এই ফুল গুলোকে নয়টার ফুল
বা, ঘাসফুল নামেও বলা হয়ে থাকে। টাইপ ফুল অনেক রঙের হয়ে থাকে। টাইম ফুল হলুদ, গোলাপি, সাদা এবং হালকা লাল রঙ্গের দেখা যায়। এই ফুল গুলো লতা রোপন করে বংশবিস্তার করা যায়। এই ফুল গুলো গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি ফুটে থাকে। টাইম ফুল চাষ করার জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এই ফুল গুলো সাধারণত টবের মধ্যে চাষ করা হয়ে থাকে।

কাশ ফুলের আলোকচিত্র

IMG_20211025_132935.jpg

IMG_20211025_132715.jpg

লোকেশন
Device :- Redmi note 7

শরতের আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর কিনারায় কাশফুল বাতাসের সাথে ঢেউ খেলানো মন মাতানো প্রকৃতির অপূর্ব সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। কাশফুল শরৎ কালে দেখা যায়‌। কাশফুল ‌‌এক ধরনের বহুবর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ‌। এই ফুল গুলো সাধারণত নদীর কিনারায় নিচু জায়গায় বেশি দেখা যায়। কাশ ফুল দ্রুতো বংশবিস্তার করা থাকে। সাদা ধবধবে কাশ ফুল দেখতে খুবই সুন্দর। কাশফুল পালকের মতো নরম হয়ে থাকে। কাশফুলের সৌন্দর্য সবাই নজর কাড়ে। ‌

জবা ফুলের আলোকচিত্র

IMG_20230618_110808.jpg

লোকেশন
Device :- Redmi note 7

জবা ফুল আমাদের সকলের বেশ পরিচিত। আমাদের দেশে সব জায়গায় জবা ফুল দেখতে পাওয়া যায়। বিশেষ করে বাড়ির আঙিনায়, রাস্তার দুই পাশে জবা ফুল দেখা যায়। জবা একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। জবা ফুলের অনেক জাত রয়েছে। জাত ভেদে জবা ফুলের পার্থক্য হয়ে থাকে। জবা ফুলে অনেক গুণে গুণ রয়েছে। জবা ফুল অনেক রঙের হয়ে থাকে। সাদা, লাল, হলুদ, গোলাপি ইত্যাদি রঙ্গের জবা ফুল দেখা যায়। জবা ফুল দেখতে খুবই সুন্দর।

বুনো ফুলের আলোকচিত্র

IMG_20220206_165833.jpg

  • এই ফুল হচ্ছে বুনো ফুল। বুনো ফুল দেখতে বেশ সুন্দর । বনফুল দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আমি একদিন বিকেলে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে এই ফুলের ফটোগ্রাফি করে নিলাম। এই বুনো ফুল গুলো রাস্তা ধারে, কৃষি জমিতে, বন জঙ্গলে দেখতে পাওয়া যায়‌। বুনো ফুল পালকের মতো মনে হয়। এই বুনো ফুল শীতকালে বেশি ফুটে থাকে। গ্রামাঞ্চলে সর্বত্র দেখা যায় ফুলগুলো।

লোকেশন
Device :- Redmi note 7


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

অনেক সুন্দর সুন্দর ফুলের আলোকচিত্র ছিল। এত সুন্দর সুন্দর ফুলের আলোকচিত্র দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করলে, সেগুলোর সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে‌। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। আর প্রত্যেকটা ফটোগ্রাফির বর্ণনা তুলে ধরার কারণে আরো বেশি ভালো লেগেছে।

 last year 

গঠনমূলক এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার নিজের তোলা সাতটি ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। সব থেকে বেশি ভালো লেগেছে কাশফুলের ফটোগ্রাফি দেখতে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

এই সময়ে কাশফুল দেখে অনেকটাই অবাক হলাম, কারণ কাশফুল তো শরৎকালে ফোটে। যাই হোক মোবাইল ক্যামেরা দিয়ে তোলা হলেও আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগলো।

 last year 

ফটোগ্রাফি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

সত্যি ভিন্ন ভিন্ন ফুলে দারুন ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে ।ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে মানুষ ফুলের সান্নিধ্যে যায় আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল।

 last year 

ফুলের সৌন্দর্য দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অপরাজিতা ফুল আমার কাছেও খুব ভালো লাগে। বিশেষ করে অনেকেই এখন এই ফুলের চা তৈরি করে খায়। আমার অবশ্য কখনো খাওয়া হয়নি। তাছাড়া ঢেঁড়স ফুল যে এত সুন্দর আগে কখনো দেখিনি। আজকে প্রথম দেখলাম। আপনার সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে শেষের বন্য ফুলের ফটো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last year 

অপরাজিতা ফুলের সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়, এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি এবং কাশফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 last year 

এমনিতে কাশফুল দেখতে খুব ভালো লাগে ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। সাথে চমৎকারভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ফটোগ্রাফি দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 last year 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফিক পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মোবাইল দিয়ে যে আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেন সেটা ভাবতেই ভালো লাগছে। আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে এতটা বেশি ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফিটা অসাধারণ ছিল। সুন্দর বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত মন্তব্য করার জন্য‌।

 last year 

অপরূপ সুন্দর্যময় এই ফটোগ্রাফি গুলো করেছেন। সত্যি আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। সত্যিই এই সুন্দরময় ফুলের ফটোগ্রাফি গুলো মন ছুয়ে গেছে।

 last year 

এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95