আমার লেখা কবিতা " ইচ্ছে করে"

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ইচ্ছে করে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20241227_023410.jpg

ইচ্ছে করে

ইচ্ছে করে পাখির মতোন
নীল আকাশে মুক্ত বিহঙ্গে উঠতে।
দুই ডানা মেলে
দূর থেকে বহুদূর ঘুরতে।

ইচ্ছে করে রংবেরঙের ফুলে ফুলে
সাজিয়ে নিজ হাতে বাগান গড়তে।
উড়ে উড়ে মধু খেতে খেতে
মৌমাছির মতোন গুনগুন করতে।

ইচ্ছে করে ফুলের সুবাস হয়ে
হৃদয়কে সুরভিতো করতে।
ফুলের অবিরাম সৌন্দর্য হয়ে
প্রকৃতির মাঝে মুগ্ধতা ছড়াতে।

ইচ্ছে করে কবির মতোন হৃদয়ের অনুভূতি
কবিতার ছন্দে ছন্দে লিখতে।
ভালোবাসার অসমাপ্ত
উপন্যাস হৃদয়ের আবেগ দিয়ে পড়তে।

ইচ্ছে করে সাদা মেঘে ভেসে বেড়ায়
মনের অগোচরে প্রকৃতির খেয়ালে ।
শ্রাবণের ঘনকালো মেঘ হয়ে
বিজলী চমকায় মনের দেয়ালে।

ইচ্ছে করে ঝুম বৃষ্টি হয়ে
সমুদ্রের পানিতে মিশি।
সাগরের ঝিনুক মুক্তা হয়ে
অথৈ পানিতে ভাসি।

ইচ্ছে করে সবুজ প্রকৃতির মাঝে
নিজেকে হারিয়ে ফেলি।
প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে
নিজেকে হাজার বছর বাঁচার চেষ্টা করি।

ইচ্ছে করে আঁধার রজনীতে
মিটমিট জোনাকির আলো ছড়াতে।
গহীন রাতের মনের কল্পনা গুলো
সবাইকে জানাতে।

ইচ্ছে করে অন্তরের গহীনে
ভালোবাসার স্বপ্ন গুলো আঁকি।
হৃদয়ের ক্যানভাসে রং তুলির ছোঁয়াতে
ভাবনা গুলো মনের আঙিনায় ফুটিয়ে তুলি।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। মানুষের মন সবসময় স্থির থাকে না। পরিবার এবং কর্মব্যস্ততা কারণে মন যখন চঞ্চল হয় তখন মন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। হৃদয়ের মাঝে নানা রকম অনুভূতি সৃষ্টি হয়। প্রকৃতির বিভিন্ন রূপে নিজেকে সাজাতে খুব ইচ্ছে। খুব ইচ্ছে করে প্রকৃতির সাথে মিশে হৃদয়ে আনন্দ বয়ে আনতে। প্রকৃতির মাঝে যখন মিশি তখন হাজার বছর বাঁচার ইচ্ছে জাগে হৃদয়ে। তাইতো হৃদয়ে নানা রকম ইচ্ছে জাগ্রত হয় প্রকৃতির সাথে মিশে যেতে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা পড়তে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে প্রত্যেকটা মানুষ অনেক সময় অনেক কিছুই হতে চাই কিন্তু মানুষের দ্বারা সব সময় সবকিছু হওয়া সম্ভব না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 months ago 

কবিতাটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

গত দুইদিন ধরে আপনি পুশ টাস্ক এবং Super Walk টাস্ক সম্পন্ন করছেন না, আপনার কিউরেশন বন্ধ থাকবে।

 3 months ago 

আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন? ভাইয়া আমি হাসপাতালে থাকার কারণে সকল কাজ নিয়ম অনুযায়ী করতে পারে নি। এই জন্য ভাইয়া আন্তরিক ভাবে দুঃখিত। আশা করি সামনের দিন গুলোতে এমন ভুল আর হবে না। ভাইয়া দয়া করে সুন্দর ক্ষমার দৃষ্টি দেখবেন।

 3 months ago 

ওকে ঠিক আছে।

 3 months ago 

অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন ভাই পড়ে খুব ভালো লাগলো। এটা সত্যি বলেছেন পাখির মত আমাদের সবারই উড়তে ইচ্ছা করে ঘুরে বেড়াতে ইচ্ছা করে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

জি ভাই, পাখির মতো আমাদের সবার উড়তে ইচ্ছা করে এবং ঘুরে বেড়াতে বেশ ইচ্ছা করে। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 months ago 

আমারও কিন্তু অনেক কিছুই ইচ্ছে করে। আপনি কিন্তু দারুন করে আপনার কবিতাটি রিখেছেন। দারুন ছিল কবিতার প্রতিটি লাইন। মনে হচ্ছিলো যেন নিজের মনের কথা গুলো কে আপনি আপনার কবিতার ভাষায় তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনি দারুন একটি কবিতা শেয়ার করেছেন।

 3 months ago 

কবিতাটি পড়ে এতো দারুন প্রশংসা করার জন্য আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

IMG_20241227_201459.jpg

IMG_20241227_201544.jpg

IMG_20241227_201514.jpg

IMG_20241227_201530.jpg

IMG_20241227_201600.jpg

 3 months ago 

দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।সত্যিই ইচ্ছে গুলোর যেন মানা নেই। মনের ভেতর কত রকম ইচ্ছের আনাগোনা পাখির মত উড়তে, নীল আকাশে, কখনো বা রঙিন ফুল হয়ে বেশ দারুন লিখেছেন। ধন্যবাদ দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 months ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম । ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

চমৎকার কবিতা লিখেছেন তো ভাইয়া।ইচ্ছে করে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার কবিতার ভাষা চমৎকার। আসলে ভাইয়া সবার সাথে যখন মিশে সুন্দরভাবে থাকে তখন হাজার বছর বাঁচতে ইচ্ছে করে। মনের অনুভূতি দিয়ে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 83608.61
ETH 1872.75
USDT 1.00
SBD 0.72