বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আমরা জানি পরিশ্রম সফলতার চাবিকাঠি । পরিশ্রম ছাড়া কোন সফলতা অর্জন করা সম্ভব নয়। সফলতার জন্য ইচ্ছে শক্তি এবং কঠিন পরিশ্রম অপরিহার্য। পরিশ্রম ছাড়া কোন কাজে সফলতা আসে না। সফলতার পেছনের গল্প হচ্ছে পরিশ্রম এবং অধ্যবসায়। কোন কাজে সফলতা হবার জন্য প্রথমে ইচ্ছে শক্তি অর্থাৎ মন স্থির করতে হবে। কাজের সফলতা আসা পর্যন্ত যতো প্রকার বাধা বিপত্তি আসুক। সকল বাধা বিপত্তি ডিঙিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে হবে । সফলতা জন্য লক্ষ্য স্থির রাখ রাখা খুবই প্রয়োজন। লক্ষ্য ঠিক করার পরে কাজের সু পরিকল্পনা করা খুবই প্রয়োজন।
কারণ পরিকল্পনাহীন কাজ কখনো সফলতার মুখ দেখে না। কাজকে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। পরিকল্পনা হচ্ছে কাজটি কখন শুরু হবে কিভাবে কাজ করতে হবে কত সময়ের মধ্যে সম্পূর্ণ হবে এবং কিভাবে সফলতা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছা যাবে? তার একটি নীল নকশা। সফলতার জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করা অত্যাবশ্যক। কাজের পূর্বে পরিকল্পনা করা একান্ত প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিশ্রম করা অপরিহার্য। আর এই পরিশ্রম করতে হলে বাস্তবিক জ্ঞান, চারপাশের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে নিজের বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে কাজের অগ্রগতি এগিয়ে নেওয়া। তাহলে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব।
সফলতা অর্জন হবে এজন্য শুধু রাত দিন পরিশ্রম করলে হবে না। যে পরিশ্রম করলে কখনো সফলতা আসবে না সে পরিশ্রম করে কোন লাভ নেই। নিজের বুদ্ধি খাটিয়ে যে ভাবে পরিশ্রম করলে খুব সহজে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছা যাবে। সেই পথ বেছে নিতে হবে। নিজের বিবেক-বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে সহজে সফলতা অর্জন করা যায়। না হলে শুধু পরিশ্রমে করতে হবে সফলতার উচ্চ শিখরে পৌঁছানো সম্ভব হবে না। যে কোন কাজ করতে হলে অবশ্যই বুদ্ধি খাঁটি করতে হবে। মনে করুন আপনি একটি মোটা আম গাছে উঠবেন। ঐ আম গাছের পাশে একটি সুপারি গাছ রয়েছে। আপনি চাইলে তাহলে সুপারি গাছ বেয়ে আম গাছের ডালা মধ্যে উঠা সম্ভব। আর যদি মনে করেন না আমি আম গাছ দিয়ে উঠবো।
তাহলে আপনার আম গাছ দিয়ে উঠতে অনেক পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হবে। আর যদি একটি বুদ্ধি খাটিয়ে সুপারি গাছ দিয়ে উঠতেন তাহলে পরিশ্রম খুবই কম হতো। আপনি মোটা গাছ দিয়ে উঠতে যে পরিশ্রম ব্যয় করেছেন তা মূল্যহীন। এজন্য বলা হয়ে থাকে বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য পরিশ্রম খুবই প্রয়োজন। আর পরিশ্রম করার সময় অবশ্যই যেভাবে পরিশ্রম করলে খুব সহজে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো যাবে সে হিসেবটা মাথায় রাখা খুবই প্রয়োজন। আমরা প্রতিনিয়ত সফলতার পেছনে ঘুরি।
আমাদের মাথায় একটা বিষয় সবসময় কাজ করে আমাকে সফল হতে হবে। কিন্তু কিভাবে কাজ করলে সফল হব এই বিষয়ে আমাদের ভাবনার চিন্তায় নেই। ভুল জায়গায় পরিশ্রম করলে কখনো সফলতা আসে না। সঠিক জায়গায় কম পরিশ্রম করলেও সফলতার মুখ দেখা যায়। তাই কম বেশি যাই পরিশ্রম হোক না ঐ পরিশ্রম যদি সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করা হয় তাহলে আমরা সফল হবো। কাজ করার প্রতিটি পর্যায়ে বুদ্ধির প্রয়োগ করে কাজে অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনার পোস্টটি পরে অনেক ভালো লাগলো সত্যি সফল থাকতে হলে আগে পরিশ্রমন করতে হবে। আর আমরা যতই পরিশ্রম করি তাই একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে তাহলে পরিশ্রম করে কোন লাভ হবে না । ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
হ্যাঁ বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাওয়া যাবে। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পরিকল্পিত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
শুধুমাত্র পরিশ্রম করলে হবে না, সেখানে বুদ্ধির প্রয়োগ করে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে হবে।
আর যারা সত্যিই অলস তাদের নতুন করে কিছু বলার নেই, এরা স্বর্গে গিয়েও অলসতা করবে।
ধন্যবাদ ভাই গুছিয়ে লেখার জন্য।
আপনি ঠিক বলেছেন ভাই পরিকল্পিত পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যে পরিশ্রমের মূল্য নেই সে পরিশ্রম করে কোন লাভ নেই । সেজন্য যে কোন কাজের পরিকল্পনা বুদ্ধি মাত্রার পরিচয় দেওয়া পরিশ্রমের বড় উৎস। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন ভালো লাগলো।
মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আসলেই পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। জীবনে পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা যাবে না। আমাদেরকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। সফলতার পেছনে সব সময় পরিশ্রম এবং অধ্যাবসায় রয়েছে। ঠিক বলেছেন, ভুল জায়গায় পরিশ্রম করলে সফলতা আসবেনা। আমাদের ঠিক জায়গায় পরিশ্রম করতে হবে এবং ঠিক জায়গায় পরিশ্রম করলে অল্পতেই সফলতার মুখ দেখতে পাওয়া যাবে। পরিশ্রম ছাড়া জীবনে কখনো উন্নতি করা সম্ভব হয় না। যাই হোক বেশ ভালোই লাগলো সম্পূর্ণটা।
অবশ্যই পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
খুবই সুন্দর একটি বিষয় নিয়ে চমৎকার একটি পোস্ট লিখেছেন আপনি। আসলে অনেকে আছে যারা শুধুমাত্র ক্লান্তিহীন ভাবে পরিশ্রম করে যায় কিন্তু পরিশ্রম অনুসারে যথার্থ ফল পাই না। পরিশ্রম করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে যথার্থভাবে পরিশ্রম করতে হবে। যাতে আমরা আশানুরূপ ফল ভোগ করতে পারি। এবং আমরা সাফল্য অর্জন করতে পারি। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মূল্যবান সময় ব্যয় করে পুরো পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আপনার এই পোষ্ট পরে আমার নিজের কাছে খুবই ভালো লাগলো। কোন কাজ করতে গেলে অবশ্যই আগে আমাদের বিবেক বুদ্ধি ঠিক রেখে সেই কাজ করা উচিত তাতে করে খুব শীঘ্রই সফলতার দেখা পাওয়া যাবে, বুদ্ধিহীনভাবে কাজ করলে সেই কাজে কখনোই সফলতা আসবে না বলে আমার মনে হয় যেটা আপনার পোষ্টের মাধ্যমে আপনি দারুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনার সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পোস্টটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এটা কিন্তু ঠিক বলেছেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। আসলে পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে সফলতা নিয়ে আসাটাই মুশকিল। জীবনের সফলতা আনতে হলে সাফল্য এবং অধ্যাবসায়ের প্রয়োজন। অধ্যাবসায় এবং পরিশ্রম করলে খুব তাড়াতাড়ি সফলতা আসবে। এটা কিন্তু ঠিক বলেছেন, কাজ করার প্রতিটি পর্যায়ে বুদ্ধির প্রয়োগ করে কাজে অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। সম্পূর্ণটা পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম। একেবারে বাস্তবিক এবং সত্যি কথা বলেছেন প্রত্যেকটা বিষয়।
অবশ্যই অধ্যাবসায় এবং পরিশ্রম করলে খুব তাড়াতাড়ি সফলতা আসবে। অনেক অনেক ধন্যবাদ এত অসাধারণ মন্তব্য করার জন্য।
আপনি ঠিক বলেছেন ভুল জায়গা পরিশ্রম করলে তার সুফলতা পাওয়া যায় না। পরিশ্রম করতে হলে নির্দিষ্ট একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি না থাকে কোন পরিশ্রম সুফল হবে না। তবে পরিশ্রম সৌভাগ্যের ফসতি। পরিশ্রম করতে হলে বুদ্ধি এবং মেধা ও সঠিক চিন্তা থাকতে হবে। সঠিকভাবে চিন্তা করে পরিশ্রম করে আগালে সেটা সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর অনুভূতির শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বুদ্ধিহীন পরিশ্রম কখনো সুফল পাওয়া যায় না। ঠিক বলেছেন পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তবে এই পরিশ্রম করতে হলে আপনাকে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকতে হবে। পরিশ্রম করতে হলে শক্তি এবং মেধা দুটি খুব প্রয়োজন। বুদ্ধিহীন পরিশ্রম করলে কোন সফলতা পাওয়া যাবে না এবং সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। তাই পরিশ্রম করতে হলে আমাদের বুদ্ধি বিবেক সবকিছু কাজে লাগাতে হবে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই।